আর কত করবে প্রথম আলো.... যার দেড় লাখ টাকার গরু, পাকা দেওয়ালের বাড়ী আছে তাকে দেখালো যে দারিদ্রর কারনে নিজে কাধে জোয়াল তুলে হাল চাষ করছেন কৃষক...... দেশকে এমন ভাবে দেখালে তো তাদের ই লাভ.....। ১৯৭৪ সনে দেখিয়েছিল বাসন্তী কে মইনুল হোসেনের ইত্তেফাক ..... প্লট বানাতে তো হবে
ভিডিওতে দেখুন সেই কৃষকের বাড়ীর অবস্হা
এখানে
এলাকার লোকজনের কথা শুনে দেখুন.... আশেপাশে কারো এমন অবস্হা কি হয়েছে যে নিজে কাধে জোয়াল নিয়ে হাল চাষ করার মত?
ওয়াশিংটন ডিসিতে এক পরিচিত প্রায় দেশে যান আর যেহেতু উনি বিনপির সাপোর্টার, প্রতিবারে ই ফিরে এসে উইক এন্ডের পার্টিতে দেশ ডুবে যাচ্ছে, কারো কোন আশা নাই, নৈরাজ্য এই সব বলে বেড়াতেন কিন্তু গতকাল দেখলাম সম্পূর্ন অন্য রূপ... এবার স্বীকার করলেন যে দেশ অনেক এগোয়ে গিয়েছে? আমি জানতে চাইলাম ব্যাপার কি?? উনার উত্তর-- হ্যাসেল ফ্রি ট্রেনে জার্নি গ্রামের বাড়ী (ফোনে টিকেট কিনা), বিদ্যু সব সময় থাকা, সবার সচ্চল অবস্হা........
আর প্রথম আলো উঠে পড়ে লেগেছে দেশকে অচল বানাতে....। তারা কার স্বার্থে এসব করছে???