আমরা যেইসব সফটওয়্যার ব্যাবহার করি,তার অরজিনাল দাম শুনলে অনেকেই হার্ট অ্যাটাক করতে পারেন তাই,এই পোস্ট দুর্বল চিত্তের ব্যক্তিদের জন্য নহে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রথমেই আমাদের সবার প্রিয় উইন্ডোজ ৭ Ultimate (64 বিট)
শুধু মাত্র ১৮৫০০/= টেকা ।
আমরা এইসব দামি পন্য ডিভিডি আকারে বাজারে ঘাট হতে ৫০/৬০ টাকায় ক্রয় করে থাকি।
যারা কিনছেন তারা একটু দূরে গিয়া বসেন।আর, যারা কিনেন নাই তারা সাথে থাকেন।
এবার উইন্ডোজ ৭ প্রফেসনাল ৩২ বিট এবং ৬৪ বিট
দাম মাত্র ১১৫০০/= থেকে ১১২০০/= টাকা । দাম দেখছেন ...মনে হয় বিল গেটসরে ****
যাই হোক এবার আসেন...... উইন্ডোজ ৮ এ... নয়া জিনিস...। সবারই ইউজ করতে মন চায় ।তবে অবশ্যই ফ্রীতে।
বেশি না ।মাত্র ১১০০০/= থেকে ১৩০০০/= টাকা দাম।
ইহাও আমরা ৫০/৬০ টাকায় ক্রয় করিয়া থাকি।দোকানদার আমার বন্ধু মানুষ ,তাই ২৫/= টাকায় দিছে। উনি আমারে এই বলে আশ্বস্ত করেছিলেন যে "আমার কোনই লস হয়নাই" । মজাটা বুঝেন!! এরা, , পার ডিভিডি থেকে ৫০% এর উপর লাভ করে। যদি এরা উইন্ডোজ এর মালিক হইতো তাইলে যে কি হইতো।আল্লাহই জানে!!!
এইবার আসি মাইক্রোসফট অফিস এ>> মাইক্রোসফট অফিস 2010। প্রায় আমরা সবাই ইউজ করছি। এক্ষন অবশ্য মাইক্রোসফট অফিস 2013 ইউজ করি ।
প্রথমেই দামটা দেখেন!!!
মাত্র ৩০০০০/= টাকা।
হয়তো ,আর বলে দিতে হবে না . যে..... এটা আমরা কতো টাকা খরচ করে কিনি?ভাইডি , , ,আমার কম্পুর দামই তো এইডার কাছাকাছি.........এইডা কিনমু ক্যামনে!!!!!আর বুঝতে হবে """সব সম্ভবের দেশ বাংলাদেশ" তাই,এখানে এইডা ৩টা শুন্য কইমা দাম ৩০/=টাকা হইছে। আর যাদের হাইস্পিড ইন্টারনেট কানেকশন আছে তারা গুগল মামার সহায়তায় ৫ মিনিটে লিঙ্ক পাইয়া যায়।। আর্ টরেন্ট হইলে তো কোন কথাই নাই!!!!!
আচ্ছা, এইবার আসি অ্যান্টিভাইরাসের কথায়>>>>>>>>> ভাইরাস নিয়া কিছু কথা বলি>
-ভাইরাস কি?
ঊত্তরঃএকটি ক্ষতিকর প্রোগ্রাম?
-তাইলে এইসব প্রোগ্রামের নাম ডেঞ্জারাস প্রোগ্রাম বা সিরিয়াস প্রোগ্রাম জাতীয় কিছু হয়নাই কেন?এটার নাম বায়োলজির সহায়তায় নেয়া হল কেনো?
-এই ধরনের কিছুই না...এটার নাম ডেঞ্জারাস প্রোগ্রাম বা সিরিয়াস প্রোগ্রাম জাতীয়ই রাখা হয়েছে। ভাইরাস মানে হল> (Vital Information’s & Resources are Under Seize) সংক্ষেপে VIRUS ।মানে (প্রয়োজনীয় তথ্য ও সম্পদ বাজেয়াপ্ত)
এখন যৌক্তিক মনে হচ্ছে তো।
অ্যান্টিভাইরাসের
আচ্ছা,প্রথমেই ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস এ.........
এই অ্যান্টিভাইরাসের দাম ৬৭০/= আর ইন্টারনেট সিকিউরিটি ৯০০/= ।দাম খুব বেশি না। তয় ,এই বান্দা এত টাকা লস করার বান্দা না!(আসলে, এতো টাকা খরচ করতে মন চায় না)
আমি ট্রায়াল ভার্সন ডাউনলোড কইরা... keygen ডাউনলোডে বিশ্বাসী । এছাড়া , টরেন্ট আছে কি করতে?
এইবার নরটন>>
দাম কিঞ্চিত কম।ইহা,আমার সবচেয়ে প্রিয় অ্যান্টিভাইরাস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অসাধারন।আর , ক্যাসপারস্কির চেয়ে ক্র্যাক করা অনেক সহজ। কামে কাজেও অনেক ভালা পাই । তবে আমার মতে সিরিয়াস ভাইরাস এর ক্ষেত্রে "বিট ডিফেন্ডার " আর "ক্যাসপারস্কি" ই সেরা ।তবে সাধারন ইউজেস এর জন্য নরটনই সেরা ।
আর থাকে এ.ভি.জি ।আমার কাছে এইডারে একটা জলজ্যান্ত কৌতুক বলে মনে হয়। পুরাই আকাইম্মা একটা অ্যান্টিভাইরাস।
এইগুলা সবগুলোই ।বিডিস্টল থেকে নেয়া। স্ক্রীনশট গুলো কয়েকদিন আগে থেকেই নিয়ে রাখছিলাম।
--------------------------------------------------------------------
যাই হোক , আমরা এইগুলা প্রায় বিনাপয়সায় ইউজ করি। কিন্তু এটা কি করা উচিৎ? হয়ত্ আমার চেয়ে আপনারাই বেশি জানেন।
১৭টি মন্তব্য ১৭টি উত্তর
আলোচিত ব্লগ
গ্রামীন ব্যাংক কোথায় নিচ্ছে ‼️ নোবেল বিজয়ী ড.ইউনুস⁉️
সুযোগের অভাবে সততার পরিচয় দেওয়া এক প্রকার ভন্ড সুশীল এরা! গ্রামীন ব্যাংক নিয়ে তার নতুন চক্রান্ত শুরু করে দিয়েছেন।অর্থনীতির সংস্কার করতে গিয়ে আইএমএফের প্রেসক্রিপশন প্রয়োগ করা হচ্ছে ।... ...বাকিটুকু পড়ুন
ইসলাম কোন কোন ক্ষেত্রে গীবত অনুমোদন দিয়েছে
গীবত বা কারো অনুপস্থিতিতে তার নামে বদনাম করা ইসলামে অত্যন্ত গুরুতর অপরাধ। কোরানে যে সকল গুনাহর কথা উল্লেখ করে তার পরিণাম সম্পর্কে সতর্ক করা হয়েছে এটি তার একটি।
আল্লাহ বলেন,"হে... ...বাকিটুকু পড়ুন
প্রিয় বন্ধু
রাস্তায় বাহারি গাড়ি,
গাছে গাছে পাতা মরে
তুষার হয়ে ঝুলছে,
ফুটপাতে একটা দু’টো মানুষ,
প্রতিদিনই আমার ডাকবাক্স ভরে দেয় কানাডা পোষ্ট,
যতোটুকু চোখ যায়
চোখ ফিরে আসে সাদা তুষার নিয়ে।
আহারে রিকশা,
আহারে মানুষের মেলা,
অনেক দিন... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরব এখন উন্নত দেশের কাতারে পৌঁছে গিয়েছে
মক্কা আর মদীনায় ১০ দিন কাটিয়ে হাইল শহরে যাচ্ছি। আমার ছোট ভাই এই শহরের একটি হাস্পাতালের ডাক্তার। এখানে কয়েক দিন কাটিয়ে দেশে ফিরবো, সে রকমই ইচ্ছা। আমার পিতা-মাতার... ...বাকিটুকু পড়ুন
আমার সৌদী দেখা ও ব্লগার সত্যপথিক শাইয়্যানের ওমরা হজ্ব
আমি ৩ বছর আগে সৌদী আরব গিয়েছিলাম প্রয়োজনে, ৫ দিন ছিলাম; আমার যা দেখার আমি দেখেছি; আমি ওমরাহ কিংবা হজ্বে উৎসাহী মানুষ নই। এখন আমাদের ব্লগার... ...বাকিটুকু পড়ুন