গত ২৫০০ বছরের মধ্যে সর্বশ্রেষ্ট ভাষনের তালিকায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন যোগ হয়েছে। জ্যাকব ফিল্ডের লিখা বই আমেরিকা থেকে প্রকাশিত... বইটাতে চার্চিল, রিগ্যান, মাও সে তুং, লিংকনের ভাষনের সাথে বঙ্গবন্ধুর ভাষন ও যোগ হল ইতিহাসের সেরা ইন্সপিরিশানল ভাষন হিসাবে। প্রথম আলোর খুব কস্ট হবে এই খবর ছাপাতে........ উনারা সারাক্ষন বিজি কখন কে কাকে খবিশ বলবে, কুলাংগার শামীম উসমান আজ কাকে কি বলল, অজপাড়াগায়েরও কোন কলেজ ছাত্র যে নিজে কে ছাত্রলীগ করে বলে দাবী করে সে কোন মেয়েকে টিজ করল.... কিন্তু উনারা দেখেন না যে নিজের টাকায় পদ্দা (বানান লিখতে পারি না ফোনেটিকে) সেতু বানানো হচ্ছে, দেশে বিদ্যুত আছে,উড়াল সেতু হচ্ছে, মেট্রো রেলের প্ল্যান অনুমোদন, দেশ কৃষিতে স্বয়ংসম্পুর্ন, ব্যালান্স অফ পেমেন্ট পজিটিভ দেড় বিলিয়ন ডলার, ১২০০ মিগা ওয়াটের বিদ্যুত কেন্দ্র হচ্ছে,ভারত থেকে ৭৫ একর জমি উদ্ধার, পাকিস্তানের রিজার্ভ ১০ বিলিয়ন, বাংলাদেশের ২২ বিলিয়ন......। এসব খবর ছাপতে উনাদের অনেক কস্ট।
বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে রাজাকার জামাতি-বিনপি জোট কিভাবে হিজবুল বাহারের জেনেরেশানকে ইউজ করেছে......। টেক্সট বুক থেকে মুছে ফেলেছিল কিন্তু এই ইন্টারনেটের যুগে ফেইসবুক জেনেরেশানের কাছে আর মিথ্যার বেসাতি চলে না, কেন না বঙ্গবন্ধু সেলুলয়েডের ফিতায় আছেন যা দলিল হিসাবে সবাই এখন দেখতে পারছে। টেক্সট বুক থেকে মুছলেই উনি আর নাই হয়ে যাবেন না ...... ইন্টারনেট থেকে তো মোছা সম্ভব না.....।
সরকারের পক্ষে কোন কমেন্ট করলে তা ছাপা হয় না কিন্তু বিপক্ষে লিখলে ১০ মিনিট ও অপেক্ষা করতে হয় না...... হায়রে দ্বিমুখীতা.... আবার উনারা ও নীতির কথা বলেন।
বই টা সমন্ধে বিস্তারিত এখানে
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫০