মায়ের কোলে বাবুই সোনা,
হাসছে দেখ চাঁদের কণা,
জোনাক ফুলের গন্ধ মাখা,
আদর আদর আলোর পোনা!
মা
একজন ঈশ্বর যা পারেন না, একজন মা বুঝি তা পারেন!
তাই,-
মন্দির যদি কিছু থেকে থাকে, তবে তা মায়ের মাদুর হোক,
পবিত্র যদি কিছু থেকে থাকে, তবে তা মায়ের আঁচল হোক,
মঙ্গল যদি কিছু থেকে থাকে, তবে তা মায়ের আশীষ হোক,
সত্যম যদি কিছু থেকে থাকে, তবে তা মায়ের অপেক্ষা হোক,
অমৃত যদি কিছু থেকে থাকে, তবে তা মায়ের আদর হোক,
স্বর্গীয় যদি কিছু থেকে থাকে, তবে তা মায়ের পরশ হোক,
নিশ্চিন্তি যদি কিছু থাকে, তবে তা মায়ের নিবিড় কোল হোক!
যুদ্ধ যদি করতেই হয়,- তবে তা মায়েদের হাসির জন্য হোক,
বিদ্রোহী যদি হতেই হয়,- তবে তা মায়েদের অশ্রুর জন্য হোক,
বিপ্লব যদি করতেই হয়,- তবে তা মায়েদের মুক্তির জন্য হোক,
প্রেমিক যদি হতেই হয়, তবে তা আমাদের সন্তানের মায়েদের জন্যই হোক!
*** মা নিয়ে লেখার কথা ভাবছিলাম কয়েক দিন ধরে, কোনো একটা অদ্ভুত কারনে মা কে নিয়ে আমাদের একটা ক্যাম্পেইন চালনোর প্রয়োজন হয়েছে! অভির খুব চমৎকার লেখা আছে ব্লগে এইটা নিয়ে। Click This Link
আমার আগে কোনো লেখার ট্যাগ দেওয়া হয় নি। কিন্তু আমরা এমন এক দূর্বোধ্য দুঃখজনক বিষয়ের সামনে দাঁড়িয়ে যে মা কে নিয়ে লেখার ট্যাগ দেওয়াটা জরুরি হয়ে পড়েছে! উপরে ছবি অপর্ণাদি ও বাবুই এর, অদ্ভুত সুন্দর ছবিটা নিয়ে একটা কবিতা লেখার কথা, একটা ছড়া লেখা হল এবং ছড়া নিয়ে ভাবতে ভাবতে কবিতা আসলো! তবে আমি এই কবিতায় মোটেই সন্তুষ্ট নই, মা কে নিয়ে লেখা যে কী কঠিন ব্যাপার আমি আবিস্কার করলাম, অনেক ভাবতে হবে, কোনোএকদিন হয় তো মা নিয়ে একটা সার্থক কবিতা আসবে যেটা পড়ে আমার মনে হবে- আমিও মা কে নিয়ে একটা লেখা লিখলাম! তার আগে পর্যন্ত নানা প্রযেষ্টা চলতে থাকবে!
**** কবিতাটা চিত্রময় ফর্মে চিন্তা করা, মানে এই কবিতা দিয়ে ছবি আঁকা হবে, সেইভাবে বেশ কিছু পিলার চিন্তা করা আছে কবিতায়। আমার কম্পিউটার যন্ত্র ঠিক হলে আমি ছবিখানা এঁকে ফেলার আশা রাখি!