আসলেই তো! লোকটা জিনিয়াস!!
আসুন তাহলে আমরা এই কাজটাই করি-
Max O'Meara সামিট করেছেন ২৩মে ২০১০ এ। মুসা যেদিন সামিটের দাবী করছেন ঠিক সেই দিনই। মুসা বিষয়ে Max এর সাথে আমার ব্যক্তিগত মেসেজ আদান প্রদান এর সময় Max বলছেন-
মুসার আগের দিন সামিট করেছেন, পরের দিন সামিট করেছেন এমন ছবিও আমার কাছে আছে।
আসুন আমরা এ ছবিটাই মুসার ছবির সাথে মিলিয়ে দেখি।
মুসার দাবীকৃত সামিটের কাছকাছি সময়ের Max ছবি।
সেই সাথে মুসার ছবিটাও দেখি-
হিমু , কাজী মামুন ও অপরাপরদের আসলে মুসার সাথে পূর্বজন্মের শত্রুতা ছিল, তাই ওরা লোক ঠিক করে মুসা ওঠার আগে আগে শেরপাদের টাকা দিয়ে বুদ্ধমুর্তিটাকে বিভিন্ন রঙ এর কাপড় ঢেকে দিয়ে এসেছিল যেটা আবার মুসা নেমে আসার পরে সরিয়ে দেয়া হয়। এ সত্যটি উদঘাটন করতে পেরেই মুসার বন্ধুরা বাল্যসুলভ উৎফুল্লুতায় তামাসা করছে, ছোট ব্লগ বড় ব্লগ বলে বিষয়টাকে ব্লগীয় দ্বন্দ্ব বানানোর চেষ্টা করছে। কিন্তু আমি কোনো নির্দিষ্ট ব্লগের ব্লগার নই। সামুতে আমার বয়স ৩ বছর ৭ মাস। মুসার বন্ধুরা আমাকে দূরে ঠেলে চেষ্টা করলেই আমি সামু ছেড়ে যাচ্ছি না। "উই আর প্লেয়িং এ সিরিয়াস গেইম"- এটা "থ্রেট" না, ব্যক্তিগত ভাবনার অবস্থান।
আনিসুল হক এর সাক্ষাতকার টি শুনতে পারবেন এই লিঙ্কে- Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:০১