গণিতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার -- এবেল পুরস্কার ।
এবেল প্রাইজ নিয়ে লেখা চার পর্বের ধারাবাহিকের আজ থাকছে পর্বঃ দুই ।
এবেলঃ গণিতের নোবেল – পর্ব দুই
যারা ১ম পর্বটা ধরতে পারছেন না তাদের জন্যঃ এবেলঃ গণিতের নোবেল - পর্ব এক
গত পর্বে লিখেছিলাম এবেল প্রাইজ প্রাপ্ত চারজন গণিতবিদকে নিয়ে । আজকে শুরু করছি ৫ম জন থেকে পরবর্তী চারজনকে নিয়ে।
পিয়েরে ডেলিন (Pierre Deligne)
ইনি বেলজিয়ামের গনিতবীদ । জন্ম ৩ অক্টোবর ১৯৪৪ । বর্তমান বয়স ৭২ বছর ।
ডক্টরেট করেন আলেকজেন্ডার গ্রোথেনডিয়েক (Alexander Grot hendieck) এর তত্ত্বাবাধানে এবং তারই সাথে ফ্রান্সের Institute of Advanced Scientific Studies এ কাজ করা শুরু করেন ।
শুরুতে তিনি স্কিম থিউরি নিয়ে কাজ করেন ।
স্কিম থিউরি এক ধরনের বর্ণালী চাকতি বিশেষ যার মাধ্যমে বিনিময় বীজগিনিত ও জ্যামিতির কিছু কিছু অংশ ব্যাখ্যা করা যেত ।
এটা ছিল একেবারে গণিতের প্রাথমিক শাখাগুলোর একটি । পরে ১৯৬৮ সালে ফ্রান্সের অপর একজন গণিতবিদ জেয়ান পিয়েরে সেরির সাথে মডুলার ফর্ম এবং ফাংশনাল ইকোয়েশন অফ এল-ফাংশন এর উপর গবেষণা করেন ।
পিয়েরে ডেলিন এছাড়াও কাজ করেছেন উইল কনজেক্টার্স, রমানুজান-পিটারসন কনজেক্টার্স ও হোজ থিউরির উপরে ।
মূলত তিনি উইল কনজেক্টার্স প্রমানের জন্য বিশেষভাবে পরিচিত ।
২০১৩ সালে পিয়েরে ডেলিন অর্জন করেন এবেল প্রাইজ ।
এছাড়াও তিনি যে যে পুরস্কার পেয়েছেনঃ
উলফ প্রাইজ ২০০৮
ব্যালজান প্রাইজ ২০০৪
ক্যারাফোর্ড প্রাইজ ১৯৮৮
ফিদেলস মেডেল ১৯৭৮
বলা বাহূল্য জেয়ান পিয়েরে সেরিও ২০০৩ সালে এবেল পুরষ্কারে ভূষিত হয়েছেন ।
Endre Szemerédi (আন্দ্রে স্যামারেদি)
১৯৪০ সালের ২১শে আগষ্ট জন্ম এই হাঙ্গেরিয়ান গণিতবিদের ।
কম্বিনেটরিক্স বা সংযুক্তকারিতা এবং ত্বাত্তিক কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশুনা ও গবেষণা করেছেন এই গণিতবিদ ।
১৯৮১ থে ১৯৮৩ সাল অব্দি পড়াশুনা করেছেন সাউথ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে ।
গানিতিক গবেষণা, ত্বাত্তিক কম্পিউটার সাইন্স ও বীজগানিতিক সংযুক্তির উপরে প্রকাশ করেছেন ২০০টিরও বেশি নিবন্ধ ।
তিনি বিষেষভাবে পরিচিত ১৯৭৫ সালে প্রকাশিত তাঁর স্যামারেদিস থিউরির জন্য ।
এই মহান গণিতবিদ এবেল প্রাইজ পেয়েছেন ২০১২ সালে ।
লিখেছেন An Irregular Mind শিরোনামে একটি বই ।
প্রাপ্ত কিছু পুরষ্কার ও সম্মাননাঃ
এবেল প্রাইজ ২০১২
রোলফ শক প্রাইজ ২০০৮
লেরয় স্টেল প্রাইজ ২০০৮
পোল্যায় প্রাইজ ১৯৭৫
আলফ্রেড র্যেনই প্রাইজ ১৯৭৩
জন উইলার্ড মিলনারঃ
জন্ম ১৯৩১ সালে নিউ জার্সিতে । মার্কিন এই গনিতিবীদ এক্সোটিক স্পেয়ার বা জটিল বহিঃ গোলক নিয়ে গবেষণা ,
ফ্যারি-মিলনার থিউরি, মিলনার্স থিউরি, মিলনার-থার্স্টর্ন নিডিং থিউরি ইত্যাদির জন্য পরিচিত ।
বই লিখেছেন বেশ কয়েকটি ।
উল্লেখযোগ্য কয়েকটি বইঃ
ডায়নামিক্যাল সিস্টেম
মোর্স থিউরি
সিঙ্গুলার পয়েন্টস অফ কমপ্লেক্স হাইপারসাওফেস
প্রাপ্ত পুরষ্কার ও সম্মাননাঃ
স্লোয়ান ফেলোশিপ ১৯৫৫
ফিদেলস মেডেল ১৯৬২
ন্যাশনাল মেডেল অফ সাইন্স ১৯৬৭
লে-রয় স্টেলি প্রাইজ ১৯৮২,২০০৪ ও ২০১১
উলফ প্রাইজ ১৯৮৯
এবং
এবেল প্রাইজ ২০১১
জন টরেন্স টেট বা সংক্ষেপে জন টেট
মার্কিন এই গনিতবিদের জন্ম ১৩ই মার্চ ১৯২৫ সালে মিনিয়াপলিস, মিনেসোটায় ।
মৌলিক বীজগাণিতিক থিউরি, গাণিতিক ও জ্যামিতিক থিউরির উপরে অসংখ্য অবদানের জন্য তিনি সুপরিচিত । তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ।
গবেষণা করেছেন ফুরিয়ার ট্রান্সফর্ম এর উপরে । যা ইলেকট্রিক সিগন্যালের একটি জটিল ও গুরুত্বপূর্ণ অংশ । এছাড়াও গবেষণা করেছেন নাম্বার ফিল্ড, অটোমর্ফিক ফর্ম ও এল-ফাংশন নিয়ে কাজ করেছেন ।
সংখ্যা তত্ত্ব নিয়েও কাজ করেছেন এই মার্কিন গণিতবিদ তিনি ও তাঁর শিক্ষক এমিল আর্টিন একত্রে প্রকাশ করেছেন গ্লোবাল ক্লাস ফিল্ড থিউরি নামের নিবন্ধ ।
এছাড়াও নাম্বার থিউরির উপর তাঁর নিজের নামে প্রতিষ্ঠিত টেট কনজেক্টার্স ও টেট মডিউল এর জন্য তিনি বিশেষভাবে পরিচিত ও সমাদৃত ।
প্রাপ্ত পুরষ্কার ও সম্মাননাঃ
উলফ প্রাইজ ১৯৮৯
লে-রয় স্টেলি প্রাইজ ১৯৯৫
ফ্রাঙ্ক নেলসন কোল প্রাইজ ১৯৫৬
এবং
এবেল প্রাইজ ২০১১
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১০