somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাজিদ রাজার বাড়ি (ইতিহাস/ঐতিহ্য)

০৯ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিলেটের জকিগঞ্জ উপজেলার বৃহত্তর আটগ্রামের চারিগ্রামে ঐতিহাসিক সাজিদ রাজার বাড়িটি অবস্থিত। আটগ্রাম বাজারের সন্নিকটে সুরমা নদীর তীরে অবস্থিত বিখ্যাত এ জমিদার বাড়িটি জকিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। ঐতিহাসিক এ বাড়িটির নাম শুনেনি এমন মানুষ জকিগঞ্জ তথা পূর্ব সিলেটে খুঁজে পাওয়া দুষ্কর। স্থানীয় মানুষদের পাশাপাশি প্রতিদিন প্রচুর পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়িটি দেখতে আসেন। ঘুরে ঘুরে বিলুপ্তপ্রায় বিশাল এ ঐতিহ্য দেখে মুগ্ধ হন।

প্রায় ১৫ একর জমির উপর নির্মীত ঐতিহাসিক এ বাড়িটি তখনকার জমিদার সাজিদ রাজা অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে নির্মাণ করেন। তিনি খুব সৌখিন ও রুচিশীল ছিলেন। এজন্য দৃষ্টিনন্দন এ বাড়িটি নির্মাণ করতে সুদূর কলকাতা থেকে কারিগর নিয়ে আসেন। সে সময় কলকাতার প্রকৌশলী ও কারিগরদের সুনাম সারা ভারতবর্ষে ছিল। বৃটিশদের অনেক দৃষ্টিনন্দন স্থাপনা তৈরী করে সুনাম অর্জন করেছিলেন কলকাতার প্রকৌশলীরা।

বাড়িটিতে বিলুপ্তপ্রায় একটি বসত ঘর আছে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে মূল এ প্রাসাদটি ভেঙ্গে পড়েছে। কালের সাক্ষী হয়ে শুধু দেয়ালের কিছু অংশ বাকী আছে। আছে একটি সুদৃশ্য ১৩ চালের ঘর। অত্যন্ত দৃষ্টিনন্দন এ ঘরটি রাজার বৈঠকখানা হিসাবে ব্যবহৃত হত। এছাড়া একটি বিচারালয়, সুদৃশ্য একটি মসজিদ এবং বিশাল বড় একটি দীঘি আছে।

১৩ চালের টিনের তৈরী বৈঠকখানাটি আধুনিক স্থাপত্যকেও যেন হার মানায়। ঘরটির নির্মাণ শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন ও মজবুত। নির্মাণের এত বছর পরও এটি ঠিকে আছে। এর নির্মাণ শৈলী ও স্বতন্ত্র্য গঠন বৈচিত্র দেখলে অনুমান করা যায় একদল প্রশিক্ষিত ও পেশাদার নির্মাণ শিল্পীর দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও মেধার সংমিশ্রণে এটি তৈরী। শোনা যায়, ঘরটি তৈরী করতে তৎকালীন সময়ে প্রায় ১৩ হাজার টাকা খরছ হয়েছিল। স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ দিয়ে ঘরটি নির্মীত।


বৈঠকখানার টিনের চাল, দরজা, জানালা এমনকি ঘরের বেড়ায় শিল্পের ছোয়া পাওয়া যায়। ঘরের খুঁটি ও ছাদ কাঠের তৈরী, তবে মেঝে পাকা করা। এক কক্ষ বিশিষ্ট এ ঘরটি রাজার বৈঠকখানা হিসাবে ব্যবহৃত হত। সামনের সুদৃশ্য বারান্দা, সিঁড়ি ও কাঠের তৈরী দৃষ্টি নন্দন পিলার ঘরটির সৌন্দর্য্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমার মেঝ মামা দীর্ঘদিন ঐতিহাসিক এ বাড়িতে বসবাস করায় ছোটবেলা অনেকবার এ বৈঠকখানায় থেকেছি। এজন্য এখন নিজেকে খুব ভাগ্যবান মনে হয়।

ধর্মপ্রাণ সাজিদ রাজা নিজের ও প্রজাদের নামাজ পড়ার সুবিধার্তে বাড়ির সামনে নির্মাণ করেন সুদৃশ্য মসজিদ। বড় বড় পিলার ও গম্ভুজের তৈরী মসজিদটি ১৭৪০ খৃষ্টাব্দে তৈরী করা হয়। মসজিদের মূল স্থাপনাটি একটি উঁচু ভিত্তির উপর প্রতিষ্টিত হওয়ায় মুসল্লীদের উঠানামার জন্য তেরী করা হয় সুদৃশ্য ও মজবুত সিঁড়ি। মসজিদটি এখনও ব্যবহার উপযোগী। এলাকার মানুষ প্রতিদিন এখানে নামাজ আদায় করতে আসেন।

সাজিদ রাজার জন্ম জৈন্তীয়া রাজবাড়িতে। তিনি ছিলেন জৈন্তার ইছন রাজার পুত্র। সুনামগঞ্জের হাছন রাজা ছিলেন তার ভায়রা। শুনা যায় হাছন রাজার সাথে সাজিদ রাজার খুব ঘনিষ্টতা ছিল। এজন্য বেশ কয়েকবার তিনি সাজিদ রাজার বাড়িতে বেড়াতে আসেন। বৈঠকখানায় নিয়মিত গানের আসর জমাতেন।

উল্লেখ্য, জৈন্তীয়া রাজ্যের ইতিহাস প্রায় হাজার বছরের। এটি একটি স্বাধীন ও সমৃদ্ধশালী রাজ্য ছিল। উত্তর-পূর্ব সিলেটের জৈন্তা, গোয়াইনঘাট, কানাইঘাট উপজেলা এবং কোম্পানিগঞ্জ উপজেলার একটা অংশ নিয়ে রাজ্যটির বিস্তৃতি ছিল। এছাড়া জৈন্তীয়া পাহাড় ও ভারতের আসাম রাজ্যের নওগা জেলার একটা অংশও এর অন্তর্ভূক্ত ছিল। প্রাচীন জৈন্তীয়া রাজ্যের রাজধানী ছিল খাসিয়া জৈন্তীয়া পাহাড়ের নরতিয়াং নামক স্থানে। তবে ১৬৮০ সালে রাজধানী বর্তমান জৈন্তা উপজেলা সদরের নিজপাট নামক স্থানে স্থানান্তরিত হয়।


সাজিদ রাজার জমিদারী ছিল চারপাশে ১৫ বর্গ কি:মি: পর্যন্ত বিস্তৃত। জকিগঞ্জের বেশিরভাগ এলাকা তাঁর শাসনাধীন ছিল। এছাড়া কানাইঘাটের একটি অংশও অন্তর্ভূক্ত ছিল। তবে ১৯৪৭ সালে দেশ ভাগের সময় জমিদারীর একটি বড় অংশ ভারতের অভ্যন্তরে চলে যায়। তিনি খুব প্রজাবান্ধব ও ধর্মপ্রাণ ছিলেন। অন্যান্য অনেক জমিদারদের মত তিনি অত্যাচারি ও নির্দয় ছিলেন না। তিনি খুবই ভদ্র ও আদর্শবান ছিলেন বলে প্রজাদের কাছে তার সুনাম ছিল।

এছাড়া ন্যায়পরায়ন শাসক হিসাবে তার জনপ্রিয়তা ছিল সর্বত্র। প্রজাদের দেখভাল করার জন্য কাঠের তৈরী গাড়ি ও হাতির পীঠে চড়ে তিনি সারা রাজ্য ঘুরে বেড়াতেন। তাদের দুঃখ দুর্দশার কথা শুনতেন এবং সমাধানের চেষ্টা করতেন। তার প্রচুর হাতি ছিল। প্রজাদের পানির অভাব পূরণের জন্য তিনি বাড়ির সামনে প্রায় ৮ একর জমির উপর বিশাল দীঘি খনন করেন। দীঘিটি আজো এলাকার মানুষ ব্যবহার করে উপকৃত হচ্ছেন।

অনেক ইতিহাসের সাক্ষী এ বাড়িটি প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। মূল বসত ঘরটি ভেঙ্গে পড়েছে। ১৩ চালের ঐতিহাসিক বৈঠকখানাটি সংস্কারের অভাবে জরাজীর্ণ। যেকোন সময় এটি পড়ে যাওয়ার ঝুঁকি আছে। এছাড়া মসজিদ ও পুকুরঘাট ধূকে ধূকে কোন মতে টিকে আছে। সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিলে ঐতিহাসিক এ বাড়িটির অস্থিত্ব টিকিয়ে রাখা এখনো সম্ভব। এজন্য দরকার সরকারের সদিচ্ছা ও সুষ্ট পরিকল্পনা। সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করলে বাড়িটি হয়ে উঠতে পারে একটি ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্র। পাশাপাশি টিকিয়ে রাখা যাবে দেশের ঐতিহ্য।

ঐতিহাসিকভাবে সিলেট বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। শুধু সংরক্ষণের অভাবে অনেক ঐতিহ্য হারিয়ে গেছে। বাকি যা টিকে আছে তাও ধ্বংসের দ্বারপ্রান্তে। আশা করি সরকার দেশের ইতিহাস ও ঐতিহ্যের স্বার্থে এসব স্থাপনা সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। একটি জাতির জন্য তার ইতিহাস জানা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করাও সমানভাবে তাৎপর্যপূর্ণ।।



তথ্য সূত্র-
দৈনিক যুগান্তর, কানাইঘাট বার্তা, সিলেটের ডাক ও
banglapage24.com

ফটো ক্রেডিট,
গুগল।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৬
১০৯৯ বার পঠিত
৫টি মন্তব্য ৫টি উত্তর

১. ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৫

নীল মনি বলেছেন: ভালো লাগল পোস্টটি পড়ে. জানার কোন শেষ নেই

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ, আপনাকে। এত তাড়াতাড়ি ব্লগে আসবেন ভাবিনি। খুশি হলাম। নিয়মিত আসবেন কিন্তু!!!

২. ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৫

নীল মনি বলেছেন: ইন শা আল্লাহ্‌। আপনারও দাওয়াত রইল আমার ওয়ালে।শুকরিয়া

১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: আপনাকে ফলো করলাম যাতে নিয়মিত আপডেট পাই। চাইলে আন্নেও ফলো করতে পারেন, মাইন্ড খাব না!!!

৩. ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সাজিদ রাজার কথা জানতাম না, পড়ে ভাল লেগেছে। ধন্যবাদ সুন্দর তথ্য দেবার জন্য।

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৯

লেখক বলেছেন:


এলাকার অনেকেই চিনে না। আসলে ইতিহাস নিয়ে আমাদের তেমন আগ্রহ নেই। আমরা বর্তমান আর ভবিষ্যৎ নিয়েে আছি।

৪. ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৫

মিথী_মারজান বলেছেন: বাহ্! টিনের বাড়িটা কি সুন্দর! সম্ভবত: জাপানিজ বা চাইনিজ মুভিগুলোতে সাধারণত এমন ডিজাইনের ঘরগুলো এখনো দেখা যায়।
সাজিদ রাজার ইতিহাস এবং আপনার পোস্ট দুইটাই খুব ভালো লাগলো।

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:০০

খায়রুল আহসান বলেছেন: ইতিহাস/ঐতিহ্য নিয়ে আলোচনা করতে গিয়ে প্রায় তিনশত বছর আগের এক প্রজাদরদী রাজা- সাজিদ রাজার বাড়ি, দীঘি, বৈঠকখানা ও মাসজিদ নিয়ে আপনার এ উপস্থাপনা মনযোগ সহকারে পড়লাম। খুব ভাল লাগলো।
সাজিদ রাজা ছিলেন হাছন রাজাও বেয়াই, এ তথ্যটুকু জেনেও ভাল লাগলো। ২০০০ সালে সিলেটে এক বছর ছিলাম। কিন্তু তখন জকিগঞ্জে গেলেও, এ দর্শনীয় স্থানটি কি করে যেন বাদ পড়ে গিয়েছিল।
ব্লগার মিথী_মারজান এর মন্তব্যটা ভাল লেগেছে।
পোস্টে প্লাস + +

০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

লেখক বলেছেন:



ধন্যবাদ, স্যার।

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাজকর্ম

লিখেছেন করুণাধারা, ২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৮



এক
নানা সমস্যার কারণে রাজধানী ঢাকা শহর ক্রমশই বাসযোগ্যতা হারাচ্ছে। এর দায় অনেকটাই রাজউক বা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। অথচ ঢাকাকে একটি আধুনিক বসবাসযোগ্য নগরীতে পরিণত করার জন্য পরিকল্পনা... ...বাকিটুকু পড়ুন

আমেরিকা ও পাকিস্তান বাংলাদেশ নিয়ে ফুটবল খেলতে পারছে কেন?

লিখেছেন জেনারেশন৭১, ২৫ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫



কারণ, আমাদের জনসংখ্যার মাঝে শতকরা হারে ভারত, নেপাল কিংবা শ্রীলংকার চেয়ে ক্রিমিনাল, ডোডো, চোর-ডাকাত, বর্ণচোরা ও অশিক্ষিত বেশী।

ইহুদী ও ফিলিস্তিনীদের মুল কিন্তু একই, সুদুর অতীতে ওরা একই... ...বাকিটুকু পড়ুন

এই ব-দ্বীপে ঐক্যের স্থায়িত্বকাল স্বার্থসিদ্ধির আগ পর্যন্ত

লিখেছেন গেঁয়ো ভূত, ২৫ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২০



বাংলাদেশ, এক রহস্যময় ভূখণ্ড, যেখানে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের মূলসূত্রেই রয়েছে ঐক্য। কিন্তু এই ঐক্যের স্থায়িত্ব কতটুকু? ইতিহাস বারবার আমাদের দেখিয়েছে, এদেশে ঐক্য প্রায়শই স্বার্থসিদ্ধির... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। গাজার ৫০ মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরাতেই সময় লাগবে ২১ বছর

লিখেছেন শাহ আজিজ, ২৫ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫২







ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) কর্তৃক হামলায় গাজায় সৃষ্ট ৫০ মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে প্রায় ২১ বছর। এতে খরচ হবে ১২ বিলিয়ন মার্কিন ডলার। জাতিসংঘ এক... ...বাকিটুকু পড়ুন

দাস দাসী প্রথা ইসলাম বিরোধী। দাসী সেক্স ইসলামের কাছে ঘৃ্নিত! যারা প্রোপাগান্ডা করে তারা ইসলাম বিদ্মেষী?

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৫ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৫



উপরের চিত্রটি তুলে ধরলাম। এটি নাস্তিক্যবাদী ব্লগ সংশয় এর। ব্লগটি ধর্ম বিরুদ্ধ লেখা লেখি করে। বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ব্লগের লেখাতে নাস্তিকদের দাস দাসী প্রথা নিয়ে আলোচনা সমালোচনা দেখা... ...বাকিটুকু পড়ুন

×