উপরের ছবিতে
These scans show a 62-year-old man with non-Hodgkin lymphoma, at left in December 2015, and three months after treatment with Kite Pharma’s experimental CAR-T cell therapy at MD Anderson Cancer Center in Houston.
ক্যান্সার ট্রিটমেন্ট এর যুগান্তরী টেকনোলজি (ইমমিউনোথেরাপী) এর উপর নির্ভর করে ঔষুধ KTE-C19 তৈরীতে প্রধান গবেষক ড: রোজেনবার্গ (বায়ে) আর কোম্পানীর সিইও ড: বেলডেগ্রুন (ডানে)
কিছুদিন আগে ক্যান্সার ট্রিটমেন্ট এর যুগান্তরী টেকনোলজি (ইমমিউনোথেরাপী) ডেভেলপমেন্ট নিয়ে লিখেছিলাম। প্রচুর পাঠক সেটা পাঠ করেছিলেন....দেখুন এখানে
ক্যান্সার বিজয় কি দ্বারপ্রান্তে!!!!!!
তার ই ধারাবাহিকতায় আজকের লিখা:
Kite Pharma নামের কোম্পানী আগামী বছরের প্রথমে ই এই ঔষুধ বাজারে নিয়ে আসছে...কিন্তু দাম শুনে আমি হতবাক??? একবার ট্রিটমেন্ট এর জন্য দাম পড়বে মাত্র $২০০,০০০ (বাংলাদেশী টাকায় ১ কোটি ৬০ লক্ষ টাকা মাত্র)!!!!!!!!!!!! আশা করি আমেরিকাতে যারা থাকে, তাদের ইন্সুরেন্স কোম্পানী সেই দাম কাভার করবে।
ঔষুধের নাম KTE-C19 এবং এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে দাম এবং নৈতিকতা নিয়ে। টেকনোলজি ডেভেলপ হয়েছে জনগনের ট্যাক্স এর টাকায় (সরকারী ল্যাবে) কিন্তু লাভবান হবে প্রাইভেট কোম্পানী কাইট ফার্মা!!!!
জয়তু পুজিবাদী সমাজ....
এই ঔষুধের কার্যকারীতা, নৈতিকতা, ইতিহাস নিয়ে নিইউর্য়ক টাইমসের বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে
Harnessing the U.S. Taxpayer to Fight Cancer and Make Profits
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৭ সকাল ৮:০৮