অনেক পরিশ্রম করে মে মাসের প্রায় ৪০টি গল্পের পিডিএফ সংস্করণ বের করলাম।মামুন রশিদের - সামহোয়্যারইন গল্প-সংকলনঃ মহিমান্বিত মে-১৩ । এই পোস্টের অবলম্বনে সেরা গল্পগুলি একটি ২ মেগাবাইটের ইবুক আকারে নিয়ে আসলাম ।
ইবুক প্রকাশের কথা-
এই পোষ্টটা সামহোয়্যারইন ব্লগে স্টিকি হতে দেখে- চিন্তা করলাম একটা পিডিএফ করলে কেমন হয়।যেই চিন্তা , সেই কাজ । শুরু করে দিলাম।কাজটা খুব সহজ না হলেও , একরকম প্রানের টানেই করে ফেললাম।অনেকসময় , হাতের কাছে ইন্টারনেট থাকে না।আবার ইন্টারনেট থাকলেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকি।গল্প পড়তে যে মন মানসিকতা দরকার , সেটাও মাঝে মাঝে থাকে না।কিন্তু ,একটি পিডিএফ হাতের কাছে থাকলে কোন সমস্যাই নেই।যেকোনো দিন , যেকোনো সুবিধাজনক সময়ে পড়া যাবে।এছাড়া হাতের কাছে , যখন সেরা সেরা গল্প একসাথে- তখন তো ভাল লাগবেই।অফলাইন হওয়াতে অনেক মানুষের হাতে নাগালে এটা চলে আসবে।
এছাড়া, অনেকে আছেন সামু ব্লগ চিনেন না।এমন শক্তিমান গল্পকার যে এখানে লেখেন তাও অনেকে জানেন না।এর ফলে , এই পিডিএফ বই তাদের হাতে পড়লে তারাও এক সময় ব্লগিং এর আলোকিত ভুবনে পা রাখতে পারবেন। ছোট গল্পকে যে পিডিএফ আকারে প্রকাশ করা হয় – সে ধারনা অনেককেই আরো চমৎকার চমৎকার গল্প লিখতে প্রেরণা যোগাবে।ইবুক সংস্করণ নিয়ে কোন সমস্যায় আমাকে জানাতে পারেন।
---------------মুহম্মদ ফজলুল করিম (১০/৬/২০১৩ )
ডিজিটাল ভার্সন নিয়ে কিছু কথা -
ফন্ট হিসেবে আদর্শলিপি ব্যবহার করেছি।
এছাড়া , সব জায়গায় ছবিও দিয়েছি ।
প্রতিটা গল্পের লিঙ্ক , এবং লেখকের লিঙ্ক - উল্লেখ করে দিয়েছি ।
এছাড়া , এটি ইউনিকোডভিত্তিক হওয়ায় সম্পূর্ণ প্রিন্টেবল (প্রিন্ট করাও যাবে)।কপিও করা যাবে।
পিডিএফ ক্রিয়েটর হিসেবে - মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করেছি।
পিডিএফ রিডার হিসেবে - সবচেয়ে সেরা ফক্সিট রিডাররিকমেন্ড করছি।কারণ , এটি এডোবি রিডার থেকে অনেকগুণ ফাস্ট এবং ফ্রিওয়্যার।
সর্বমোট ২৮১ পৃষ্ঠা (৭০ হাজার শব্দ) হওয়া সত্ত্বেও আয়তন খুবই ছোট - মাত্র ১.৯৫ মেগাবাইট। আয়তন ছোট হওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় -দেখে এটি মাথায় রাখা হয়েছিল।
_________________________________________________________________________________________________________
আপডেটঃ
কিছু কিছু প্রযুক্তিগত সমস্যা থাকায় - এই বইয়ের ২য় সংস্করণ বের করা হল।আশাকরি আর কোন সমস্যা থাকার কথা না।যদিও বা থাকে আমাকে জানাতে পারেন।লেখার বিন্যাস নিয়ে কয়েকজনের অভিযোগ থাকায় এই সংস্করণে , লেখাকে আরও সুন্দর ভাবে উপস্থাপন করেছি।
মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক - ২য় সংস্করণ ডাউনলোড করুন
______________________________________________________________________________________________________________
আপনাদের কাজে আসলেই এই ক্ষুদ্র প্রয়াসের সফলতা।