

কুমিল্লা টু ঢাকা পায়ে হেঁটে! চিন্তা করেছেন!??
আমাদের বাসা হাইওয়ের অনেকটা পাশাপাশি হওয়ায় খুব কাছ থেকেই এই জনশ্রোত দেখলাম। ইচ্ছা থাকার পরও যোগ দিতে পারলাম না তাঁদের সাথে, তাই খুব আফসোস লাগছে।
চট্টগ্রামে দেখলাম লাখো জনতার জোয়ার। এই লাখো জনতার জোয়ার হলুদ সাংবাদিকতার লাখো নয়, এটা প্রকৃত পক্ষেই লাখো জনতার জোয়ার।
ঈমানের চেতনা সত্যিই অন্যরকম
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১