অামি শুধু হেরেই গেলাম
যেখানে তোমার জয়ের কেতন ওড়ে
সে অাকাশ দেখা হয় না অামার।
বিল গেটস বা স্টিভ জবস
অামার অাইকন ছিল না।
সেকেলে পন্ডিত মদনমোহন
অামায় লোভ দেখিয়ে ছিল।
তাইতো ভূমিপূত্র হয়েও
ঘোড়ারোগে পেয়েছিল
যাদব বাবুর তৈলাক্ত বাশঁ বেয়ে
কখনো উপরে উঠতে পারিনি।
বায়ান্ন তাসের শেষ বাজিতেও হেরেছি
আমার রেসের ঘোড়া এখন ক্লান্ত।
বৃদ্ধ রবি বাবুকে কবেই ভুলে গিয়েছি
ইদানিং হুমায়ুনকে ও ভুলতে বসেছি।
পাশের বাড়ীতে যখন হাসির শব্দ শুনি
অকারনে হিংসায় ফুসেঁ উঠি।
অামার অভিধান থেকে জয় শব্দটি
হারিয়ে গেছে।
মাসের শেষে বিদ্যুৎ বিল,বাবার ঔষধ
ছেলের বেবীফুড
অাটপৌরের টানাপড়েনে অামি ক্লান্ত।
স্বপ্নেরা পালিয়েছ সেই কবে
কল্পনার ফানুসও চুপসে গেছে।
তাইতো মদিরা ভরা পাত্র নিয়েই
মেতে অাছি।
তরল পানীয় আর একগাদা ধোঁয়ায়
তোমার স্মৃতিতে ডুব সাতাঁর দেই।
মাথা তুলতেও ভয় পাই
যদি হারার মাঝেও হেরে যাই।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫