এক দেশে ছিল এক ম্যাজিশিয়ান। তার নাম ছিল ইমরান এইচ সরকার। তার ছিল একটা জাদুর চাদর। সে এই চাদর গলায় পেচায়া যা চাইত তাইই পাইত। সে চাইল সাঈদি রাজাকারের ফাঁসি, তামিল হয়ে গেল। আমরা বললাম 'আলহামদুলিল্লাহ!', কারন আমরাও তাই চাইতাম। সে বলল কাদের রাজাকারের ফাঁসি, তাহাও হইয়া গেল (প্রায়)। আমরা আবার বললাম 'আলহামদুলিল্লাহ!' কারন আমরাও তাই চাইতাম। তারপর কইল জামাত শিবির নিষিদ্ধ কর। আমরা আবার কইলাম আলহামদুলিল্লাহ! সে এবার কইল ব্লগার রাজিবের খুনিদের গ্রেপ্তার চাই ২ সপ্তার মধ্যে। তার আগেই কাজ হইয়া গেল। আমরা মুগ্ধ হইয়া গেলাম। অবশেষে জাতি তার কান্ডারিকে পেয়ে গেছে। তো দেশের এই নতুন সরকারের সাথে একদিন মায়াময় চেহারার এক শিশু দেখা করতে এল । শিশুটির নাম মেঘ। প্রায় এক বছর আগে তাঁর বাবা মা কে কে বা কাহারা নৃশংস ভাবে জবাই করেছিল, তাঁর চোখের সামনেই! সাহারা আন্টি তাঁকে কথা দিয়েছিল ৪৮ ঘন্টার মধ্যেই খুনীদের গ্রেপ্তার করা হবে। কিন্তু সাহারা আন্টি চলে গেল, আলমগীর আঙ্কেল(আঙ্কেল নাকি তাঁর বাবা মা কে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, সে অবশ্য ঠিক বোঝেনি) এল তারপরও বিচার দূরে থাক খুনিরা গ্রেপ্তার পর্যন্ত হলনা। তাই বেচারা ইমরান ভাইয়ার কাছে এসেছে বাবা মা হত্যার বিচার চাইতে। সে শুনেছে ইমরান ভাইয়া আর তাঁর অনুসারীরা যে দাবীই তুলে সেই দাবীই নাকি পুরন হয়ে যায়, তৎক্ষণাৎ!
মেঘঃ ইমরান ভাইয়া, তুমি একটু আমার হয়ে আমার মা বাবা হত্যার বিচার চাওনা। তোমাদের পেছনে তো সারা দেশ আছে, তুমি শুধু চাইলেই হবে!
ইমরানঃ খোকা, আমরা এখন ভূগোল পরীক্ষা দিচ্ছি। তুমি এখন সোশ্যাল সাইন্স পরীক্ষা দিতে বললে কেমনে হবে?
ঃ কিসের পরীক্ষা, বুঝলাম না ভাইয়া!
ঃ আরে এখন আমরা ৭১ এর গনহত্যার বিচার চাইতেছি। অন্যকারো হত্যার বিচার চাওয়া এখন সম্ভব না!
ঃ কিন্ত ভাইয়া, তোমরা তো রাজিব ভাইয়া হত্যার বিচার চেয়েও আল্টিমেটাম দিয়েছিলে।রাজিব ভাইয়া তো আর ১৯৭১ এ মারা যায় নাই?
ঃ অফ যা ছাগুর বাচ্চা! (বিড়বিড় করে)
ঃ কি বললা ভাইয়া?
ঃ বললাম তুমি কিউট বাচ্চা! তুমি বাচ্চা কাচ্চা। দেশের ছাগু গুলাই বুঝতেছেনা তুমি কি বুঝবা! কিন্তু তোমার হাতে কি ওটা?
ঃ ও! এটা একটা লিস্ট। আপনার সাথে দেখা করতে আসব জেনে বিশ্বজিতের মা এটা দিয়েছিল। পরে অনেকেই অনেক কিছু লিখে দিয়েছে। আপনি এটা রাখেন ভাইয়া, আপনার ভূগোল পরীক্ষা শেষ হলে এটা পড়েন।
লিস্টটা হাতে নিয়ে খুলল ইমরান।
১। বিশ্বজিত হ্ত্যার বিচার চাই
৩. শেয়ার বাজার ধ্বংস করে যারা লাখ লাখ মানুষকে পথে বসিয়েছে তাদের বিচার চাই
৪. হলমার্ক কলঙ্কের বিচার চাই
৫. পদ্মা সেতু দূর্নীতির বিচার চাই
৬. ডেস্টিনির অপকর্মের বিচার চাই
৬. আওয়ামীলীগেরদের লালিত রাজাকারদেরও বিচার চাই
৭. রেল কেলেংকারীর কালো বিড়ালের বিচার চাই
ঃ সব ছাগুর দল! (বিড়বিড় করে)
ঃ আচ্ছা ভাইয়া আপনাদের ভূগোল পরীক্ষা শেষ হবে কবে?
ঃ ইলেকশন নাগাদ! মানে এই ধর আর আট নয় মাস! তারপরই তোমার বাবা মা হত্যার বিচার চাইব। তুমি টেনশন নিয়োনা। বাসায় গিয়ে লেগোসেট দিয়ে খেলগে! জয় ভাইয়া...... থুরি.... জয় বাংলা!
মেঘ চলে এল। তার ছোট মাথায় একটা জটিল হিসাব কষার চেষ্টা করছে। ৪৮ ঘন্টা সমান যদি ৩৮৬ দিন হয়, তাহলে ৯ মাস সমান কত দিন হবে?
----------------------------------------------
দেও, এখন ছাগু বইলা দুইখান গালি দেও!
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:২৮