যতটুকু সময় ব্লগে থাকি, সব লেখ পড়া ও পড়ে মন্তব্য করার চেষ্টা করি। কবিতার প্রতি আলাদা একটা মোহ থাকার কারণে কবিতায় মন্তব্য করা হয় বেশি। যাহোক এটি একটি অকারণ পোস্ট। লেখকের ব্যক্তিগত পছন্দ মাত্র। অসাধারণ কিছু ব্লগারের পোস্ট পড়ার ও তাদের সাথে কথা (পোস্টে) বলার সুযোগ হয়েছে বলে আমি আনন্দিত।
১। ইমন জুবায়ের
আমার দেখা একজন অসাধারণ কবি, গল্পকার, লেখক, গবেষক। একটা সময়ে তার ব্লগে ভালো লাগলো এমন মন্তব্য করেছি, পোস্ট প্রিয়তে নিয়েছি। কিন্তু ওনার সব লেখা এত বেশি মানসম্পন্ন এখন আর কোন লেখা প্রিয়তে নেয়া হয়না; আসলে নিতে নিতে আমি ক্লান্ত। এত ভালো মানুষ লেখে কেমন করে!!

ইমনের এই লেখাটি অনেক ভালো লেগেছে
২। ভাঙ্গন
একজন গল্পকথক। তবে উনি কবিতাও ভালো লেখেন। ভাঙ্গনের সাথে আমার ইন্টার্যাকশন খুব একটা বেশি নয়। তবে এই সুযোগে বলে রাখি রুক্সানাপুকে আমি অনেক পছন্দ করি

ভাঙ্গনের এই লেখাটি অসম্ভব ভালো লেগেছে
৩। নাফিস ইফতেখার
ইদানিং সময়ে ব্লগে নাফিসকে তেমন একটা দেখা হয়না। আমার দেখা সেরা দুই ক্রিয়েটিভ ব্লগারের একজন নাফিস। নাফিস একজন উপকারী ব্লগার ও বটে।
৪। ফিউশন ফাইভ
ব্লগের গবেষক, রহস্যময় ক্যারেক্টার। ফিউশনকে নিয়ে অনেক কথা হয়, আলোচনা-সমালোচনা হয়। নিজেকে আড়ালে রাখার একটা চেষ্টা তার মাঝে আছে যার ফলে লোকে সম্ভবত আরো কনফিউজড হয়ে পড়ে। ও, নাফিসকে দুইজনের একজন বলেছিলাম, ফিউশন-ও সেই দুইজনের একজন। ফিরে দেখা ২০০৯ সিরিজে তার প্রতিটি লেখা বেশ ভালো লেগেছে। তারমত গবেষণা করে এবং রেফারেন্স দিয়ে খুব কম ব্লগারই ব্লগ লেখেন।
ফিউশনের এই পোস্ট-ই হতে পারে একটি উদাহরণ
৫। হাসান মাহবুব
মাহবুব যতখানি ব্লগার হিসেবে তার চেয়ে বেশি বন্ধু হিসেবে প্রিয়। আমার ব্লগে প্রথম কমেন্ট করেছিল মাহবুব। আমি তার ভক্ত। সে একজন অদ্ভুত গল্পকার। তার গদ্য পড়ে আমি তাকে ইর্ষা করি। তবে কবি হিসেবেও মাহবুব অসাধারণ। ব্লগে সম্ভবত তার সাথেই আমার কথা হয় সবচেয়ে বেশি। আমার প্রিয় পোস্টে মাহবুবের লেখাই সবচেয়ে বেশি। তবে আফসোস আমার কোন লেখা মানোত্তীর্ণ মনে হয়নি তার


মাহবুবের সব লেখা ভালো লাগলেও এই লেখাটি একটি মাস্টারপিস
যাক এই পর্বে পাঁচজনার কথাই থাকলো, আগামী পর্বে আরো পাঁচজন আসছে।