বিজ্ঞাপনী সংস্থায় কাজ করার সুবাদে প্রতিনিয়ত দেশের দৈনিক সংবাদপত্রগুলোর সাথে যোগাযোগ রাখতে হয়। কার কি অবস্থা, অবস্থান, তা নিয়েও জরিপ করতে হয় অনেক রকম। এপ্রিল মাসে কোন বাংলা পত্রিকার সার্কুলেশন কেমন তা এখানে প্রকাশ করলাম। যদিও এটা খুবই গোপনীয়, তবুও ব্লগে বন্ধুদের সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না।
১) প্রথম আলো .................. ৩,৩৫,০০০ কপি
২) যুগান্তর ....................... ১,৩৫,০০০ কপি
৩) ইত্তেফাক ..................... ১২৫,০০০ কপি
৪) সমকাল ....................... ১২০,০০০ কপি
৫) নয়াদিগন্ত ..................... ১০০,০০০ কপি
৬) আমার দেশ ....................৭৫,০০০ কপি
৭) জনকণ্ঠ .........................৩৫,০০০ কপি
৮) যায়যায়দিন ................... ২২,০০০ কপি
৯) ইনকিলাব ...................... ২১,০০০ কপি
১০) মানবজমিন .................. ২০,০০০ কপি
টপ টেনের অবস্থান মোটামুটি এরকম। প্রকৃত সার্কুলেশন ৫ থেকে ১০ পার্সেন্ট পর্যন্ত উঠানামা করতে পারে। মাঠপর্যায় থেকে সংগৃহীত ডাটা থেকে এই তথ্য সংগৃহীত।
ব্লগের বন্ধুরা আমাদের নিজস্ব উপায়ে সংগ্রহ করা এই গোপনীয় তথ্য অন্য কোথাও প্রকাশ করবেন না, এটাই প্রত্যাশিত।