(অপ) রূপা।।
তাকে তো সে ঘুমন্ত দেখেছিলো একদিন
শান্ত চোখে মুখে, একটা ভাপা গরম নিশ্বাসও টের পেয়েছিলো সে
হাতটা এগিয়ে, তারপর কি ভেবে,
কতোকাল কেটে যায়; যাচ্ছে, অবাক হওয়ার কিছু নাই- তবু
দুই হাঁটু গেড়ে, আর মাথাটা মুড়ে–নতজানু হোয়ে রাজকন্যার মতো
ক্যানো যে তাকে অভিবাদন করা হোয়েছিলো তা ঠিক বোধগম্য নয়।
তবে এমনটা হতে পারে- যা তাকে ভাবা হয় ক্রমশ; (হোয়েছিলো),
একটি শীতল ঝর্নার মতো অনেক স্রোতের সাথে মিশে দেহ ধুয়ে ফেলা, অথবা কোন অপরূপ আভা- বটে, কারণ রূপ তো (অপ) ই হয়, মাঝে মাঝে তীব্র ক্রোধে
খুঁচিয়ে খুঁচিয়ে
________জ্বালিয়ে পুড়িয়ে-
ছাই করে দেয় উপাসনাকারী
কি ভীষণ আগুণ, দুর্ব্যবহারি; এবং তার ভাপ-আজন্ম উত্তাপ,
আকৃতি বিশেষে তবুও চর্ম- চক্ষের উপাসনা;
তারপর নেশা-
এমনও বুঝি হয়; মদ খেয়ে টাল হোয়ে গেলে দুটি পা ভেস্তে যায়
দুটি পথে;
শুধু দুটি হাত নিয়ে আমিও বড্ড বিপাকে
কি যে করবো, কোথায় লুকাবো
________________ চিন্তায় চিন্তায়
ভাবলাম, তাকে হাত দুটো দিয়ে দেওয়া যায়; নিজস্ব দুই হাতে সে আর কতোই বা উপাসনা করবে? প্রতীক্ষার ভঙ্গী নিয়ে বসে আছে- চার হাত
হলে আরও বিশুদ্ধ হবে তার পুজো, এবং যদি ক্রোধান্বিত
কুমারীর ঘুম ভাঙে একবার, তাহলে এই ওম ধরা পৃথিবীতে আবার রাত্রি হবে,
কারন এই কুমারী রাত্রি জাগে;
সে জাগে নি বলে
কোন রাত্রি নেই, এই পৃথিবীতে শুধু দিন হোয়ে আছে;
এই পৃথিবীতে শুধু দিন হোয়ে আছে।
এই পৃথিবী শুধু নাই হোয়ে আছে।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন