শহীদ বনাম চেতনা!!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালাম ভাবেন আজবতো
ভাষার উপড় জোর-জবর !!
মানিনে তা মানবোনে
তারচে' বরং খোড় কবর।

বরকতেরো মেজাজ গরম
বলতে মানা মায়ের বুলি !!
শ্লোগানে তার গগন কাঁপে
মাররে তোরা শেল আর গুলি।

রফিক কহেন কেমন কথা ?
কেমন তাদের আক্কেল !!
জুলুমেরও নেই কি সীমা !!
ঐ সবে চল মেডিকেল।

শফির মাথায় খুন চেপেছে
জ্বলছে বুকে দ্রোহের আগুন;
মিছিলে তার প্রলয় নাচন
তারিখটা ঠিক ৮ই ফাগুন।

জব্বারও আজ ফোঁসছে রাগে
কিসের তোদের রংবাজি?
কাঁড়বি মোদের মায়ের ভাষা !!
জীবন দিতে ঠিক রাজী !!

এক এক করে খেলো গুলি
রাজপথ খুনে রাঙালো;
গর্জে উঠে বীর বাঙালী
মরন যে ঘুম ভাঙালো।

বাংলা মায়ের দামাল ছেলে
মরন সনে সখ্যরে;
লিখা হলো ইতিহাস
মায়ের ভাষার অক্ষরে।
শেষ কথাঃতারিখটা মনে রেখে
সবে মিলে ঘটা করে;
শহীদ মিনারে যাই
ফুলে ফুলে যায় ভরে।
ছত্রে ছত্রে আজ
হান্দাই ইংলিশ;
সেই ঢঙে বোল ঝেড়ে
ভাবি স্টাইলিশ।
ইংলিশ ছাড়া যেনো
কথা মুখে রুচেনা;
হৃদয়ের দৈন্যতা
জাতির আজো ঘুচেনা !!!
কখনও কি ভেবেছি
শহীদেরা বড় দুখি;
বলিদান বৃথা যেনো
জাতি আজ ভীন মুখি।
হয়েছে কি তোমাদের !!!
এত কেনো উদাসীন !!!
শোধবেনা কভু বুঝি ???
শহীদের সেই ঋণ ???
মিনারেতে ফুল দেয়া
মোটে নয় ঋণ শোধ;
চেতনায় জেগে উঠো
মননে বাঙালী বোধ।

সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহাম্মদ শামি একজন ভারতীয় ক্রিকেটার। বর্তমানে চ্যাম্পিয়নস ট্রফি নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছে আটটি দেশের অংশগ্রহণে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো। মোহাম্মদ শামি একজন বোলার হিসাবে সে খেলায়...
...বাকিটুকু পড়ুন
জুলাই অভ্যুত্থানের পিছনে ক্রীড়ানক হিসাবে অনেক দেশি ও বিদেশি শক্তির হাত ছিলো বলে শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো শেখ হাসিনার প্রতি জনসমর্থন ২০১৪ সালের পরেই কমতে থাকে। ২০২৪...
...বাকিটুকু পড়ুনহজরত মুসা (আঃ) অত্যধিক বলশালী একজন মানুষ ছিলেন। ওনার শরীরের শক্তি সম্পর্কে কোরআনে উল্লেখ আছে। সুরা আল কাসাসের ২৮ নং আয়াতে আছে;
নারীদ্বয়ের একজন বলল, হে আমার পিতা! আপনি... ...বাকিটুকু পড়ুন
উদাহরণ ১:
"ভাই, নামাজ পড়বেন না ? চলেন।"
"আরেহ, মনের নামাজই বড় নামাজ, ধর্মে কোন জোরাজুরি নাই।"
উদাহরণ ২:
"আপু, বাইরে যাচ্ছো, কিন্তু তমার ড্রেস তো সতর ঢাকা না গুনাহ হবে... ...বাকিটুকু পড়ুন
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট পরীক্ষা দেওয়ার সময় তার ভাইভা নিয়েছিলেন একজন ইংরেজ সাহেব ৷ তার কাছে তাকে বাংলা পরীক্ষাও দিতে হয়েছিলো ৷
.
ইংরেজ সাহেব প্রশ্ন করলেন, " Well, বাবু you তো ভালো... ...বাকিটুকু পড়ুন