হ্যাকিং জিনিসটা আসলে অনেক মজার। আসুন শিখে ফেলি কিভাবে ব্রডব্যান্ড নেট হ্যাক করতে হয়। আমার মনে হয় এই পোস্ট টি তাদেরই বেশি কাজে লাগবে যারা ভার্সিটির হলে থাকে কেননা বেশির ভাগ হলেই ব্রডব্যান্ড নেট দেওয়া হয়।
এ্ই হ্যাকিং টা এতো সোজা যে কোনো software লাগেনা। এবার আমরা কাজ শুরু করি।
আমরা যারা ব্রডব্যান্ড ব্যবহার করি তাদের প্রত্যেকরই একটি করে IP_address এবং MAC_address দেওয়া থাকে। এবার দেখেন IP address কোথায় বসানো হয়.....।
Control Panel>All Control Panel Items>Network and Sharing
Center তারপর নিচের মতো একটি চিএ পাবেন
এখন Local Area Connection এ ক্লিক করুন। তারপর নিচের চিএ মতো কাজ করুন.......
Local Area Connection এ ক্লিক করার পর Local Area Connection status (২) নামক একটি box আসবে । সেই box এ properties (3) নামক একটি option আছে সেটাতে ক্লিক করুন।
properties এ ক্লিক করলে Local Area Connection properties নামক একটি box আসবে। সেই box এ Intenet Protocol Version 4 (Tcp/IPv4) নামক option এ ডাবল ক্লিক করলে Intenet Protocol Version 4 (Tcp/IPv4) properties নামক একটি box আসবে। আর সেখানেই আপনি আপনার IP address পেয়ে যাবেন।
এবার আসি MAC address কিভাবে পাবেন।
আপনি উপরের চিএে ভালোভাবে খেয়াল করুন Local Area Connection properties নামক box এ configure...... নামক option আছে। সেটাতে ডাবল ক্লিক করুন। নিচের চিএ দেখুন
সেখানে advance নামক tab আছে । ওখানে ক্লিক করলে network address নামক option আসবে। address এ ক্লিক করলে আপনি আপনার MAC address পেয়ে যাবেন।
আমাদের IP ও MAC address পাওয়া শেষ। এখন আমরা যদি হ্যাকিং করতে চাই তাহলে আমাদের অন্য আরেক জনের IP ও MAC address জানা লাগবে।
আসুন এখন আমরা শিখি কিভাবে অন্যের IP ও MAC address পাবো।
এজন্য আমাদের একটি সফটওয়্যার লাগবে নিচে আমি সেটার ডাুনলোড লিং্ক দিয়ে দিলাম
netscanner
এটি ডাউনলোড করার পর ইনস্টল করুন। নিচের চিএ দেখুন
কালো দাগ দেও্য়া ঘরে ip range বসিয়ে scannig শুরু করুন।
দেখবেন প্রত্যেকটা ip এর পাশে MAC address দেয়া আছে।
পেয়ে গেলেন অন্যের ip ও MAC address।
এবার অন্যের ip ও MAC address নিজ ip ও MAC address এর ঘরে বসিয়ে দিন । দেখবেন আপনার net connection off থাকলেও on হয়ে যাবে।
***যার ip নিবেন তারই MAC address নিবেন।
*** যার ip ও MAC address নিবেন তার অবশ্যই net connection on থাকা লাগবে।