হাওয়া হাওয়া জ্যোৎস্না আভায়
বিজন বনের ঝোনাক পাড়ায়
কুহু কুহু কোকিল ডাকে রুপোর পাঠশালায়।
যাবো যাবো ঝোনাক পাড়ায়
আলোর মিছিল কেমনে সাজায়
কেমন করে অন্ধকারে মায়ার ধাঁ ধাঁ বানায়
তোরা কে যাবি ঐ আমার সনে
বিজন বনের ঝোনাক পাড়ায়
করবো দোস্তি ঝোনাক হিয়া
শিখে নিবো কেমন করে অন্ধকারে আলো জ্বালায়
কেমন করে অন্ধকারে মায়ার মোহ বানায়।
পাগলা হাওয়ার মত্ত ছোরা
বিদ্ধ আমার হুদয়খানা রক্ত বারিধারা
তোরা আমায় বুঝিয়ে দিবিই এই কিসের জ্বালা।
উরাধূরা চিওখানি সন্ধ্যা নামে চারিদারি
শিয়াল ডাকে সারিসারি
বদ্ধ আমার হুদয়খানি দরজা নাহি খোলে
তোরা বলবি আমার হুদয় আমার কিসের জ্বালায় ভোগে।
সবুজ সবুজ গাছের সারি ফুলে ফুলে মোহিত অলি
কলকলিয়া ডাকে পাখি
ঘুমিয়ে আমার হুদয়খানি জেগে নাহি উঠে
তোরা বলবি আমায় কেমন করে জাগাবো তাহাকে।