এক লোক হাফিজ দোকানদারের দোকান থেকে ৫ টাকা দামের একটা কলম কিনে হাফিজকে একটা ১০০ টাকার নোট দিল।
হাফিজ মিয়ার কাছে ভাঙতি নাই। সে মফিজ দোকানদারের কাছ থেকে ঐ ১০০ টাকার নোটটি ভাঙতি করে আনলো, তারপর ক্রেতাকে ৯৫ টাকা ফেরত দিল। ক্রেতা ৯৫ টাকা ও ৫ টাকা দামের কলম নিয়ে চলে গেল।
ঘণ্টাখানেক পর মফিজ দোকানদার হাফিজকে সেই নোটটা দেখিয়ে বললো, এটা একটা জাল নোট। জাল নোট পালটে দাও। হাফিজ দোকানদার জাল নোটটা ফেরত নিয়ে মফিজের কাছ থেকে আনা ১০০ টাকা ফেরত দিল।
ধাঁধা :
১। কলম ক্রেতা জানতো তার ওটা জাল নোট ছিল। জাল নোটের বিনিময়ে তার কতো টাকা লাভ হলো?
২। হাফিজ দোকানদারের কতো টাকা ক্ষতি হলো?
৩। মফিজ দোকানদারের কতো টাকা লাভ বা ক্ষতি হলো?
প্রশ্ন না বুঝে থাকলে বলুন।
উত্তর প্রথম প্রথম রিভিউ করা হবে (গোপনীয়তা রক্ষার জন্য)।
ধাঁধাটা এখানেও দেখতে পারেন।