এনালগ ছাগল হইতে সাবধান
এখন বোধ করি আপনাদের মনে কৌতুহল হইতেছে কি কারনে আমি উহা দিগকে এনালগ ছাগল বলিলাম।
টেকটিউনস
নামে একটা সাইট আছে সেইটা আমরা অনেকেই জানি। অনেক টিউনারকে খুজলে আমাদের সামুতে পাওয়া যাবে। কিন্তু সেইখানে যে এনালগ ছাগল আছে তা বোধকরি অনেকেই জানেন না বা আপনাদের নিকট তাহাদের সেই রুপ প্রকাসিত হয় নাই।
আপনারা যারা সামুতে প্রকাশিত কম্পিউটার টিপস ও ট্রিক্স বিষয়ক লেখাগুলো পড়েন তারা বোধকরি আমার একটা লেখা পড়ে থাকবেন কিভাবে শেয়ার থেকে অতি সহজে ডাউনলোড করা যায় এই বিষয়ের উপর।
না পড়লেও কোন দোষ নাই।
লেখাটি এক সংগে আমার
সামু,
ব্লগস্পট,
কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স
সাইট তিনটি তে প্রকাশিত হয়। এবং সামু এর লেখাটি অনেকেই তাহাদের প্রিয়তে লইয়া গিয়াছেন।
উক্ত লেখাটি আমি টেকটিউনস এ পোষ্ট দিয়াছিলাম।
আর এনালগ ছাগলেরা উহাকে কপি পেষ্ট লেখা বলিয়া আমার লেখা মুছিয়া দিয়াছে।
কাজেই ভাই ও বোনেরা যাহারা টেকটিউনস এর সদস্য আছেন ও হবেন দয়া করিয়া কোন পোষ্ট মারিলে শুধুমাত্র টেকটিউনস এ মারিবেন জগতের অন্যকোথাও মারিলে আমার মত কপি পেষ্ট লেখক হইয়া যাইবেন।আফসুস
আর একটা কথা “অশিক্ষিত বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভাল”
“এনালগ ছাগলের চাইতে ছাগল না থাকা ভাল”