ধাঁধা যাঁরা ভালোবাসেন তাঁদের কাছে ধাঁধা হলো নেশার মতো। একবার মাথায় ঢুকে গেলে তা সমাধান না হওয়া পর্যন্ত স্বস্তি নাই। এই পোস্টটা ধাঁধাখোরদের জন্য।
গত রাতে এই ব্লগে দুটি এবং অন্য একটা ব্লগে দুটি ধাঁধা পোস্ট করেছিলাম। অনেকেই সঠিক জবাব দিয়েছেন, তবে সঠিক জবাবের সংখ্যা বেশি নয়।
ধাঁধাখোরগণ আবার দেখে নিন চারটা ধাঁধা একত্রে। পাঠকদের জবাবগুলো দেখতে চাইলে সংশ্লিষ্ট 'রিপোস্ট'-এ ক্লিক করুন।
প্রথম ধাঁধা (রিপোস্ট)
আফিজ মিয়া হাফিজ মিয়ার দোকান থেকে ৫ টাকা দামের একটা কলম কিনে হাফিজ মিয়াকে একটা ১০০ টাকার নোট দিল।
হাফিজ মিয়ার কাছে ভাঙতি নাই। সে নাফিজ মিয়ার কাছ থেকে ঐ ১০০ টাকার নোটটি ভাঙতি করে আনলো, তারপর আফিজ মিয়াকে ৯৫ টাকা ফেরত দিল। আফিজ মিয়া ৯৫ টাকা ও ৫ টাকা দামের কলম নিয়ে চলে গেল।
ঘণ্টাখানেক পর নাফিজ মিয়া হাফিজ মিয়াকে সেই নোটটা দেখিয়ে বললো, এটা একটা জাল নোট। জাল নোট পালটে দাও। হাফিজ মিয়া জাল নোটটা ফেরত নিয়ে নাফিজ মিয়ার কাছ থেকে আনা ১০০ টাকা ফেরত দিল।
ধাঁধা :
১। আফিজ মিয়া জানতো তার ওটা জাল নোট ছিল। জাল নোটের বিনিময়ে তার কতো টাকা লাভ হলো?
২। হাফিজ মিয়ার কতো টাকা ক্ষতি হলো?
৩। নাফিজ মিয়ার কতো টাকা লাভ বা ক্ষতি হলো?
প্রশ্ন না বুঝে থাকলে বলুন।
দ্বিতীয় ধাঁধা (রিপোস্ট)
করম আলী মরন আলীর দোকান থেকে ৫ টাকা দামের একটা কলম কিনে মরন আলীকে একটা ১০০ টাকার নোট দিল।
মরন আলীর কাছে ভাঙতি নাই। সে হুকুম আলীর কাছ থেকে ৯৫ টাকা ধার করে আনলো, তারপর করম আলীকে ৯৫ টাকা ফেরত দিল। করম আলী ৯৫ টাকা ও ৫ টাকা দামের কলম নিয়ে চলে গেল।
ঘণ্টাখানেক পর মরন আলী দেখলো, এটা একটা জাল নোট।
ধাঁধা :
১। করম আলী জানতো তার ওটা জাল নোট ছিল। জাল নোটের বিনিময়ে তার কতো টাকা লাভ হলো?
২। মরন আলীর কতো টাকা ক্ষতি হলো?
৩। হুকুম আলীর কতো টাকা লাভ বা ক্ষতি হলো?
তৃতীয় ধাঁধা (রিপোস্ট)
দবির উদ্দিন ছবির উদ্দিনের দোকান থেকে ৫ টাকা দামের একটা কলম কিনে ছবির উদ্দিনকে একটা ১০০ টাকার নোট দিল।
ছবির উদ্দিনের কাছে কোনো টাকা ছিল না তখন। সে খবির উদ্দিনের কাছ থেকে ঐ ১০০ টাকার নোটটি ভাঙতি করে আনলো, তারপর দবির উদ্দিনকে ৯৫ টাকা ফেরত দিল। দবির উদ্দিন ৯৫ টাকা ও ৫ টাকা দামের কলম নিয়ে চলে গেল।
এরপর ঘণ্টাখানেকের মধ্যেই ছবির উদ্দিনের দোকানে বেশ বেচাকেনা হলো এবং ১০০ নগদ টাকাও জমা হলো।
আরো ঘণ্টাখানেক পর খবির উদ্দিন ছবির উদ্দিনকে সেই নোটটা দেখিয়ে বললো, এটা একটা জাল নোট। জাল নোট পালটে দাও। ছবির উদ্দিন জাল নোটটা ফেরত নিয়ে খবির উদ্দিনকে ১০০ টাকা দিয়ে দিল।
ধাঁধা :
১। দবির উদ্দিন জানতো তার ওটা জাল নোট ছিল। জাল নোটের বিনিময়ে তার কতো টাকা লাভ হলো?
২। ছবির উদ্দিনের কতো টাকা ক্ষতি হলো?
৩। খবির উদ্দিনের কতো টাকা লাভ বা ক্ষতি হলো?
প্রশ্ন না বুঝে থাকলে বলুন।
চতুর্থ ধাঁধা (রিপোস্ট)
এক লোক হাফিজ দোকানদারের দোকান থেকে ৫ টাকা দামের একটা কলম কিনে হাফিজকে একটা ১০০ টাকার নোট দিল।
হাফিজ মিয়ার কাছে কোনো টাকা ছিল না তখন। সে মফিজ দোকানদারের কাছ থেকে ৯৫ টাকা ধার আনলো, তারপর ক্রেতাকে ৯৫ টাকা ফেরত দিল। ক্রেতা ৯৫ টাকা ও ৫ টাকা দামের কলম নিয়ে চলে গেল।
এরপর ঘণ্টাখানেকের মধ্যেই হাফিজ মিয়ার দোকানে বেশ বেচাকেনা হলো এবং নগদ ৯৫ টাকাও জমা হলো। এবং হাফিজ দোকানদার মফিজকে সেই ৯৫ টাকা ফেরত দিয়ে দেনা পরিশোধ করলো।
রাতে বাসায় গিয়ে টাকা গুনতে যেয়ে হাফিজ দেখে কলম কেনা লোকটার দেয়া নোটটা এটা একটা জাল নোট।
ধাঁধা :
১। কলম ক্রেতা জানতো তার ওটা জাল নোট ছিল। জাল নোটের বিনিময়ে তার কতো টাকা লাভ হলো?
২। হাফিজ দোকানদারের কতো টাকা ক্ষতি হলো?
৩। মফিজ দোকানদারের কতো টাকা লাভ বা ক্ষতি হলো?
প্রশ্ন না বুঝে থাকলে বলুন।