একটি শিশুর জন্মগ্রহন নিশ্চিতভাবে একটি সর্বশ্রেষ্ট ঐশ্বরিক ঘটনা যা প্রত্যেকের জীবনে ঘটে থাকে। একজন মা নয়টা মাস চিন্তা ও দুশ্চিন্তার সাথে অথিবাহিত করেন, এবং সন্তানসম্ভবা সেই মায়ের প্রসবের কষ্ঠটা শুধু মায়েরাই বোঝতে পারেন- এই সময়টা উভয় বাবা মার জন্যই সত্যিকারের অবিস্মরণীয় অভিঙ্গতা।
সেই মুহুর্তে যখন সন্তানটি প্রথম পৃথিবীতে আসে, সেই অন্তরঙ্গ মুহুর্তটা বাইরের কারো পক্ষে অনুধাবন করাটা অকল্পনীয়।যদিও সেই সময়টা একান্ত বাবা মার জন্য ব্যক্তিগত।
কিন্তু সৌভাগ্যক্রমে সেখানে যদি আউট ফটোগ্রাফার প্রয়োজনীয় সংবেদনশীলতার সঙ্গে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ক্যাপচার করেন যার ওপর নির্ভর করা যায় তাহলেতো আর কথাই নেই। এইখানে সেই ধরনের কিছু ফটো দেওয়া হলো তাদের নতুন সন্তানদের নিয়ে যা বর্ননাতিতভাবে হৃদয়কে ছোয়ে যায়। একেকটা চিত্রতে যেন হাজারটা জীবন প্রস্ফুটিত হয়েছে যা প্রথম পলকেই দর্শক আবিষ্কার করতে পারবেন যে জীবনটা কতটা বৈচিত্রপূর্ন !
মায়ের একধার দুধের দাম
কাঠিয়া গায়ের চাঁম,
পাপুস বানাইলে ঝৃণের সুদ হবে না!
এমন দরদি ভবে কেউ হবে না,
আমার মা গো।
লেখাটি ধারাবাহিকভাবে চলবে!
আপনারাও চাইলে মন্তব্যের মাধ্যমে ভালো লাগা ছবিগুলো সরবরাহ করতে পারেন। (বাধিত থাকব)
লেখাটি প্রথম প্রকাশিত হয়।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪১