সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯
--------- সরকারের প্রতি কিছু উদ্যোগ গ্রহনের পরামর্শ --------
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
------- বিদেশ গমনে পাগলদের জন্য সরকারের প্রতি পরামর্শ ও সুপারিশ -------- বিদেশে যাওয়ার প্রবল ইচ্ছা ও অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা আছে শুধুমাত্র আর্থিক সঙ্কটের কারনে বিদেশে যেতে পারছে না । ঐ সব বিদেশে যেতে প্রবল ইচ্ছুকদের প্রতি সরকারের কার্যকরী কিছু করা উচিত। এ ব্যাপারে সরকারী ও বেসরকারী উদ্যোগে ঋন দেওয়া অতীব প্রয়োজন । পৃথক বা যৌথ ভাবে সরকার এ ঋনের টাকা দেওয়ার কাজ করতে পারেন । প্রয়োজনে ২ টি পদ্ধতি অবলম্বন করতে পারে : ১) এ দেশের সরকার বিদেশি কোম্পানী বা ঐ দেশের সরকারের সঙ্গে চুক্তি করবে । বিদেশগামীদের সুবিধার্তে টাকার অঙ্ক সম্পূর্ন, অর্ধেক, এক তৃতীয়াং বা আরও কম বেশী করতে পারেন । চুক্তি অনুযায়ী প্রতিমাসে বেতন থেকে নির্দিষ্ট অংকের টাকা কেটে নিবে । ২) বিদেশগামী ও তার অবিভাবক এর সাথে এ দেশের সরকারের চুক্তি করা । চুক্তি অনুযায়ী প্রতিমাসে বেতন থেকে নির্দিষ্ট অংকের টাকা কেটে নিবে অথবা কিস্তিতে লাভ সহ নিতে পারে । এ কাজ অনেক জটিল ও ঝুকিপূর্ন । তাই উপরোক্ত কাজ গুলি অভিজ্ঞ ব্যাংক বা এনজিও সহায়তায় সরকার করতে পারেন যেখানে ১০০% ঝুকি মুক্ত থাকবে । যে দেশ গুলিতে জন সংখ্যা কম অথচ শ্রমের চাহিদা আছে সেখানে মানব সম্পদ রপ্তানী করতে হবে । পৃথীবির জন্য সব চাইতে বড় হুমকি দারিদ্র, বেকারত্ব ও দূর্নীতি । যখন বাংলাদেশ সফলভাবে জনসংখ্যা কে জনসম্পদে রুপান্তর করবে তখন জনসংখ্যা সমস্যার পরিবর্তে এমন এক সম্পদ হবে যা এ্যাটম বোমের চাইতে ও শক্তিশালী । ফলে বাংলাদেশ বিশ্বের বুকে গর্বিত জাতি হিসাবে সম্মানের আসরে আসীন হবে । দেশের হাজার হাজার প্রকল্প ও সেক্টরের চাইতে শুধু এ একটি প্রকল্প দেশের আমুল পরিবর্তন করে দেশ কে খুব অল্প সময়ে উন্নত দেশে পরিনত করতে পারে । এক ঢিলে অনেক পাখি মারার সহজ পথ এটা। তখন এক এক জন বাংলাদেশী হবে দেশের প্রতিনিধি । কাজেই বিদেশে সবাই কে পাঠানো যাবে না । বিচার বিশ্লেষন করে ভেবে চিন্তে তবে পাঠাতে হবে । পরিকল্পিত ভাবে কাজ করতে পারলে কানাডা, নিউজিল্যান্ড,অস্ট্রেলিয়া, সুইডেন, ডেনমার্ক,ফিনল্যান্ড ,নরওয়ে,যুক্তরাস্ট্র, রাশিয়া ,জার্মান ,জাপান ,ব্রাজিল, ইকুয়েডর,দক্ষিন কোরিয়া , সংযুক্ত আরব আমিরাত, কাতার,পর্তুগাল.............সহ শ্রম নির্ভর দেশগুলি হবে মিনি বাংলাদেশ । অধিকাংশ উন্নত দেশ বিয়ে বিমুখ ও সমকামিতার জন্য জনসংখ্যা হ্রাস পাচ্ছে । এ সুযোগ আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে । এক সময় হয়তো সাম্রাজ্যবাদী ইংল্যান্ডের মত ঐ দেশটা হবে বাংলাদেশের উপনিবেশ বা প্রভাবিত নের্তৃত্ব দানকারীদেশ । পশ্চিমারা ভাল করে জানে বলে আমাদের জনসংখ্যা ভুল-ভাল, বাংলা-ভূগোল বুঝিয়ে হ্রাস করতে চায় । এটা কোন আজগুবি গাজা খুরি বানোয়াট ফেক গল্প না, অত্যন্ত বাস্তব সত্য ! হাসিনা সরকার খুব কম হলেও ঠিক বুঝতে পেরেছে । এ জন্য বিয়ের বয়স ১৬ করেছে । সরকারের উচিত এ ব্যাপারে সুদুর প্রসারী পরিকল্পনা গ্রহন করা ও সঠিক ভাবে বাস্তবায়ন করা । যুক্তরাষ্ট্র, জার্মান ও ইউকে (বৃটেন) এর মত পরাশক্তি ও অর্থনৈতিক শক্তিশালী হওয়া হবে সময়ের ব্যাপারমাত্র । তলাবিহীন ঝুড়ি ও তৃতীয় বিশ্ব কথাটি বলার সুযোগ কেউ আর পাবে না । ফলে মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান হবে ব্যাপক আকারে । তাই পরিশেষে বলতে চাই জনসংখ্যা কখনও সমস্যা নয় বরং মহা সম্পদ ও বিশ্বের সবচাইতে শক্তিশালি বড় অস্ত্র সকলের জন্য
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন