সেদিন রিলাক্সমুডে রেললাইন ধরে ভানুগাছ থেকে শ্রীমংগল পর্যন্ত হেটে এলাম।
![]()
একটি সাধারন জ্ঞানের প্রশ্নঃ-
দেশের কোন রেলস্টেশনে সবচেয়ে বেশি ফলের গাছ আছে?
উত্তরঃ ভানুগাছ
স্টেশন প্রাংগনে দাঁড়িয়ে যেসব ফলের গাছ দেখছিলাম
![]()
১। বেলগাছ (ফল ধরেছে)
২।কলাগাছ (ফল ধরেছে)
৩।পেয়ারা গাছ (ফল ধরেছে)
৪। জাম্বুরা গাছ (ফল ধরেছে)
৫।আম গাছ
৬।কাঠাল গাছ
৭।খেজুর গাছ
৮।লেবু গাছ
৯।কামরাংগা
এত ফলের গাছ কি বাংলাদেশের কোন রেলস্টেশনে আছে?
গত ২রা আগস্ট ভানুগাছ রেলস্টেশনে নামলাম। দেখলাম স্টেশনে সাজসাজ রব। কারন চীফহুইফ সাহেব আসবেন, আন্তঃনগর পারাবত ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন করবেন। এই দেশে এটাও একটা বিরাট কাজ আন্তঃনগর ট্রেন থামানো।
![]()
সেই পর্যন্ত অপেক্ষা না করে এগিয়ে চললাম রেললাইন ধরে শ্রীমংগলের দিকে।
![]()
বামে
![]()
ডানে
![]()
আসছে পারাবত।
![]()
আজ প্রথমবারের মত থামবে ভানুগাছ স্টেশনে।
আরেকটি প্রশ্ন
দেশের কোন দুই স্টেশনের মাঝের রেল পথ সবচেয়ে বেশি আঁকাবাঁকা?
উত্তর ঃ ভানুগাছ-শ্রীমংগল। প্রতি ১০০ থেকে ৫০০ মিটার পরপরই একটা বাঁক।
![]()
একবার ডানে যায় তো
![]()
একবার বামে।
সর্বশেষ প্রশ্নঃ-
![]()
![]()
কোন দেশের গ্যাসক্ষেত্র পুড়িয়ে দেয়ার পরও ক্ষতিপুরন দেয়া লাগে না?
উত্তরঃ বাংলাদেশ। বিদেসিরা আমাদের দুটি গ্যাসক্ষেত্র পুড়িয়েছিল। একটি এই মাগুরছড়া আরেকটা সুনামগঞ্জে।
সেসময় আগুনের তাপে এই রেললাইন গলে গিয়েছিল, কিছুদিন রেল যোগাযোগ বন্ধ ছিল। প্রায় ৮০ কিমি দূরে সিলেট শহর থেকেও আগুন দেখা গিয়েছিল ।
![]()
শ্রমজীবী মানুষ
![]()
লাউয়াছড়া
Hollywood এর Around the world in 80 days ছবির লাউয়াছড়া অংশের কিছু অংশ
http://www.youtube.com/watch?v=VasSVG7Z8HY
২য় পর্র্ব
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


