ভুমিকা: ব্লগার নতুন এর পোস্ট ধরে link এই পোস্টের অবতারনা
মানুষের নারীদের সেক্স ক্রমোজম থাকে XX আর পুরুষের XY type. ডিম্বানু তে থাকে শুধু X আর শুক্রানু তে থাকে X অথবা Y ক্রমোজম। X শুক্রানু ডিম্বানুকে নিষিক্ত করলে মেয়ে (XX) আর Y শুক্রানু ডিম্বানুকে নিষিক্ত করলে ছেলে (XY) সন্তানের জন্ম হয়।
পুরুষ প্রজাতি শুধু Y ক্রমোজম 'দান' করার জন্যই এত 'বিখ্যাত'। কিন্তু পুরুষ প্রজাতির 'মান' বোধহয় আর রইবে না। যে ভাবে বিজ্ঞানীরা প্রমান করছেন যে যেহেতু Y ক্রমোজম ছাড়াই একজন মানুষ (নারী) টিকে থাকতে পারে, জীবন ধারনের জন্য পুরুষের Y ক্রমোজমের কোন দরকারই নাই..... সেটাই দেখা গেল যে এমন একটা ছেলে ইদুর 'তৈরী' করা হল যার মধ্যে থেকে প্রায় পুরা Y ক্রমোজম ডিলিট করা হল (শুধু ২ টা জিন কে রেখে দেওয়া হল) এবং দেখা গেল Y ক্রমোজমের প্রায় ৯৯% ডিলিট করার পরও শুধু দুইটা জিনের বদৌলতে এই ইদুর প্রিমিটিভ শুক্রানু তৈরী করতে পারল যার দ্বারা পরিপূর্ন বাচ্চা উৎপাদন করা গেল। তার মানে ডিম্বানুর মাঝে কোন ভাবে (আর্টফিশিয়ালী) এই দুইটা জিন প্রবেশ করাতে পারলেই পুরুষের আর দরকার হবে না সন্তান উৎপাদনের জন্য
বিস্তারিত here
পুরুষ প্রজাতি সাবধান!!!!!
পিতা-পিতা অথবা মাতা-মাতা সন্তান কি সম্ভব??? গে/লেসবিয়ান কাপল দের একটাই অনুশোচনা যে নেচার তাদের কে বায়োলজিক্যাল শিশু তৈরী করতে দেয় না। বড়জোড় এক জনের শুক্রানু , ভাড়া করা কোন ডিম্বানুর সাথে নিষিক্ত করে বাচ্চার জন্ম (গে কাপল এর বেলায়) বা একজনের ডিম্বানুর সাথে ভাড়া করা শুক্রানু মিলন ঘটিয়ে বাচ্চার জন্ম (লেসবিয়ান কাপলের বেলায়)। এই ভাবে জন্ম নেওয়া বাচ্চা অনলি ৫০% বায়োলজিক্যালি রিলেটেড টু দ্যা কাপলস। আরেকটা ইন্টারেসটিং ব্যাপার হল ভাড়া করা ডিম্বানু টা যদি গে কাপলের আপন বোন দান করেন তাহলে বাচ্চা ৭৫% বায়োলজিক্যালি রিলেটেড হবে। কিন্তু ১০০% বায়োলজিক্যালি রিলেটেড না হলে কাপল রা বাচ্চাকে সম্পূর্ন নিজের বলে মেনে নিতে পারেন না। স্টেম সেল টেকনোলজি মনে হচ্ছে গে/লেসবিয়ান কাপলদের ১০০% বায়োলজিক্যালি রিলেটেড বাচ্চা বানাতে সাহায্য করবে। মানুষের স্কিন সেল কে এখন embryonic stem cells এ পরিনত করা যায়। embryonic stem cells হল সেই সব সেল যা থেকে শরীরের সব অংগ/প্রত্যংগ তৈরী হয়। এবার কেমব্রিজ আর ইসরাইলের বিজ্ঞানীরা স্কিন সেল থেকে তৈরী embryonic stem cells কে জার্ম সেলে পরিনত করতে পেরেছেন। এই জার্ম সেল ই শুক্রানু বা ডিম্বানুতে পরিনত হয়। তাহলে গে কাপলের একজনের স্কিন সেল থেকে বানানো ডিম্বানুকে আরেকজনের শুক্রানু দিয়ে নিষিক্ত করালেই ১০০% বায়োলজিক্যাল সন্তান!!!!!!!
আরেক টা ফান ফ্যাক্ট: আমাদের সবার (ছেলে মেয়ে) জীবন শুরু হয় মেয়ে হিসাবে।
সব ভ্রুন ই প্রথম ৫-৬ সপ্তাহ মেয়ে হিসাবে বড় হয় (regardless of whether the embryo has XX or XY chromosomes).
তাহলে কিভাবে ছেলে মেয়ে নির্ধারন হবে??? ৫-৬ সপ্তাহ ধরে ভ্রুন মেয়ে হিসাবে ডেভেলপ হওয়ার পর, যদি ভ্রুনে Y chromosome থাকে, তখন Y chromosome থাকা SRY নামক একটা জিন X chromosome এ মেয়েদের ডেভেলপমেন্টের জন্য সমস্ত জিন থাকে তাদের কে অকার্যকর করে দেয় আর নিজে ছেলেদের ডেভেলপমেন্টের জন্য কার্যক্রম শুরু করে। ৫-৬ সপ্তাহ ধরে যে দুইটা ওভারী ছিল সেগুলি অন্ডকোষে পরিনত হয় আর labia fuses to make the scrotum and if you are a male look at your scrotum, you will find the line of fusion known as Scrotal Raphe.
Another fun fact is that the nipples develop before the SRY gene becomes activated...... so everybody (male and female) has nipples.
এর আগে একবার পোস্ট দিয়েছিলাম এক শিশুর তিনজন মাতা-পিতা
বিস্তারিত here
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪