চাওয়া
০৪ ঠা মে, ২০১৮ ভোর ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সামু ব্লগে সেফ হয়ে
আসব কবে পাতাতে,
সারাক্ষণ চিন্তা করে
পিষ্ট হচ্ছি যাতাতে।
সামু মামুরা ঘুমিয়ে নাকি?
উঠবে কবে জেগে,
বেশি কিছু বললে পরে
মামুরা যাবে রেগে!
সেফ হবো কবে আমি
সেই আশাতে থাকি
অনেক কথা লিখে বলি
অনেক কথায় বাকি।
নেক নজরে পড়ব কবে-
কিভাবে পাবো সাড়া?
রাতের বেলা থাকা যায়না
সামু ব্লগ ছাড়া।
সামু ব্লগে কিছু করতে
ফেসবুক ছেড়ে এলাম,
পাঁচ মাস হতে চলল
কিইবা আমি পেলাম।
মনে বড় আশা নিয়ে
লিখলাম টিপ্পনী ছড়া
বুঝতে পারছিনা মডু প্যানেল
ঠান্ডা না অতি কড়া।
প্রথম পাতায় আমার জন্য
একটু জায়গা কি নাই?
ক্ষতি হবেনা এই অধমেরে
একটু দিলে ঠায়।
তারিখঃ ০৪/০৪/২০১৮ ইং
ছবিঃ গুগুল
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৮ ভোর ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ,
তুমি আছো বলেই মনে খেলছে সুখের ঢেউ।
তোমার দেখা পাইনা যেন মেঘ লুকানো চাঁদ
তুমি আছো বলেই মনে ভাংছে সুখের বাঁধ।
তুমি যেন গভীর রাতের শব্দহীন এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
shubh+r, ০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫০
সব ছুঁয়ে দেখেছি—
শিউলি ফুলের গন্ধ, শিশির ভেজা ঘাস,
নদীর ওপার থেকে ভেসে আসা গান,
সময়ের থালায় জমা পুরোনো স্বপ্ন,
ভুলে যাওয়া প্রতিশ্রুতির ছায়া।
তবুও বসে আছি—
বুকের মধ্যে এক পাহাড় আশা নিয়ে,
শুধু এক ফোঁটা বৃষ্টির... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
ম্যাডাম খালেদা জিয়া....
তিনি গৃহবধু থেকে রাজনীতিবিদ। আপোষহীন দেশনেত্রী! তার দেশ প্রেমিক সত্ত্বার কতটুকু আমরা জানি? একটি বিকৃতরুচীর বিরোধী দলের নেত্রীর কুৎসা শুনতে শুনতে জাতি প্রকৃত এক জননেত্রীর...
...বাকিটুকু পড়ুন জিয়াকে হত্যা করার সুযোগ করে দিয়েছিলো জিয়ার চয়েসের সেনাপ্রধান জে: এরশাদ ( পাকী ফেরত ); ১২ জন মুক্তিযোদ্ধা জেনারেলকে ডিংগায়ে জিয়া এই কাজ করেছিলো। জিয়া হত্যায় অংশ নেয়া...
...বাকিটুকু পড়ুন মানুষ সৌন্দর্যের পূজারী। তাই তো গান রচিত হয়েছে ‘ যদি সুন্দর একটা মুখ পাইতাম, সদরঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। ' বেগম খালেদা জিয়া জনপ্রিয় একজন নেত্রী। কিন্তু আমার ধারণা... ...বাকিটুকু পড়ুন