ঈদ মুবারক।
অন্যান্য দিনে এমন সময় ব্লগে সাধারণত ১২০ এর মতো ব্লগার অনলাইন থাকেন; আজ সারাদিন তা ৬০-৭০-এ উঠানামা করেছে। বাইরে ঈদ, ব্লগ ছুটি উদ্যাপন করছে।
এই খাখা সময়ে নিচের প্রশ্নগুলোর জবাব যদি কারো জানা থাকে, প্লিজ জানান।
১। শূন্য দশক কাকে বলে।
২। ২০৯৫ সাল একবিংশ শতাব্দির কোন্ দশক?
৩। ২০৫৫ সাল একবিংশ শতাব্দির কোন্ দশক?
৪ নং প্রশ্ন একটা আছে, সেটা হয়তো আপনাদের জবাব পাওয়ার পর করবো।
প্রশ্নগুলোর উত্তর দিয়ে ঈদের আনন্দকে আরও চাঙ্গা করবেন আশা করি।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪২