মানুষের বিপদে জানোয়ার কিংবা পশুপাখি কখনো এগিয়ে আসার ক্ষমতা রাখেনা। কারণ, ওদের বিপদেও মানুষকেই এগিয়ে আসতে হয়।
আর সেজন্য-ই মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব।
কিন্তু আজ বৃষ্টি, জলাবদ্ধতা আর ভয়াবহ ফাঁরাক্কা বাঁধের অভিশাপে শুধুমাত্র পশুপাখি নয়, কাঁদছে মানুষও। বাংলাদেশের উত্তর বঙ্গে বন্যা কবলিত অসহায় মানুষগুলোর বোবা মুখের ভাষা আপনার/আমার পানে চেয়ে আছে। শুধুমাত্র খাওয়া দাওয়া আর ঘুমের যায়গা নয়, ওরা বেঁচে থাকার জন্য পা ফেলবার মত একটু ভূমির স্পর্শ পর্যন্ত পাচ্ছে না। ডুবে গেছে ঘরবাড়ী মরে যাচ্ছে গবাদি পশু। পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার উপায় হারিয়ে ফেলছে ওরা। এবারের বন্যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রলয়কারী সিডরের সময়ও এত হাহাকার দেখা দেয়নি। তাই আর দেরি না করে এখন-ই আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই।
সুতরাং, আপনি সরাসরি কিংবা যে কোন বিশ্বস্ত মাধ্যমেই দান করতে পারেন। তবে, মনে রাখবেন আপনার দান যেন অসহায় মানুষগুলোর হাতে গিয়ে পৌছে।