প্রথমেই বলি গুগুল এডসেন্স কি? গুগুলের ভাষ্য অনুযায়ী এডসেন্স হচ্ছে , ওয়েব পাবলিসার্চগন কিভাবে খুবই সহজ ও দ্রুত উপায়ে তাদের নিজেদের ওয়েব সাইটে গুগুলের নির্ধারিত বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে টাকা রোজগার করা যায় তার উপায়। ওয়েব সাইট ব্যবহারকারীরা গুগুল সার্চের মাধ্যমে অথবা সরাসরি আপনার সাইট ভিজিট করে যদি গুগল এডসেন্সের বিজ্ঞাপনে ক্লিক করে তাহলে আপনি টাকা পাবেন।
ক্লিক প্রতি টাকার পরিমাণ কমবেশি হয়, এটা সাইটের ধরণ অনুসারে হয়। আপনি যদি খুবই পরিচিত বিষয়ের উপর লেখেন তাহলে টাকা কম আসবে কিন্তু পাঠক বেশী পাবেন এবং যদি নতুন কোন বিষয়ের উপর লেখেন এবং তা যদি একদম নতুন কোন আবিস্কারের কথা হয় যেমন ধরুন কোন ওষুধি গাছের কোন বিশষ গুন নিয়ে লিখছেন যা আপনাকে ক্লিক প্রতি টাকা বেশী এনে দিবে কিন্তু তুলনামূলকভাবে পাঠক কম পাবেন।
তাই সঠিক ভাবে ব্লগের নাম নির্ধারণ করা যেকোন ওয়েব সাইটের জন্য অত্যন্ত প্রয়োজন।
এডসেন্স সম্পর্কে বিস্তারিত জানতে এডসেন্স সমন্ধে আমার এই লেখাটি পড়তে পারেন।
অথবা এই লিংক থেকে
এ লেখা থেকে আপনি পেতে পারেন এডসেন্স থেকে আয় করার অফুরন্ত অনুপ্রেরণা যা আপনি অন্য কোন একক লেখা থেকে পাবেন না।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৬