প্রতিবছর ঈদের জামাত পড়েই, ঈদগাহ থেকে বের না হতেই মা কে কল দিতাম, ঈদের শুভেচ্ছা জানাতাম।
মা বলতো, জাবু বাবা সেমাই খেয়েছিস?
বলতাম না মা, মাত্র নামাজ পড়েই বের হলাম, এখন গিয়েই খাবো!
আজকেও তার ব্যতিক্রম হয়নি, ঈদের জামাত শেষ করেই মোবাইল হাতেই নিয়েই মায়ের কাছে কল দিতে গিয়েই মনে পড়লো আমার মা জননী যে ঘরে নাই, চিরতরে ঘুমাচ্ছে গোরস্থানের মাটির ঘরে!

এবএব, পকেটের মোবাইল পকেটেই রেখে দিলাম! মা ছাড়া সন্তানের শুধু ঈদ আনন্দ কেন, দুনিয়ার কোন কিছুই নেই!
মা ভালো থাক তুই, অনেক অনেক ভালো থাক আমাদের ছেড়ে


রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা
যাইহোক, সকল প্রবাসী ভাই-বোনদের জানাই ঈদের শুভেচ্ছা...