কোরআনের মাস এলো কদরের মাস
ক্ষমার সময় এলো দয়ার সময়
আবার ঝালিয়ে নাও তুমি বিশ্বাস,
আবার পাবে কি তারে নিশ্চিত নয়।
রোজা কর পাপ ভুলে যাও
কোরআনের নির্দেশ বুকে তুলে নাও
তোমার সময় ত্যাগ সাধনা দিয়ে
করে নাও জান্নাত ক্রয়।
সিজদায় নত হয়ে থাক,
পলে পলে আল্লাহকে ডাকতে থাক।
কোরআনের পথে চল আর -
তাজা রাখ আল্লাহর ভয়।
এটি একটি হৃদয়গ্রাহী ইসলামী গান। আজ মাহে রমজানের প্রথম রজনীতে সকলের সাথে শেয়ার করলাম। চমৎকার কতগুলো আহ্বান রয়েছে প্রতিটি বাক্যে। সুরসহ শোনাতে পারলে হয়তো আরো ভালো লাগতো। আল্লাহ আপনাকে আমাকে এই মহিমাময় মাস থেকে কল্যাণ গ্রহণের তাওফিক দান করুন।