কিভাবে ব্লগিং করে টাকা আয় করবেন এর এই পার্ট এ আমরা গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে আলোচনা করব ব্লগিং শুরু করার আগে যা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে।
বাংলা না ইংরেজিঃ আপনি ব্লগিং করবেন সাবজেক্ট ও ঠিক করে ফেলেছেন তাহলে এবার একটু চিন্তা করে দেখুন কোন ভাষায় ব্লগিং করতে চান। বাংলা না ইংরেজিতে?
বাংলায় ব্লগিং করলে আপনি খুব সহজেই ভালো করতে পারবেন। আগেও বলেছি বাংলা ভাষায় তেমন ভালো কোন ওয়েবসাইট হয় নাই যেকয়টি আছে সেগুলোও ইংরেজি থেকে কপি করা। কাজেই আপনি যদি বাংলা ভাষায় আপনার ব্লগ টি শুরু করেন তাহলে ইংরেজির চেয়ে অনেক গুন রেসপন্স পাবেন। বাংলায় কিছু বুঝতে ইংরেজির চেয়ে অনেক সহজ হয় যা reader দের সহজেই আকৃষ্ট করবে। তাহলে এবার বলুন তো বাংলাদেশি বেশিরভাগ ওয়েবসাইট ই তাহলে ইংরেজিতে কেন?
বিজ্ঞাপন………………! আপনি যেহেতু টাকার জন্যই ব্লগ লিখছেন আপনাকে টাকার কথাটি অবশ্যই মাথায় রাখতে হবে। google adsense এ বাংলা ভাষার ওয়েবসাইট গ্রহণযোগ্য নয়। অন্যান্য ভালো অ্যাড কোম্পানির মধ্যে দুই একটা ছাড়া প্রায় সবগুলাই বাংলাদেশি visitor এর জন্য খুব ই অল্প পরিমান টাকা দিবে (আমরা আপনার ওয়েবসাইট এ অ্যাড নিয়ে পড়ে বিস্তারিত ভাবে আলোচনা করব, এখন শুধু শুরু করার আগে একটু জেনে নিন ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজে লাগবে)। ঠিক এই কারনে অনেকে বাংলাদেশি visitor টার্গেট করলেও ইংরেজিতে লিখেন।
ধরুন আপনার ইংরেজি ওয়েবসাইট এর দৈনিক pageview (এটা নিয়েও অ্যাড পার্ট এ আলোচনা করব) ৫০০০/ ….। এটি বাংলাদেশের visitor দের টার্গেট করে বানানো। তবে যেহেতু ইংরেজি কনটেন্ট প্রায় ৪০% pageview international (সম্ভব!)।
আর একই ওয়েবসাইট একই কনটেন্ট শুধু বাংলাতে হওয়ায় ৯০% pageview বাংলাদেশ থেকে। বাংলা ওয়েবসাইট থেকে ইংরেজি ওয়েবসাইট এর মাধমে আপনি ৫ গুন কিংবা তার বেশি টাকা আয় করতে পারবেন। (অ্যাড পার্ট …)।
কি বাংলাতে শুরু করবেন না? depressed?
আপনি যদি বাংলাতে ব্লগ করে টাকা আয় করতে চান তাহলে অনেক ভালো করতে হবে। লোকাল কোম্পানির বিজ্ঞাপন পাবেন। আর যদি long term চিন্তা করেন তাহলে খুব শীঘ্রই google বাংলা ওয়েবসাইট এর জন্য adsense approve করবে।
তাহলে পরামর্শ হিসেবে :
১। বিস্তৃত চিন্তা করলে বাংলাতে করুন। আপনি যদি আপনার পরিশ্রমের ফল অনেক পরে সবচেয়ে ভালো চান তাহলে বাংলাতে করুন। আপনি যদি ব্লগিং তাকে serious source of income হিসেবে নেন তাহলে বাংলাতে করুন।
২। আপনার চিন্তা যদি থাকে কিছু টাকা এবং ব্লগিং কে পার্ট টাইম হিসেবে নিলে ইংরেজিতে করুন। ইংরেজিতে করার আগে আপনার ইংরেজি লেখার মান নিয়ে আবার একটু চিন্তা করুন।
আমার মতে সবচেয়ে ভালো idea:
বাংলা ইংরেজি দুই ভাষাতেই করুন। বাংলা দিয়ে শুরু করুন। ২/৩ মাসে কনটেন্ট বানান। visitor বাড়ান। তারপর একই লেখা বাংলা থেকে ইংরেজিতে translate করুন। ওয়েবসাইট এ বাংলা এবং ইংরেজির জন্য অপশন রাখুন। যারা বাংলায় পড়তে চায় বাংলায়, একইভাবে ইংরেজিতে পড়বে। বেশি visitor, লোকাল অ্যাড, google adsense সবই একসাথে পাবেন। অনেক গুন পরিশ্রমও করতে হবে। হুবুহু বাংলা থেকে ইংরেজিতে translate করলেই হবে না । geological location এর কথা মাথায় রেখে একটু পরিবর্তন করতে হবে। যেমন কিভাবে outsourcing করে টাকা আয় করতে হয় বাংলা লেখা হবে, কিভাবে outsourcing এর কাজ করে টাকা আয় করা যায়। আর international visitor এর কথা মাথায় রেখে ইংরেজিতে করলে লিখতে হবে কিভাবে outsourcing করে remote worker দের কাজে লাগিয়ে নিজের একটি বেবসা শুরু করে সফল হওয়া যায়। (আমাদের দেশে outsourcing contractor বেশি আর ওদের দেশে outsourcing client বেশি)।
আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। যতটুকু জানি আপনাদের জানানো ছাড়া এই লেখার অন্য কোন উদ্দেশ্য নাই। (geological location……………বেশি আর ওদের দেশে outsourcing client বেশি )
ভালো লাগলে বাকি টিউটোরিয়াল গুলোও পড়ে নিন।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৫