বাসায় ঢুকে একটা ধাক্কা খেলাম। এ এক ছোটখাট যাদুঘর !! মনের অজান্তেই হারিয়ে গেলাম এন্টিক জিনিস গুলোর মাঝে। কিছুক্ষন পর যাদুঘরের ডান পাশের কারুকার্য করা দরজা ঠেলে চাঁেদর হাসি মুখে দেখা করতে আসলেন ভাবী (আপু ডাকলেও মন্দ হবে না)। কিছু বুঝে ওঠার আগেই ভাই-ভাবী আমাদের খাওয়ার টেবিলে নিয়ে গেলেন। আয়োজন দেখে আমি চোখে সরিষা ক্ষেত দেখতে শুরু করলাম ! এতো কিছুর পর আবার দুপুরের খাওয়া খেতে হলো !! এছাড়া বিকালের নাস্তা আর ফিরে আসবার সময় ডিনার বক্স (!!) শাহী আইটেম গুলোর কথা নজর এড়ানোর জন্য বললাম না।
চমৎকার একটা পরিবারের সাথে কিছুটা সময় কাটানোর সৌভাগ্য হলো। আমি দেখলাম-শিখলাম। কি করে সাধারন থেকে অতি সাধারন হতে হয়। এখন এটা কিভাবে আমার জীবনে সাথে মিলাতে হবে সেই অপেক্ষায় আছি।
একমাত্র সাপ্তাহিক ছুটি শুক্রবারটা একটু ব্যতিক্রম ভাবে উপভোগ করাই আমাদের উদ্দেশ্য ছিল। সময়টা যে এতো উপভোগ্য হবে ভাবিনি। আমি পুরাপুরি বিস্মিত !! ভালোবাসার জাল খুবই খারাপ, চরম খারাপ !!
[গাঢ়] শুভ পরিবারটির [/গাঢ়] জন্য গুছিয়ে কিছু বলার যোগ্যতা আমার নেই। আমি খুবই দুঃখিত !!
শুভ স্মৃতি ঃ 09 মার্চ 2007ইং, শুক্রবার।
[link|http://www.somewhereinblog.net/mysticsaint/post/28701602| mvw`
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৭ রাত ২:০২