অলস মাথায় ভাবছি বসে
হতো যদি এমন;
প্রিয় স্বদেশ রাণীশূণ্য
হতো তবে কেমন?
ভাবছি ভাবার খোরাক আছে
সব জেনেছি খবরে;
দুই রাণীমা-ই ঈদ করেছেন
আটলান্টিকের দু'পারে।
এক রাণীমা 'বারাক' বাড়ী
রাষ্ট্রসংঘ মিটিং;
আরেক রাণী 'ক্যামেরুন' বাড়ী
শুনছি হবে সেটিং।
দুই রাণীতেই একটি কমন
মিল খুঁজে পাই ভারি;
একে অন্যকে দিচ্ছে গালি
বীর বাঙ্গালী নারী।
দুই রাণী রাজ্য চালান
প্রাসাদ কিবা রাজপথে;
চাহিবা মাত্র মোরা
জান দিব সাথে সাথে।
এ বলে আমার দেশ
সে বলে আমার;
'হীরা','সোনা' দু'জনাই
জনতা 'তামার'।
দুই রাণী দেশটাকে
করে নিল এজমালী;
ফুলে ফেঁপে বেড়ে উঠে
মোরা রোজ পানি ঢালি।
ভালোবেসে রাণী বলি
সযতনে হৃদয়েতে;
সুচতূর রুই তারা
ভাগাভাগি স্রেফ দু'জনেতে।
'তারেক' হামাক মারেক
আর 'সজীব' করেক নির্জীব;
কেউ কারো কেষ্ট ঠাকূর
কেউবা আবার মহাশিব।
কৌশলে দেশটাকে
করে তারা দুইভাগ;
ঘাড়ে চেপে বসে আছে
বিষধর দুই নাগ।
ডানে গেলে জঙ্গি
বামে গেলে নাস্তিক;
দ্বন্দ্ব বাজিয়ে তারা
হাসে বসে খিক্ খিক্।
বারুদে পুড়ছি মোরা
গোটা জাতি জ্বলছে;
পতাকা উঁচিয়ে তারা
সদম্ভে চলছে।
দেশটা কারো বাবার নয়কো
নয়কো কারো স্বামীর;
আমরা হলুম গোলাম হোসেন
তোমরা শাহী আমির।
আর কতকাল এইভাবে তে
সইব মোরা গোলামী;
অনেক হলো,জাগো এবার
ছুটাও তাদের ভন্ডামী।
বলি কি আমি সবাই মিলে
শাহজালালে চলো;
ভাগো এবার,নো এন্ট্রি
কোরাস কন্ঠে বলো।
সয়েছি অনেক আর মোটে নয়
তোমরা দুটি থামো;
আর এসো না এ বাংলাতে
ক্ষমো মোদের ক্ষমো।
ছবি: ইন্টারনেট
উৎসর্গ: ছড়ারাজ প্রামানিক আর মহারাণী শায়মা
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২