আজ ১৪ই জুন ২০১৮ থেকে রাশিয়ায় শুরু হচ্ছে "দি গ্রেটেস্ট শো অন আর্থ" অর্থাৎ বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর। বিশ্বকাপটি প্রথমবারের মতো পূর্ব ইউরোপে অনুষ্ঠিত হচ্ছে। ৩২টি দেশ ৮টি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপের জন্য মাঠে লড়বে। এবারের বিশ্বকাপে প্রথমবারের মত মধ্য আমেরিকার দেশ "পানামা" এবং ইউরোপের "আইসল্যান্ড" অংশগ্রহণ করবে। তবে ফুটবলের অন্যতম পরাশক্তি ইতালি, হল্যান্ড ও চিলি এবারের আসরের চূড়ান্ত পর্ব থেকে বাদ পড়েছে। রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে সর্বমোট ৬৪টি ম্যাচ আয়োজন করা হবে। ২০১৮ সালের ১৫ই জুলাই রাশিয়ার রাজধানী মস্কো শহরের লুঝনিকি স্টেডিয়ামে এই আসরের শিরোপা নির্ধারণী খেলাটি অনুষ্ঠিত হবে।
স্টেডিয়াম পরিচিতি -
(১২) কসমস এরিনা (Cosmos Arena): স্টেডিয়ামটি রাশিয়ার সামারা শহরে অবস্থিত। এজন্য স্টেডিয়ামটিকে সামারা স্টেডিয়াম নামেও ডাকা হয়। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৪৫ হাজার। এটি নির্মাণ করতে ৩২০ মিলিয়ন ডলার খরছ হয়।
(১১) Nizhny Novgorod Stadium: স্টেডিয়ামটি রাশিয়ার নিজুনি নভগর্ড শহরে অবস্থিত। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৪৫ হাজার।
(১০) Volgograd Arena: রাশিয়ার ভলগরাদ শহরে অবস্থিত স্টেডিয়ামটির মোট দর্শক ধারণ ক্ষমতা ৪৫ হাজার ৫৬৮ জন। বিশ্বকাপের মোট চারটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে।
(৯) Ekaterinburg Arena: স্টেডিয়ামটি রাশিয়ার ইকেটেরিংবার্গে অবস্থিত। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ৩৫ হাজার। তবে বিশ্বকাপের পর তা কমিয়ে ২৩ হাজারে নামিয়ে আনা হবে।
(৮) Mordovia Arena: রাশিয়ার মর্দোভিয়া শহরে অবস্থিত স্টেডিমাটির দর্শক ধারণ ক্ষমতা ৪৪ হাজার। তবে বিশ্বকাপের পর তা কমে দাঁড়াবে ৩০ হাজারে। স্টেডিয়ামটি নির্মাণ করতে খরছ হয়েছে প্রায় ৩০০ মিলিয়ন ডলার।
(৭) Rostov Arena: ৪৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি রাশিয়ার রোস্টবে অবস্থিত। এখানে প্রথম রাউন্ডের চারটি ম্যাচ ছাড়াও দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
(৬) Kaliningrad Stadium: স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৩৫ হাজার। প্রথম রাউন্ডের চারটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে।
(৫) Kazan Arena: রাশিয়ার কাজান শহরে অবস্থিত এ স্টেডিয়ামের মোট দর্শক ধারণ ক্ষমতা ৪৫ হাজার। এটি রাশিয়ার বিখ্যাত ফুটবল ক্লাব Rubin Kazan এর হোম গ্রাউন্ড। স্টেডিয়ামটি তৈরী করতে ৪৫০ মিলিয়ন ডলার খরছ হয়। এ স্টেডিয়ামে চারটি প্রথম রাউন্ডের ম্যাচ, একটি দ্বিতীয় রাউন্ডের ম্যাচ এবং একটি কোয়ার্টার ফাইন্যাল অনুষ্ঠিত হবে।
(৪) Spartak Stadium: মোট দর্শক ধারণ ক্ষমতা ৪৫ হাজার। রাশিয়ার বিখ্যাত FC Spartak Moscow ফুটবল ক্লাবের হোম ভ্ন্যুে।
(৩) Fisht Stadium: এটি সোচিতে (Sochi) অবস্থিত। ২০১৪ সালের সোচি অলিম্পিকের অন্যতম ভেন্যু ছিল এটি। তবে অলিম্পিকের পর স্টেডিয়ামটিকে বিশ্বকাপ ফুটবলের জন্য নতুন করে সাজানো হয়। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৪৭ হাজার ৬৫৯ জন। এ স্টেডিয়ামে চারটি প্রথম রাউন্ডের ম্যাচ, একটি দ্বিতীয় রাউন্ডের ম্যাচ এবং একটি কোয়ার্টার ফাইন্যাল অনুষ্ঠিত হবে।
(২) Saint Petersburg Stadium: এটি রাশিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গে অবস্থিত। স্টেডিয়ামটির মোট দর্শক ধারণ ক্ষমতা ৬৭ হাজার। স্টেডিয়ামটি নির্মাণ করতে ১ বিলিয়ন ডলারের চেয়ে বেশি খরছ হয়। এ স্টেডিয়ামে চারটি প্রথম রাউন্ডের ম্যাচ, একটি দ্বিতীয় রাউন্ডের ম্যাচ, একটি সেমিফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
(১) Luzhniki Stadium: এটি রাশিয়ার বৃহৎ স্টেডিয়াম। মস্কোতে অনুষ্ঠিত এ স্টেডিয়ামের মোট দর্শক ধারণ ক্ষমতা ৮১ হাজার। এ স্টেডিয়ামে চারটি প্রথম রাউন্ডের ম্যাচ, একটি দ্বিতীয় রাউন্ডের ম্যাচ, একটি সেমিফাইনাল এবং বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
..................................................................................................................
বিশ্বকাপ ফুটবল- ২০১৮ (গ্রুপ)
বিশ্বকাপ ফুটবল- ২০১৮ (প্রথম রাউন্ড) - সময়সূচী
...................................................................................................................
আমার পছন্দের টিম:-



আপনিও চাইলে কমেন্টে আপনার পছন্দের টিমকে কেন সমর্থন করছেন তা শেয়ার করতে পারেন।
ফটো ক্রেডিট,
গুগল।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৮ রাত ১১:২০