আজ বারবার মনে পরে যাচ্ছে, বুয়েট ভিসির পদত্যাগের আন্দোলনের কথা। প্রবল সে আন্দোলন মুখ থুবড়ে পরে সরকারি নেতাদের হস্তক্ষেপে। পর্দার আড়ালের খেলা ঘুরিয়ে দেয় বহু কিছু। আজ শাহবাগের মহাসমাবেশে যে সকল মুখ দেখা গেল, তাদের অনেকেই পরিচিত অরাজনৈতিক আওয়ামী লীগার, নাম বলার দরকার আছে কি? শাহবাগ চত্বরে এদের পদচারণ কিসের ইঙ্গিত দিচ্ছে? আর এদিকে ফখরুল আর মওদুদ কি বললেন আজ? জনগণের জয় হবেই? আরে ব্যাটা তোদের কি লাজ-লজ্জা নাই। দুইদিন আগে না তোরা জামাতিদের নৈতিক সমর্থন দিলি?
ভাই, আমরা কোথায় যাবো? লালন সঙ্গীতের লাইন মনে পরে গেল, "লালন সাইজি বিনয় করে, সিরাজ সাঁইয়ের পায়; স্বামী মারিলে লাথি, নালিশ করিব কোথায়?" আসলেইতো আমাদের দেশের গার্ডিয়ান এইসব এইসব রাজনৈতিক দল ও নেতারা। বেহায়া আর ধান্দাবাজদের খপ্পর থেকে কি মুক্তি নেই? আছে! শাহবাগ চত্বরের মতো গণজাগরণ।তাই, যুদ্ধপরাধিদের ফাঁসির আন্দোলনের ন্যায় কখনো কি রাজনৈতিক মুক্তির আন্দোলন হবে? যেখানে আমরা নতুন প্রজন্ম পাবো মুক্ত চিন্তার আধুনিক নেতৃত্ব, যারা আমাদের দেশটাকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে......
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯