দিয়ে দিলো
হয়ে গেলো
ব্যাস !!!!!!!!!!!!!!!!
শেষ ?????????
আপনি ম্যাডাম কিছুই বললেন না !!
এই আপনার রাজনীতি ??
ভুলে গেছেন ৯৭-এ চট্টগ্রাম মেডিকেলের কথা? যখন আক্রান্ত হয়েছিলেন কে এগিয়ে এসেছিলো? কার কর্মীরা জীবন বাজি রেখে আপনাকে উদ্ধার করেছিলো?
ভুলে গেছেন ৯৮-এর লং মার্চের কথা? আপনার নিজ এলাকা ফেনীতেই ছিলেন নিরাপত্তাহীন? এইবারও বীরদর্পে এগিয়ে এসেছিলো কে? কার ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছিলো ফেনীর সন্ত্রাসের গডফাদার আর তার টোকাইরা? নেতা তো আরো ছিলো, তারা কেনো আসেনি?
ভুলে গেছেন চারদলীয় ঐক্যজোট গঠনে কার ভূমিকা ছিলো মূখ্য? কে ছিলেন এর প্রধান সমন্বয়ক? যেই ভোটব্যাংকের আশায় আজো স্বপ্ন দেখেন স্রেফ ঘুমিয়ে ঘুমিয়ে,সেই ভোট ব্যাংক গঠনের কারিগর কে?
ভুলে গেছেন ২০০০ সালের পল্টন মহাসমাবেশের সেই ডোনেশনের কথা? ক্ষমতায় থেকেও যিনি পকেটের পয়সা দিয়ে রাজনীতি করেছেন? জীবনে যার বিরুদ্ধে কেউ কোনো দূর্নীতির প্রমান দিতে পারেনি?
ভুলে গেছেন গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত যিনি-ই একমাত্র বুক আগলে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে আপনার দলের পক্ষে সাফাই গাইতেন? বক্তব্যে যিনি একাই ছিলেন একশ? যার বাক্যবাণে প্রতিপক্ষ হতো টালমাটাল কোনঠাসা?
ভুলে গেছেন চসিক নির্বাচনে সরকার যখন নিশ্চিত মিডিয়া ক্যূ এর মাধ্যমে ফলাফল ছিনতাই করতে যাচ্ছিলো তখন কার উদ্যোগে পরিস্থিতি বদলে যায় এবং নিক সঠিক ফলাফল ঘোষনা করতে বাধ্য হয়?
ভুলে গেছেন কার অনুপস্থিতিতে আজ আপনি পাল/বৈঠা বিহীন নৌকার মাঝি? আর তিনি থাকলে আজ আপনার অবস্থা কেমন হতে পারতো?
ভুলে গেছেন প্রত্যেকটি মহাসমাবেশে অন্তত ৫০০০০ লোক সমাগমের দায়িত্ব (নিজ অর্থায়নে)যিনি একাই কাঁধে নিতেন এবং সাফল্যের সাথে তা সম্পন্ন করতেন? আজ আপনার জন্য ২০ জনের একটা মিছিলও কেউ করতে পারেনা?
(তার নুন কেবল কেউ কেউ নন, কোনো না কোনো ভাবে আপনিও খেয়েছেন)
দৃষ্টান্তের শেষ নেই কিন্তু আপনি???
কর্মসূচী দুরে থাক, প্রতিবাদ কিংবা মিছিল দুরে থাক, একটা বিবৃতিও দিলেন না নিজ মুখে?
কার জন্য রাজনীতি? কিসের রাজনীতি?
(নীরু ভাই আপনি ঠিক বলেছিলেন, সেদিনের অর্বাচীন তর্কের জন্য কর জোরে ক্ষমা চাই।)
এই রাজনীতির খেতা পুড়ি আমি। ধিক ধিক ধিক।
একবার নিজ লিখা এক পোষ্টে হায়রে জাতীয়তাবাদী ছাত্রদল !!! বলেছিলাম ''এখনো বলছি,ম্যাডাম আমরা এখনো শেষ হয়ে যাইনি।শুধু আপনার সদিচ্ছাই যথেষ্ট।একটি ডাক দিয়েই দেখুন।তবে আমাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে আপনাকেই।''
সেই কথা উইথড্রো করলাম। কেউ থাকুক আর না থাকুক আমি এবং আমরা সেই ব্যাচ আর নাই।
আলোচনার যোগসূত্র যা তৈরী হয়েছিলো তা ছিঁড়ে ফেললাম। ভবিষ্যতের কথা জানিনা, আজ দেবার থলি শূণ্য।
(যারা সমন্বয়ে ছিলে তাদের বলছি, ভুলেও এ কদিন আর চেহারা দেখিওনা। মেজাজ খুব খারাপ। ভীষন ভীষন খারাপ। রাজীব আর আকরামকে বলবে সামনে পেলে চড়িয়ে দাঁত ফেলে দেবো। তোমাদের চাইতে নপুংসক উত্তম। পোষ্ট পাইলেই নেতা হয়না। জানি কষ্ট পাবে, কিন্তু এটাই আমার মনের কথা। পারলে ক্যাম্পাসে ৫০-জনের একটা মিছিল করে দেখিও। কথা ফিরিয়ে নেবো। আর প্লিজ কেন্দ্রের দোহাই দিয়োনা। মিছিল বা প্রতিবাদ করতে আমরা কখনো কেন্দ্রের আশায় বসে থাকিনি। আমরা কেন্দ্র চালিয়েছি, কেন্দ্র আমাদের নয়। তোমাদের ইতিহাস বলে লাভ নেই, তারচেয়ে বরং টোকাই বামদের মতোন লাইব্রেরীর পিছনে কিংবা আজিজ সুপারের চিপায় গিয়া গাঞ্জা টানো মনের সুখে। এটুকুনই তোমাদের দৌঁড় এবং সার্থকতা।)
লেট এডিশনঃ
পোষ্ট করার পরপর বেশ কিছু ঝাঁঝালো টেক্সট পাই। মোটামুটি রক্ত যেনো টগবগিয়ে উঠেছে।ভালোই লেগেছে........এইতো চাই। তবে এসএমএসে হামকি ধামকি না মেরে একটু রাজপথে নেমে দেখাও ছানারা। এক অতি উৎসাহি মূর্খ অর্বাচীন আমাকে চ্যালেঞ্জ দিয়ে বললো কাপুরুষের মতন পেছনে না বলে পারলে তাদের দুধদাঁতি পিচ্চি নেতাদের সামনে গিয়ে মর্দানি দেখাতে। আর এসএমএসের ভাষা ছিলো ভুল বানানে বেশ আদিরসে সিক্ত রগরগে,আমি কল্পিত বর্ণনা।বাছা,ফোন যতই বন্ধ রাখো,আমি ঠিকই তোমাকে চিনেছি। যারা তোমার মদদ দাতা তারাই সরি বলে টেক্সট করেছে। যাই হোক, ভয় পেয়োনা। সিনিয়র হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম। তবে এটুক বলবো শোধরে যাও। নিজের নোংরামি নিজের গায়েই পড়ে। ব্যক্তিত্ত্ব নিয়ে রাজনীতি করো। ভাড়াটে গুন্ডা হিসেবে নয়। ইদানিং ঘেষোনা আশেপাশে।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭