সামু ব্লগে শোনো সবে
আছ যত পোলাপান;
করনাকো প্রেম ভুলে
লাইফ হবে খানখান।
ভালো চাই,তাই জেনো
করি সব শেয়ারিং;
কথা শোনো মন দিয়ে
খুব করো কেয়ারিং।
জানি জানি ভাবছো কি
আঙ্গুর ফল টক?
দু'একটা স্টোরি বলি
শুনে খাবে পুরো শক্!!
প্রেম করেছিলো আহা
আমাদের প্রামানিক;
আজো তার চোখে পানি
সদা করে চিকচিক।
ভালোবেসে প্রেমিকাকে
করেছিলো নমিনি;
টাকা সব তুলে নিয়ে
চম্পট মারে নাগিনী।
সেই শোক প্রামানিকে
উঠেনি আজো কাটিয়ে;
প্রায়ই কাঁদে গলা ছেড়ে
দেয়ালে মাথা ফাটিয়ে।
গিয়াস লিটন ছিলো
এ যুগের রোমিও;
তার দুখে কাঁদে আজো
ফুল পাখি টমি-ও।
প্রেমিকারে গিফট দেবে
তাই বেচে ভিটে মাটি;
সোনা দিয়ে মুড়ে দেয়
আগাগোড়া পরিপাটি।
সেই ছেড়ি দেয় চিঠি
বিয়ে মোর সামনে;
ভুলে যা'রে,তোবা খা'রে
আল্লাহর নাম নে!!!
সেই থেকে ভায়া মোর
হলো পুরো বিবাগি;
কিসব খায় ছাইপাশ
সারাক্ষন রাগী রাগী।
বিদ্রোহী ভৃগু আজ
কেনো অত বিদ্রোহী?
বলবো কি সে কিসসা
শুনতে কি আগ্রহী??
এককালে ছিলো সে যে
পাড়ার বেস্ট হ্যান্ডসাম;
কি রূপে কি গুণে ভায়া
পাড়া জুড়ে তারি নাম।
বেডলাক কাকে বলে
পড়ে ডাইনীর নজরে;
ভালোবেসে ঘর ছেড়ে
পালায় সে ফজরে।
সাথে আনে ক্যাশ টাকা
মা'র সব গয়না;
ডাইনীরে দিয়ে কয়
তোমার সব,ময়না।
ডাইনিটা হেসে কয়
ওয়েট করো গলিতে;
সেই ছিলো শেষ দেখা
পারমুনা আর বলিতে।
সেই থেকে ভৃগু ভায়া
দেখলেই নারী;
খেপে উঠে তেড়ে আসে
দেবে লাঠি বাড়ি।
আমারই বা কম কি
বলি দুটো ঘটনা;
খুব করে বুঝে নিও
ভেবো মোটে ছোট না।
চিঠি লিখি ব্লাড দিয়ে
''ভালোবাসি তানিয়া'';
হারামীটা কত বদ
দৌড়ানি দেয় দা নিয়া !!!
গিফট দিয়ে সুমিরে কই
চল করি পিরিতি;
চড় খেয়ে বুঝি শালী
ব্ল্যাকবেল্ট কারাতি।
মাইয়াগো কাছে জেনো
মন হলো খেলনা;
খেলে যেই মন উঠে
ছুড়ে মারে ঢেলনা।
তোমরাই বলো ভায়া
কত চাও কাহিনী;
মাইয়াডি সব বদ
কাল সাপ নাগিনী।
সময় থাকতে সবে
হয়ে যাও সাবধান;
একা আছ,বেশ আছ
হয়োনাকো বলিদান।
শেষকথা বলে যাই
যত আছ সিঙ্গল;
ভুলেও হয়োনা কেউ
নারী সনে মিঙ্গল।
উৎসর্গঃ
প্রিয় ভায়া আদরের
প্লেবয় গেম চেঞ্জার;
আহা যদি বুঝতো রে.........
নারী কতো ডেঞ্জার!!!
ছবিঃ
পুরনো সেই কথা
ভরসা সে নেট;
কপি করে দেই মেরে
চামে চামে পেষ্ট।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯