ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটর্স ডিফেন্ডারস্ এন্ড প্রেস সোসাইটি" ও
"সার্বজনীন পরিবেশ মানবাধিকার সংস্থা"র উদ্যোগে এই ব্লগে আয়োজন করা হলো "মানুষ ও মানবতার কন্ঠ" শিরোনামে মানবাধিকার বিষয়ক কবিতা উৎসবের ।
আজ ১৮/০৪/২০১১ইং থেকে ৩০/০৪/২০১১ইং তারিখ বিকাল ৫টা পর্যন্ত এই উৎসব চলবে ।
০১/০৪/২০১১ইং তারিখে রাত ৮টার পর ঘোষনা করা হবে কে হলো "মানবতার শ্রেষ্ঠ নবীন কবি" ।
৬ই মে (শুক্রবার) যেকোন সময় আমাদের সংস্থার অফিসে "মানবতার শ্রেষ্ঠ নবীন কবি" পদক প্রদান করা হবে এবং শ্রেষ্ঠ কবিকে আমাদের সংস্থার আজীবন সদস্যপদ প্রদান করা হবে ।
@ এখানে সকল নবীন কবি অংশ গ্রহন করতে পারবে ।
@ কবিতার বিষয় বস্তু হতে হবে মানুষ, মানবতা, মানবাধিকার লংঙ্ঘন ,নারী- শিশু নির্যাতন ইত্যাদি ।
@ দয়া করে অপ্রাসংগিক বিষয় নিয়ে পোষ্ট করবেন না ।
@ মানুষ ও মানবতার কল্যানে গনসচেতনতা সৃষ্টিই আমাদের এই আয়োজনের মুল উদ্দেশ্য ।
@ আপনার কবিতা এখানেই মন্তব্য আকারে পাঠাতে পারেন অথবা ihrdpress@gmail.com এই ই-মেইলও পাঠাতে পারেন ।
এই ব্লগের সকল ব্লগারকে অনুরোধ করছি আপনারা যারা এই পোষ্টটি পড়ছেন তারা দয়া করে অন্য সব ব্লগারদেরকে অবহিত করুন ও মানুষ মানবতার কল্যানে অবদান রাখুন ।
বিনীত নিবেদক
শহিদুল ইসলাম খান
মহাসচিব
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটর্স ডিফেন্ডারস্ এন্ড প্রেস সোসাইটি
প্রতিষ্ঠতা চেয়ারম্যান
সার্বজনীন পরিবেশ মানবাধিকার সংস্থা
ইন্টারন্যাশনাল মেম্বার
অ্যামনেস্টি ইন্টারন্যশনাল ও
এশিয়ান হিউম্যান রাইটস্ কমিশন
আমাদের ওয়েবসাইট দেখুন এইখানে :
http://www.ihrdps1.webs.com
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫২