
প্রস্তুতকারক দেশ পশ্চিম জার্মানী। বাংলাদেশ অর্ড্যান্স ফ্যাক্টরী অব দি আর্মড ফোর্সেস (বিওএফ) থেকে বাংলাদেশেই উৎপাদন করা হচ্ছে। প্রতি মিনিটে ৫০০ থেকে ৬০০ রাউন্ড গুলি করতে সক্ষম। ৫০০ মিটার রেঞ্জের এই রাইফেল দিয়ে গুলি ঠিক্মত করতে পারলে যে কাউকেই কুপোকাত করে ফেলা সম্ভব।
২। বিডি ০৮ (৮১ অ্যাসল্ট রাইফেল)ঃ

প্রস্ততকারক দেশ চীন। বিওএফ থেকে বাংলাদেশে উৎপাদন করা হয়। প্রতি মিনিটে ৬৫০ রাউন্ড
গুলি ছুঁড়তে সক্ষম। রেঞ্জ- ৫০০ মিটার। বাংলাদেশে এটি বিডি ০৮ নামে পাওয়া যায়। কালাশনিকভ বা একে ৪৭ এর মত দেখতে হলেও বেশ কিছু পার্থক্য রয়েছে।

বিডি ০৮ রাইফেল হাতে র্যাব সদস্যগণ।
৩। ৫৬ অ্যাসল্ট রাইফেল

৫৬ অ্যাসল্ট রাইফেল এর প্রস্ততকারক দেশ চীন। বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানা বিওএফ থেকে উৎপাদন করা হয়। ৫৬ অ্যাসল্ট রাইফেলে ১০০ থেকে ৮০০ মিটার পর্যন্ত সাইট অ্যাডজাস্টমেন্ট করা যায়। দেখতে ছোট হলেও এই অস্ত্র অনেক ভয়ংকর।
৪। টাইপ ৬২ চায়নীজ লাইট ট্যাঙ্কঃ

প্রস্ততকারক দেশ চীন। বাংলাদেশের আর্মী ইঞ্জিনিয়ারেরা এতে কিছু পরিবর্তন এনে এটিকে ভারী আর্মড পারসনেল ক্যারিয়ারে পরিবর্তন করেছেন। এই ট্যাংকের ওজন প্রায় ২১ টন। পাকা রাস্তা দিয়ে ৬০ কিলোমিটার বেগে ছুটতে পারে।
৫।বিটিআর-টিঃ

রাশিয়ায় তৈরী এই ট্যাংকে বাংলাদেশের ইঞ্জিয়াররা আরো কয়েকজন বেশি সৈন্যের বসবার মত জায়গা (ভারী আর্মড পারসনেল ক্যারিয়ার) বের করতে সক্ষম হয়েছেন।
ধন্যবাদ