উপরের ওয়েবসাইটের ছবিটি এলন মাস্ক এর স্পেস এক্স এর মেইন ওয়েব পেইজের... গর্বে বুক টা ভরে উঠছে...আসে পাশে সবাইকে কে বলে বেড়াচ্ছি দেখ তোমাদের এলন মাস্ক কার হয়ে কাজ করছে কার স্যাটেলাইট পাঠাচ্ছে আর দুই ঘন্টা পরেই...। আমেরিকান রা একটু কনফিউজড...।বাংলাদেশ তো রোগ শোক বন্যা আর খরার দেশ...বাংলাদেশ এর নামের পাশে স্যাটেলাইট ....সবাই এই দুরদর্শিতার অনেক প্রশংসা করছেন।
এ ছবি টা দেখে অনেক অনেক গর্বিত (বাংলাদেশের মানচিত্র রকেটের গায়ে)
এই লিং থেকে আপনারা ও সরাসরি উৎক্ষপন টা দেখতে পারবন।
SpaceX link for live launcing
YouTube link for Live Launching of Bangubandhu Satellite
স্যাটেলাইট কে বাজার থেকে কিনা ঘুড়ি বলে উপহাস করলেন আমাদের বিজ্ঞ ব্লগার আর প্রতিবাদ করায় মানুষ হওয়ার উপদেশ দিলেন....আমার উত্তর টা পোস্ট আকারেই দিলাম
হা হা হা .। মানুষ হওয়ার কথা বললেন... মানুষ হয়েছি দেখেই বিদ্যুত বিহীন খাম্বা আর স্যাটেলাইটের পার্থক্য টা বুঝি...মানুষ হয়েছে বলেই যারা সাবমেরিন ক্যাবল বানান করতে পারে না আর যারা দুইটা সাবমেরিন ক্যাবলের সাথে দেশকে যুক্ত করে তাদের পার্থক্য টা বুঝতে পারি।
উপরে যে সমস্ত লোকজন এটা নিয়ে টিটকারী দিচ্ছেন (জাতির বিবেক কে খুজে পাচ্ছেন) তারা রাজাকার দের গাড়ীতে পতাকা উড়ার সময় কোন টিটকারী দেয় নাই কিন্তু পদ্মা সেতু নিজের টাকায় হচ্ছে সেটা নিয়ে ও টিটকারী দেয়....উনারা সেতু না হলেই খুশী...উনারা স্যাটেলাইট ভেংগে পড়লেই খুশী হবে...আসল উদ্দেশ্য হল ...
আর জনগন দের জানানোর জন্য কমিটি করতে বলছেন...প্রথমে ই মারপিট হবে কে কে কমিটিতে থাকবে...।তারপর মারপিট/নির্বাচন কে কমিটির চেয়ারম্যান হবে....তারপর কে টাকা-পয়সা লেনদেন করবে...এসব করতে করতে ই আসল কাজ কিছুই হয় না
সরকার তো ঠিকই লোকজনদের ট্রেনিং দিচ্ছে কেননা ৩ বছর পর এটার মেইনটেন্যান্স, পরিচালনা বাংলাদেশকেই করতে হবে...আপনি কি মনে করেন ৩ বছর পরে স্যাটেলাইট কে পরিত্যক্ত ঘোষনা করার পরিকল্পনা সরকারের????