আমরা বাংলাদেশীরা যেভাবে সব প্রযুক্তিকে দ্রুত গ্রহন করেছি তার উদাহরন বোধোয় পৃথিবীর অন্য কোন দেশে নেই। যে দেশে ৩৩ মিলিয়ন(৩০ এপ্রিল,২০১৩) মানুষের হাতে ইন্টারনেট আছে সেখানে গেল বছরে ৪৫০ মিলিয়ন টাকার ব্যবসা করেছে। সুতরাং অনলাইনে কেনাকাটা আমাদের দেশে রিলেটিভলি একটা নিউ টার্ম হলেও খুব দ্রুত এগিয়েছে বলা যায়। ইংরেজী বিষেশায়িত পত্রিকা দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এর দেয় তথ্য অনুযায়ী, এ বছরে অর্থ্যাৎ ২০১৩ সালে এর পরিমান গিয়ে দাড়াবে ২০০০ মিলিয়ন। যা বিশ্বের ধনী দেশগুলোর তুলনায় নেহায়েত নগন্য মনে হলেও সময় এবং ইন্টারনেটের সহজলভ্যতার বিবেচনায় এ পরিসংখ্যান সত্যিই ইর্ষনীয়। আমি এখানে গুটিকয়েক সাইটের নাম এবং লিংক তুলে ধরলাম যারা ইতিমধ্যেই ই-কমার্স ব্যবসায় সততা এবং সফলতার সাথে কাজ করছে।
চ্যানেলআই শপ
ই-বিপণন
বইমেলাডটকম
চরকা.কম
ভরম্যান-বিডি
একুশে.কম
ই-যমুনা
জাষ্টপ্রাইজ বিডি
এ্যাডস বাংলা
বিডি-৭৪
বড় বাজার
ঢাকা শপ
মুক্তবাজার
বাজার সদাই
http://www.ebazaarbd.com' target='_blank' >ই-বাজারবিডি
বিডি-হ্যান্ডিক্রাফট
বেষ্টওয়েবাজার
হোমবাজারবিডি
এশিয়ান স্কাই শপ
দেশীমেমোরি
শপএন্ডগিফট
গিফট মেলা
আই ফেরি
বাংলাদেশ ব্র্যান্ডস
বিডি হাট
উপহার বিডি
টি-জোন
সামগ্রী.কম
ইজি বাজার
দেশী মেগাশপ
ব্যাতিক্রম
সেল-বিডি
এখনি.কম
উপহার-বিডি
হাট বাজার
আপনজন
প্রিয়শপ
উপহার টু মি
বিডিশপি
সেল অফ বিডি
গিফট দুনিয়া
বিডি প্লেস
কেনা বেচা
ডিসকাউন্ট বাংলাদেশ
এটিএন ই-শপ
নাম্বারওয়ানশপ
বুকসবিডি
দেশী মেগাশপ
আমার ডিল.কম
ইউ-শপ
সাউন্ড-বিডি
ভেলকি
গিফটজহাট
বিডিশপস
পল্লীবাজার.কম
সিক্রেটশপ২৪.কম
জোন-৮৩
বিডিপ্লেস
গিফটদুনিয়া
সদাইপাতি
ফরচুনা বাংলাদেশ
সবকিছুবিডি
যেমনখুশি
টেলিব্র্যান্ডস
মার্কেটপ্লেস
ফ্যামিলিনিডস২৪
তাজাবাজার
ব্যাবিলন ই শপ
কাশ্মিরী কালেকশন
বিডি ফ্লাওয়ার
সহজ শপিং
প্রান্তর
আধুলি.কম
আজকের ডিল
দেশী বই
ইগো বিডি.কম
একমাত্র.কম
শপিং২৪
যেহেতু বাংলাদেশ ব্যাংকের ইতিমধ্যেই ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে কেনাকাটা উন্মুক্ত করে দিয়েছে সেহেতু ক্রেতাসাধারনের জন্যও অনলাইনে অর্থ পরিশোধ অনেক সহজ এবং নিশ্চিন্ত। তবে আমার ব্যাক্তিগত ধারনা, এখন দেশে অনেক অনেক অনলাইন শপ সে তুলনায় পন্যের গুণগত মান এবং ক্রেতাদের চাহিদামতো পন্য সরবরাহ করা সাইটগুলোই শেষ পর্যন্ত টিকে থাকবে। এবং সময়মতো ডেলিভারীর বিষয়টিও মাথায় রাখতে হবে। আশা করি, আমাদের দেশের কোন সাইটও একদিন বিশ্বের সেরা অনলাইন জায়ান্টদের সাথে প্রতিযোগিতা করবে এবং দেশের গন্ডি ছাড়িয়ে সারা পৃথিবীব্যাপি এর বিস্তৃতি ঘটবে।
জয় হোক আমাদের ডিজিটাল ঘরানার পথচলায়। যেখান থেকে একদিন সার্জেই ব্রিন, ল্যারি পেজ বা মার্ক জাকারবার্গের মতো উদ্যেক্তা বেরিয়ে আসবে। সেই দিনের অপেক্ষায়..............
পাওয়ারড বাই- https://www.facebook.com/Vintage.com.bd
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ২:৪৬