দেখুন কিভাবে পুলিশ আসার সাথে সাথে পরে থাকা রক্তমাখা লাশ উঠে দাড়াচ্ছে। ছাগুরা ফেসবুকে এবং তাদের পক্ষের বিভিন্ন গম মাধ্যমে ফটোসপ এডিটেড ছবি অথবা সাজানো নাটক করে ছবি তুলে তা প্রকাশ করে সাধারন মানুষ এর সহানুভুতি পাওয়ার চেষ্টা করছিল। কিন্তু ছাগু তোরা কি জানিস না, সত্য কখনো চাপা থাকে না।
মতিঝিলে যৌথবাহিনীর অভিযানে নিহতের সংখ্যা নিয়ে একেরপর এক মিথ্যাচার করছে জামাত-শিবির আর হেফাজতের সমর্থকেরা । আর এতে জড়ানো হয়েছে বিজিবির হেডকোয়ার্টার পিলখানা কে ।
ছবিটি দেখুন ।
বিদেশী একটি ছবিকে পিলখানা সাজিয়ে ছাগুদের মিথ্যাচারের নমুনা দেখুন । আসল ছবিটি ২০১২ সালের ১২ মে'র । লিঙ্কঃ
এক বৃদ্ধের ছবি দেখুন
আসল লিঙ্ক
তাদের আর এক মিথ্যাচারিতা-
মুল ছবি দেখুন
[link
“বি.এন.পি-জামাত পন্থী পেজ "MEDIA WATCH BANGLADESH" এর মিথ্যাচার দেখুন একটি ছবি সংগ্রহ করে বলা হচ্ছে "রাস্তা থেকে ধরে নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামীলীগ কার্যালয়ে নিন্মম ভাবে জবাই করে হত্যা করা হচ্ছে ইসলাম প্রিয় হেফাততে ইসলামের নিরাপরাধ কর্মীদের।" ইতিমধ্যে প্রায় ৫০০ শেয়ার হয়েছে। লিঙ্ক
অথচ ছবিটি গত বছরের(২০১২) আগষ্ট মাসের ২৬ তারিখ পত্রিকাতে আসে "কুষ্টিয়ার বংশীতলায় অটো চালককে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা" শিরোনামে। মূল খবরটির লিঙ্ক
আরো কিছু মিথ্যা প্রচার দেখুন-
পরিশেষে -
হিফাযতে জামাত চরম মিথ্যাচার করেছে । মুলত মুনাফিকরা মিথ্যাবাদি আর মিথ্যাবাদির উপর আল্লাহ পাকের লানত । মৃত্যুর পুর্ব পর্যন্ত এরা তাদের শয়তানি খাছলত চালিয়ে যাবে । এদের জন্য রয়েছে ইহকালে লাঞ্ছনা-গঞ্ছনা আর পরকালে যব্বুল হজুন জাহান্নাম ।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৩ রাত ১২:৩৯