সন্ধ্যায় বাড়ী ফেরার পথে আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম কোন এক জায়গায় নিশ্চয়ই বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট ভাসছে...বাসায় ফিরেই গুগুল সার্চ...আমার মত বয়স্ক লোক ই যদি এমন উদ্দীপনা হয় যে নতুন কিছু খুজে বের করা...আন্দাজ করতে পারি বাংলাদেশের আনাচে কানাচে অনেক অনুসন্ধানী মনের কিশোর কিশোরী আছে ...এই স্যাটেলাইটকে ট্রেকিং করতে করতে হয়ত এমন উদ্দীপনায় পেয়ে বসবে যে হয়ত তার মন মননে স্যাটেলাইট সম্পর্কে জানার জন্য উদগ্রীব হয়ে এই নিয়ে পড়ালিখা আরম্ভ করবে ...আর এরাই এক সময় বাংলাদেশের নাসা তৈরী করবে। কাল একজন টিটকারী দিয়ে বাংলাদেশের নাসার নাম জানতে চেয়েছিল..বেচারা হয়ত খাম্বার সাথে স্যাটেলাইটকে গুলিয়ে ফেলেছিল....
আজ নাকি সন্ধ্যায় হাতির ঝিল আর সোরওয়ার্দী উদ্যানে নাকি স্যাটেলাইট নিয়ে উৎসব হবে...।সেখানে বিজ্ঞান ক্লাব গুলি খুব সহজেই বঙ্গবন্ধু স্যাটেলাইট ট্রেকিং করে জনগনকে দেখানোর ব্যবস্হা করতে পারে। নীচের ছবিটা আমি ঢাকার আকাশ থেকে কোন এংগ্যালে দেখা যাবে সেটা দিয়ে সার্চ করে বের করেছি
BANGABANDHUSAT-1
NORAD ID:
43463 LOCAL TIME: 21:55:37 UTC: 01:55:37 LATITUDE: -2.88 LONGITUDE: 94.91 ALTITUDE [km]:
33879.84 ALTITUDE [mi]: 21051.96SPEED [km/s]: 3.15 SPEED [mi/s]: 1.96 AZIMUTH: 13.3 N
-57.9 RIGHT ASCENSION: 23h 48m 49s DECLINATION: -08° 42' 22'' Local Sidereal Time:
আরেক টা ট্রেকিং ছবি অনেক দেশের স্যাটেলাইটের মাঝে আমাদের স্যাটেলাইট
আর যারা ঢাকার আকাশ থেকে লাইভ দেখতে চান তারা নীচের লিং ক্লিক করুন
Bangabandhu Satellite live tracking from Dhaka sky
ঢাকার জয়দেবপুরে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর গ্রাউন্ড স্টেশন এর কন্ট্রোল রুমের ছবি দেখতে চাই ...সেখানে কর্মরত ১৮ জন বাংলাদেশী বিজ্ঞানীদের সন্মদ্ধে জানতে চাই...প্রথম আলোর মত হলুদ সাংবাদিক রা হয়ত 'হিন্দু' নামের কোন বিজ্ঞানী কে এখনও খুজে পায় নাই ...খুজে পেলে আর সবাইকে বাদ দিয়ে ঐ বিজ্ঞানীকে ই হাই লাইট করত ....তাদের উৎসাহ হল ...কোন ভাবে যেন প্রশ্নবিদ্ধ করা যায় যেমন ৫ই জানুয়ারী নির্বাচনের সময় মহিলা ভোটার দের মাথায় ফটোশপ দিয়ে সিদুর একে দিয়েছিল....।
নীছে আমার কিছু কমেন্ট নিরাশাবাদিদের প্রতি - আমি কেন এই স্যাটেলাইট নিয়ে এত উৎসাহ
বাজারে টমাটো র দাম ১ পাউন্ড প্রায় ২ ডলার...কিন্তু বাজার থেকে ৩ ডলার দিয়ে একটা গাছ কিনলাম.সাথে মাটি/সার/টব সবমিলিয়ে ১২-১৩ ডলার খরচ...কিন্তু তিনমাস পরে সর্বসাকুল্যে ৩ পাউন্ড টমাটো ও পাই নাই (তিন মাস পানি সার দিয়ে যত্ন আত্মি করার পরও)। বাজারের টমাটো নিজের গাছের টমাটোর স্বাদের কাছে ফেল...
ছাত্র/ছাত্রীরা সবাই লাইব্রেরী থেকে টেক্সক্ট বুক ২ সপ্তাহের জন্য ধার নিতে পারে কিন্তু প্রায় সবাই টেক্সক্ট বুক টা নিজে বুক স্টোর থেকে কিনে থাকে..। লাল কালির দাগ দেওয়া যায়....পাশে নোট লিখা যায়
কৃষক যখন অন্যের জমি বর্গা নিয়ে চাষ করে তখন বুকের পাজর বের হয়ে যায় মালিকের পছন্দ মত ফসল উৎপাদনে কিন্তু নিজের জমিতে ...।
ভাড়া বাসা নাকি নিজের একরুমের হলেও বাড়ী যেখানে নিশ্বাস নেওয়া যায় প্রান ভরে
বাংলাদেশ যখন ক্রিকেট টেস্ট এ স্ট্যটাস পেল..তখন অন্য দেশগুলির তুলনায় খুবই পিছিয়ে ছিল.. এখন সমানে সমানে
১০১ টা কারন আছে স্যাটেলাইটের পক্ষে তবে প্রধান 'কারন' হল আগে দেখতাম রাজাকারের গাড়ীতে বাংলাদেশের পতাকা..এখন দেখি স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের পতাকা
নিন্দুকেরা এক সময় বলবে
" ঘুরতে ঘুরতে ওটা ভারত চলে গেছে। আমরা অনেক খুঁজে দেখেছি। এটি আর বাংলাদেশে নেই।"
ও হ্যা দাদা বাবুরা কখন ফারাক্কার বাধ খুলে আর বন্ধ করে তার প্রমান ও পাওয়া যাবে ছবি সহ..... আর বর্ষার মিথ্যা কথা দিয়ে পার পাওয়া যাবে না...
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৮ সকাল ৯:৫৭