somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবুল খায়েরের দুধ, বাংলানিউজের দস্যুতা : একটি সংবাদ গুম হয়ে যাওয়ার গল্প

২১ শে মে, ২০১২ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বসুন্ধরা গ্রুপের অনলাইন বার্তা সংস্থা বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কম গতকাল একটি খবর প্রকাশ করে। শিরোনাম 'দুধ বেচতে ‘আইনস্টাইন’ প্রতারণা'। আবুল খায়ের গ্রুপের মার্কস ব্রান্ডের গুঁড়োদুধ নিয়ে ঘরোয়া 'অনুসন্ধানী' প্রতিবেদন সেটি। বিস্ময় জাগে মনে—যে বাংলানিউজের শীর্ষদেশে গত অন্তত এক বছর ধরে আবুল খায়ের বিজ্ঞাপন ঝুলছে, তাদের বিরুদ্ধেই আলমগীর হোসেন সম্পাদিত বাংলানিউজ হঠাৎ কেন অনুসন্ধানী হয়ে উঠল? বাংলানিউজের হোমপেজে একটু চোখ বুলোতেই লক্ষ্য করলাম, আবুল খায়েরের সেই বিজ্ঞাপন আর নেই। ওয়েব আর্কাইভ ঘেটে দেখলাম, গত ১২ মেতেও আবুল খায়েরের বিজ্ঞাপন আলোকিত করছিল বাংলানিউজের পশ্চাৎদেশখানি। এখন তার বদলে ঠিক ওই স্থানে 'স্পেস ফর অ্যাডভার্টাইজমেন্ট' লেখা এক হৃদয়বিদারক আর্তি ঝুলছে দুটি মোবাইল নম্বরসহ।
সংযুক্তি : আবুল খায়েরের বিজ্ঞাপনযুক্ত বাংলানিউজের হোমপেজ (ওয়েব আর্কাইভে)

বাইরে এক, ভেতরে অন্য
গুম হওয়া সেই সংবাদটি আমার চোখে পড়ে গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে। রাত নয়টার দিকেও সেটি লিড আইটেম হিসেবেই ছিল বাংলানিউজের হোমপেজে। রাত ১১টার দিকে দেখি সেই সংবাদ আর কোথাও নেই! ব্রাউজারে সেইভ করা লিংকে ক্লিক করলে দেখাচ্ছে আরেকটি সংবাদ। গুগল সার্চ থেকে ক্লিক করলেও সেই একই কাণ্ড। শিরোনাম এক, কিন্তু ভেতরে আরেক খবর!

অনলাইনে কিছুই গুম করা যায় না
ইলিয়াস আলী গুমের ক্লু না থাকতে পারে, কিন্তু অনলাইনে কোনো না কোনো ক্লু থাকবেই। আবুল খায়ের গ্রুপের লাল সংকেতে বিজ্ঞাপন বন্ধ হলে 'অনুসন্ধানী নিউজ', আবার সবুজ সংকেতে সেই নিউজ গুম—ধামাচাপা দেওয়ার এই কাজটি অনলাইনে একটু কঠিনই। গুগলবট সেখানে সদাজাগ্রত। সার্চ করলে এখনো পাবেন গুম হওয়া সেই নিউজের শিরোনাম, সঙ্গে স্ক্রিনশট
এমনিতে অনলাইনে নির্বিচার কপি-পেস্ট জলবৎ তরল ব্যাপার। অন্যায় যদিও, তবু এর সুবাদেই আরেকটি অনলাইন নিউজ সাইটে পাওয়া গেল সেই সংবাদের অবিকল প্রতিলিপি

অনলাইনে অপসাংবাদিকতা
‌‌'‌নিউজ করছি-করবো' হুমকি দিয়ে অর্থকড়ি হাতিয়ে নেওয়া মফস্বলে তো বটেই, এমনকি এই ঢাকায়ও পরিচিত দৃশ্য ইদানিং। বেশিরভাগ ক্ষেত্রেই সেসব ঘটে লোকচক্ষুর অন্তরালে। কিন্তু বাংলানিউজ এবার একেবারে খোলা অনলাইনেই সেই কাজটি সম্পন্ন করলো। তাতে অপসাংবাদিকতার ইতিহাসে প্রধান সম্পাদক আলমগীর হোসেনের স্থানটি মোটামুটি পাকা হয়ে গেল। তবু নগদ নারায়ণে কাজ হলে তো ভালোই, নইলে নিশ্চয়ই আবারও বিজ্ঞাপন দিয়ে বাংলানিউজের অর্থকষ্ট দূর করতে এগিয়ে আসবে আবুল খায়ের গ্রুপ—এ প্রত্যাশা আমাদের সকলের!

যেমন ছিল গুম হওয়া সেই সংবাদটি
দুধ বেচতে ‘আইনস্টাইন’ প্রতারণা
আধুনিক পদার্থবিজ্ঞানের জনক অ্যালবার্ট আইনস্টাইনের নাম ও ছবি নিয়ে আধুনিক প্রতারণায় নেমেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। আইনস্টাইনের ছবি ব্যবহার করে প্রতিষ্ঠানটি ‘মার্কস অ্যাকটিভ স্কুল’ গুড়ো দুধের বিজ্ঞাপন তৈরি করে ব্যাপক প্রচার চালাচ্ছে। বিজ্ঞাপনটিতে বলা হচ্ছে, আইনস্টাইনের ছেলেবেলায় হেলথ ড্রিংক উদ্ভাবনই হয়নি। সে সময় নির্ভেজাল প্রাকৃতিক খাবার ছিল; এসবের একটিহচ্ছে গরুর খাঁটি দুধ। কৃত্রিম বা আর্টিফিসিয়াল হেলথ ড্রিংকস কখনই দুধের বিকল্প নয়।
আইনস্টাইনের মত একজন জগ‍ৎখ্যাত বিজ্ঞানীকে এভাবে অযৌক্তিকভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে ব্যবহার করাটা অনৈতিক ও অরুচিকর; এ নিয়ে সচেতন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বাংলাদেশের মত অধিক জনবহুল দেশে এভাবে জগৎখ্যাত একজন বিজ্ঞানীর ছবি ব্যবহার করে এ ধরণের বিজ্ঞাপন প্রচার— সোজাকথায় বৃহৎ ভোক্তা শ্রেণীকে প্রতারণার নামান্তর বলে মনে করছেন তারা। বিজ্ঞাপনে আরও বলা হয়েছে, এখন খাঁটি তরল দুধ দুর্লভ। আর যা পাওয়া যায় তার থেকে অনেক প্রাকৃতিক উপাদান কেড়ে নেয়া হয়েছে। কিন্তু এই উক্তির সঙ্গে বাস্তবের অনেকাংশের মিল খুঁজে পাওয়া যায়নি।
রাজধানীসহ দেশের প্রায় প্রধান সব জায়গায় এখনো গরুর খাঁটি তরল দুধ পাওয়া যাচ্ছে। দেশের বেশ কয়েকটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান এই খাঁটি তরল দুধ উৎপাদনকারী থেকে নিয়ে ভোক্তা পর্যন্ত সংগ্রহ ও সরবরাহে নিয়োজিত। বিজ্ঞাপনে তরল দুধ থেকে প্রাকৃতিক উপাদান কেড়ে নেয়া হচ্ছে বলে মার্কস দাবি করেছে। অপরদিকে বিশেষজ্ঞরা বলছেন, গুড়ো দুধ তৈরির ক্ষেত্রে দুধের প্রধান প্রধান প্রাকৃতিক উপদানগুলো একেবারেই নষ্ট হয়ে যায় এবং এই ধরণের উপাদানগুলো নষ্ট হয়ে যাওয়ায় তা কোনই কাজে আসে না। শিশুদের বিকাশে দুধের প্রাকৃতিক পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্টই যথেষ্ট বলে বিজ্ঞাপনে অভিজ্ঞ ডাক্তারের মত পরামর্শ দিয়েছে মার্কস। কিন্তু গণমাধ্যমে এধরণের প্রতারণামূলক প্রচার প্রকাশনা আইনবিরোধী বলেও মন্তব্য করেছেন অনেকে।
প্রসঙ্গত, মার্কস গুড়ো দুধে একাধিকবার মেলামিনের মতো বিষাক্ত রাসায়ানিক উপাদান মেশানোর অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, মার্কস গুড়ো দুধের অধিকাংশ প্যাকেটের গায়ে বাজার মূল্য লেখা নেই বলেও বিভিন্ন সময় অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে মার্কস গুড়োদুধ বিপণনকারী ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, মার্কসের অধিকাংশ দুধের প্যাকেটের গায়েই বাজার মূল্য লেখা থাকে না। আমাদের পক্ষেও ওই ধরণের প্যাকেটে বাজার মূল্য লেখা সম্ভব হয় না। একারণে প্রায়ই ক্রেতাদের সামনে আমাদের বেকায়দায় পড়তে হয়। এ কারণে জরিমানাও গুনতে হয় ভ্রাম্যমাণ আদালতের কাছে।
দেশের অন্যতম বৃহৎ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশে গুড়ো দুধ সংকট সৃষ্টিরও অভিযোগ রয়েছে। এই সংকট সৃষ্টি করে প্রায়ই কোনো ধরণের নোটিস ছাড়াই মার্কস তাদের গুড়ো দুধের দাম ১০-২০ টাকা বাড়িয়ে দিচ্ছে বলে ক্রেতা-ব্যবসায়ীরা জানান। এদিকে মার্কসের বিজ্ঞাপনে দেওয়া বক্তব্য অনুযায়ী বাজারে তরল দুধ দুর্লভ, আর যা পাওয়া যায় তা থেকে প্রাকৃতিক উপাদান কেড়ে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মু. হাসিবুর রহমান বাংলানিউজকে বলেন, এক অর্থে গরুর দুধ তো আসলে গরুর বাছুরের জন্য, এটা মানুষের জন্য নয়। এটাকে মানুষের পানের উপযোগী করতে হলে দু’টি কৌশলের মাধ্যমে প্রক্রিয়াজাত করতে হয়। প্রক্রিয়া দু’টির প্রথমটি হলো পাস্তুরাইজ করে ক্ষতিকারক ব্যাকটেরিয়ামুক্ত করা আর দ্বিতীয়টি হলো দুধ থেকে ফ্যাট (চর্বি) কমানো। তিনি আরও বলেন, দুধ যদি ফুলক্রীম হয় তাহলে এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তবে কিছুটা মাখন তুলে নেওয়া হলে তা মানুষের জন্য উপযোগী।
এভাবেই প্রক্রিয়াজাত করেই দেশের প্রধান দুগ্ধ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বাজারে গরুর দুধ বিপণন করে থাকে। অর্থাৎ গুড়ো ও তরল দুধ সম্পর্কে মার্কসের বায়বীয় দাবি একেবারেই অযৌক্তিক।
আবুল খায়ের গ্রুপের মত আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে এরকম প্রতারণা করে ব্যবসা করছে। এনিয়ে বাংলানিউজের অনুসন্ধান চলছে। শিগগিরই আরো নতুন নতুন তথ্য পাঠকদের জানানো হবে।

ফুটনোট
অনলাইনে লেজ লুকোনো আসলেই কঠিন!

প্রাসঙ্গিক
সাংবাদিকতা না নোংরামী?
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১২ রাত ২:১৬
২৬৮১ বার পঠিত ২৬
৪১টি মন্তব্য ১৩টি উত্তর

১. ২১ শে মে, ২০১২ বিকাল ৩:৫৬

ইমানুয়েল বলেছেন: motichur rahman er posha ghetu fivada ke motikonthe chakuri deya houk.

২১ শে মে, ২০১২ বিকাল ৪:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ। এই প্রতিযোগিতামূলক বাজারে চাকরি পাওয়া নিঃসন্দেহে সুখবর। আর বাংলা শেখার জন্য এই সাইটটি হয়তো আপনার উপকারে আসতে পারে।

২. ২১ শে মে, ২০১২ বিকাল ৪:০০

~মাইনাচ~ বলেছেন: হ

২১ শে মে, ২০১২ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: হুমম!

৩. ২১ শে মে, ২০১২ বিকাল ৪:০৬

মাস্টার বলেছেন: ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড অনলাইন :D :D

২১ শে মে, ২০১২ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: আসলেই। এটা আরো এক দফা প্রমাণিত হল।

৪. ২১ শে মে, ২০১২ বিকাল ৪:১১

মদন বলেছেন: বিজ্ঞাপনটা মজার

২১ শে মে, ২০১২ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: হ্যাঁ, ক্রিয়েটিভ।

৫. ২১ শে মে, ২০১২ বিকাল ৪:১৪

এই আমি রবীন বলেছেন: well done, bro!!!

+++

২১ শে মে, ২০১২ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: thanks.

৬. ২১ শে মে, ২০১২ বিকাল ৪:২১

অণুজীব বলেছেন: হুম।

২১ শে মে, ২০১২ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: হুম নাকি হুর ( াইরা)?

৭. ২১ শে মে, ২০১২ বিকাল ৪:২৬

গাধা মানব বলেছেন: হুম

২১ শে মে, ২০১২ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: হ্যাঁ।

৮. ২১ শে মে, ২০১২ বিকাল ৪:২৭

ঘুমন্ত আমি বলেছেন: টাকাই সব !

২১ শে মে, ২০১২ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: নগদ নারায়ণের ওপরে আর কিছু নাই।

৯. ২১ শে মে, ২০১২ বিকাল ৪:৪১

প িথক বলেছেন: অনলাইনে লেজ লুকোনো আসলেই কঠিন! কথা সত্য।

২১ শে মে, ২০১২ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: কোথাও না কোথাও ধরা পড়বেই।

১০. ২১ শে মে, ২০১২ বিকাল ৪:৪৬

শ।মসীর বলেছেন: টাকায় কি না হয় !!!

একসময় প্রথম আলো ভরা থাকত বসুন্ধারার বিজ্ঞাপনে...........

আর এখন সাপে নেউলে সম্পর্ক ।

২১ শে মে, ২০১২ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: এমন নয় যে, বসুন্ধরার বিজ্ঞাপন না পেয়ে শত্রুতাবশত সংবাদ প্রকাশ করে প্রথম আলো। প্রথমত বিজ্ঞাপন থেকে প্রথম আলোর যে আয়, বাংলাদেশের বাস্তবতায় সেটা অকল্পনীয়। বসুন্ধরা শুধু নয়, এরকম আরো দশটি বড়ো প্রতিষ্ঠান একযোগে বিজ্ঞাপন বন্ধ করে দিলেও আয়ে তেমন কোনো ঘাটতি পড়ার কথা নয়। বিজ্ঞাপন বিষয়ে প্রথম আলোর একটি কঠোর নীতিমালা আছে। যেমন: কোটি টাকা মূল্যমানের বিজ্ঞাপন হলেও রাজউক অনুমোদিত নয়, এমন কোনো আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রথম আলো প্রকাশ করে না।



ধন্যবাদ।

১১. ২১ শে মে, ২০১২ বিকাল ৪:৪৭

প্রকৌশলী আতিক বলেছেন: এখন খাঁটি তরল দুধ দুর্লভ। আর যা পাওয়া যায় তার থেকে অনেক প্রাকৃতিক উপাদান কেড়ে নেয়া হয়েছে। ১০০% সত্য।



এটা গুড়ো দুধ তৈরীতেও সত্য।



অপরদিকে বিশেষজ্ঞরা বলছেন, গুড়ো দুধ তৈরির ক্ষেত্রে দুধের প্রধান প্রধান প্রাকৃতিক উপদানগুলো একেবারেই নষ্ট হয়ে যায় এবং এই ধরণের উপাদানগুলো নষ্ট হয়ে যাওয়ায় তা কোনই কাজে আসে না।

এই বিশেষজ্ঞকে থাবড়াইতে ইচ্ছা করতেছে। ছাগল একটা। দুধ এর "দ" ও বুঝেনা।



প্রসঙ্গত, মার্কস গুড়ো দুধে একাধিকবার মেলামিনের মতো বিষাক্ত রাসায়ানিক উপাদান মেশানোর অভিযোগ উঠেছিল।

খাদ্যে মেলামাইন থাকা মানেই বিষক্রিয়া নয়। এর নির্দিস্ট মাত্রা রয়েছে। এটা অতিক্রম করলেই ব্যাড ইফেক্ট হবে।

চায়নাতে থ্রি ডিয়ারস মিল্ক সবচাইতে জনপ্রিয় ছিল। বাট ওরা নিজেরা এই কাজ করেনাই। যারা ওদেরকে দুধ সাপ্লাই দিত ওটা তাদের কারসাজি ছিল। সাপ্লাইয়ারের ফাসি সহ থ্রি ডিয়ারসের মালিক, জিএম, ......ওদের ২০ বছরের জেল এবং মোটা অংকের জরিমানা হয় (এমাউন্ট মনে নাই)।

২১ শে মে, ২০১২ বিকাল ৫:১০

লেখক বলেছেন: বলাবাহূল্য, ওই বিশেষজ্ঞরা বাংলানিউজে কর্মরত এসএসসি পাস বিশেষজ্ঞ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা হল আপনার মন্তব্য থেকে। ধন্যবাদ।

১২. ২১ শে মে, ২০১২ বিকাল ৪:৫১

নোবিতা রিফু বলেছেন: আইনস্টাইন ছোটবেলায় কি খাইত আর কি না খাইত ওরা কি গিয়া দেইখা আইছে...? ;)

২১ শে মে, ২০১২ বিকাল ৫:১১

লেখক বলেছেন: ব্যাপারটা তবু আইনস্টাইন হলে একটা কথা থাকতো, কিন্তু এটা পুরোটাই নগদ নারায়ণ কিংবা বিজ্ঞাপন আদায়ের খেলা।

১৩. ২১ শে মে, ২০১২ বিকাল ৪:৫১

অতন্দ্র তওসিফ বলেছেন: আমিও গতকালকে পড়েছিলাম নিউজটা। এখন তো দেখি শেয়ার বাজারের নিউজ হয়ে গিয়েছে! নগদ নারায়ণের সামনে সাংবাদিকতার নীতি বিক্রয় হচ্ছে এখন প্রকাশ্যেই। ভাল ধরেছেন, অনলাইনে ল্যাঞ্জা লুকানো আসলেই ভেরি মাচ ডিফিকাল্ট।





------------------------------------------------------------------------------------



একজন মা'কে বাঁচাতে এগিয়ে আসুন

২১ শে মে, ২০১২ বিকাল ৫:১২

লেখক বলেছেন: সেটাই। ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড অনলাইন! ;)

১৪. ২১ শে মে, ২০১২ বিকাল ৫:১৮

মুহসিন বলেছেন: ভাইজান কি প্রথম আলোর সাংবাদিক?

১৫. ২১ শে মে, ২০১২ বিকাল ৫:২২

লাল চাঁন বলেছেন: আজ দেখলাম আবুল খায়ের এর ব্র্যান্ড ডিরেক্টর নওশাদ সাহেবকে নিয়ে আজেবাজে রিপোর্ট

১৬. ২১ শে মে, ২০১২ বিকাল ৫:৩০

মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: হা হা হা। মজা পেলাম।



এই বিজ্ঞাপনটা আমি প্রথম আলোতেও দেখেছি। এই ধরণের বিজ্ঞাপন প্রচারের ব্যাপারে প্রথম আলোর অবস্থান কি? আমি বলতে চাচ্ছি- তাদের বিজ্ঞাপনে রেফারেন্স ছাড়াই তাদের প্রোডাকেত অনেক গুণগান গাইলো। এইসব বিজ্ঞাপনের ব্যাপারে প্রথম আলোর অবস্থান কি?



১৭. ২১ শে মে, ২০১২ বিকাল ৫:৩১

নাহিয়ান বিন হোসেন বলেছেন: খিক খিক! এইভাবে ধরায় দিলেন!





দৈনিক খালের গন্ধ থেকে শুরু করে একটি বিশেষ গ্রুপের মালিকানাধীন যে সকল অনলাইন, প্রিন্ট মিডিয়া আছে এরা প্রত্যেকে ভণ্ডামি আর নৈতিকতাহীন সাংবাদিকতার ক্ষেত্রে রীতিমত রেকর্ড গড়তে উঠেপড়ে লেগেছে!

১৮. ২১ শে মে, ২০১২ বিকাল ৫:৩৭

ক্ষুধিত পাষাণ বলেছেন: হেব্বী মজারতো! "ফোটায় ফোটায় বিশুদ্ধতা"; "গরু মার্কা ঢেউ টিন"; "খাটি টিনের দূধ" আর "বাংলা নিউজ" সমান্তরাল চলছে :)

১৯. ২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৩১

আবু মোশাররফ রাসেল বলেছেন: আপনি আবার আবুল খায়েরের পেছনে লাগলেন কী-না? কোন বিজ্ঞাপন লাগবে নিশ্চয়? সামুতে একটা বিজ্ঞাপন দিলে আপনার লিখাটাও গায়েব হয়ে যাবে ব্লগ থেকে। বিজ্ঞাপনের এমন গুণ। দুনিয়াটা বিজ্ঞাপনময়, বিজ্ঞাপনের রঙ্গ!!!!!



আর রঙ্গ ভরা এই বঙ্গ!!

২০. ২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৪২

কাউসার রুশো বলেছেন: অনলাইনে লেজ লুকোনো আসলেই কঠিন!

২১. ২১ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫১

সোজা সাপটা বলেছেন: বিজ্গাপনের লোভে গ্রামীন ফোন এর একটা নেগেটিভ নিউজ প্রথম আলো, মানবজমিন স হ আরো অনেক পত্রিকা দেইনি শুনেছিলাম। যদি এই ভাবে চলতে থাকে তাহলে জাতী আসল খবর কখনই পাবেনা।





আমি বাংলা নিউজের আবুল খায়েরের দুধ বিষয়ক এই বিজ্গাপনের কাহিনি জেনে খুব বেশি অবাক হইনি বরং মিডিয়ার বর্তমান বানিজ্যিকি করনের আসল রুপটা দেখে মজা পাচ্ছি।







যা দিন পড়েছে লেজ লুকোনো আসলেই কঠিন!

২২. ২১ শে মে, ২০১২ রাত ৮:০৭

অদীত বলেছেন: ভাল লিখেছেন।

২৩. ২১ শে মে, ২০১২ রাত ৮:১০

বাদ দেন বলেছেন: প্রথম আলোর ত এগুলো ডেইলী রুটিন

২৪. ২১ শে মে, ২০১২ রাত ৮:১৩

রাহী আবদুল্লাহ বলেছেন: "আবুল খায়েরের দুধ" -বড়ই শরমিন্দায় ফালাইলেন :)

২৫. ২১ শে মে, ২০১২ রাত ৯:৪২

সায়েম মুন বলেছেন: আবাসোস! আইনষ্টাইন ফুলমার্কস গুড়ো দুধ খেয়ে যেতে পারেননি B-))

২৬. ২১ শে মে, ২০১২ রাত ১১:১২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমার তো অ্যাড টা ভালো লাগলো। ক্রিয়েটিভ!

২৭. ২২ শে মে, ২০১২ রাত ১:০৬

২৮. ২২ শে মে, ২০১২ রাত ১:৫৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: এড টা দেখেই মেজাজ খারাপ হইছিলো।

পরে ভাবলাম, নিজে অকাজের বলেই হয়তো সৃষ্টিশীলতা বুঝিনা :)

২৯. ২২ শে মে, ২০১২ রাত ৩:৩৯

মোঃমোজাম হক বলেছেন: আবুল খায়েরের দুধ?

চাইলে খাটি উটের দুধ রফতানি করবো :P

৩০. ২২ শে মে, ২০১২ রাত ৮:৫৮

আমি তুমি আমরা বলেছেন: খিক খিক! এইভাবে ধরায় দিলেন!

৩১. ২২ শে মে, ২০১২ রাত ৯:০১

মুক্তির মিছিল বলেছেন: আবুলের দূধ নাকি আবুলের কোম্পানীর দূধ?

৩২. ২৩ শে মে, ২০১২ সকাল ১০:৩৬

একজন ঘূণপোকা বলেছেন: অনলাইনে লেজ লুকোনো আসলেই কঠিন!

৩৩. ২৪ শে মে, ২০১২ রাত ১:০৪

৩৪. ২৪ শে মে, ২০১২ ভোর ৫:২৯

আরজু পনি বলেছেন:



১ নং মন্তব্যের জবাবের লিংকটা :-B :-B =p~ =p~

৩৫. ২৪ শে মে, ২০১২ ভোর ৫:৩০

আরজু পনি বলেছেন:



:-B :-B :P :P =p~ =p~

৩৬. ০২ রা জুন, ২০১২ ভোর ৬:১৭

মিস্টিক ফিউচার বলেছেন: ১নং কমেন্টের জবাবের লিঙ্কটা সিরাম হইছে B-) B-) B-) B-) B-)

তয় ভাই, এই বিজ্ঞাপন মনে হয় প্রথম আলোতেও দেখছি। এর জবাব কি দিবেন?

৩৭. ১৪ ই জুন, ২০১২ রাত ১১:০৫

সুখী পাগলা বলেছেন: ভাল

৩৮. ০৬ ই জুলাই, ২০১২ রাত ১:৪৬

এস এম নাদিম মাহমুদ বলেছেন: ভাই কাউকে ব্লেম দিতে চাই না্।



তবে এরা যে সাংবাদিকতার নামে অপ সাংবাদিক তৈরি করছে তাতে কোন সন্দেহ নেই।



আমি আজ রুয়েটের একটা নিউজ করলাম,,,,যেখানে আমার ওই নিউজের জন্য আমার মিডিয়া হাউজ(দেশের প্রথম অনলাইন পত্রিকা) থেকে বারবার তথ্যে নিয়ে জাচাই করছে আবার অভিযুক্ত ব্যক্তিদের মন্তব্য গ্রহণ করেতে হয়েছে তাতে সেটা বিশ্বাসযোগ্য না হয়ে পারে না। নিউজ সেন্ট করার ওপ্রায় ২ ঘন্টা পর আপলোড হলো।



অন্যদিকে আমারই কলিগ যে বাংলায় কাজ করে শুধু নিউজ দিয়ে দিল আর কয়েক মিনিটে আপলোড



আমি জানি আমাদের তথ্যে বিভ্রাট কতটা নিরপেক্ষাতা এনে দেয়। তবে ব্যক্তি স্বার্থ ত্যাগ করে নিরপেক্ষতা বজায় রাখা উচিত

৩৯. ২৭ শে জুলাই, ২০১২ রাত ১:২৬

বরফ শীতল বলেছেন: আরেকটা জিনিস চোখে পড়ল । সম্ভত রুহ আফজাকেও পটায় ফেলছে ।

এখানে রুহ আফজার খবরটা

আর এখন তাদের এড ঝুলতেছে ।



৪০. ২৭ শে জুলাই, ২০১২ রাত ১:৩৫

বরফ শীতল বলেছেন: তবে এটাও ঠিক তারা আসলেই কতগুলো ভাল রিপোর্ট করছে । তবে মোটিভ নিয়ে সন্দেহ থেকেই যায় ।

৪১. ১০ ই নভেম্বর, ২০১২ রাত ২:৪৫

রাজুবিডি বলেছেন: কর্পোরেট জার্নালিজম সাংবাদিকদের আর্থিক সচ্ছলতা দিয়েছে একথা যতটুকু সত্য তেমনি নৈতিকতার দিক থেকে পতিতাদের চেয়েও খারাপ অবস্থানে নামিয়ে দিয়েছে। বসুন্ধারার পত্রিকাগুলোতে সাংবাদিকরা একপ্রকার জিম্মি হয়েই আছে। কারন একদিকে তাদেরকে প্রতিদিন সোবাহান সাহেবের সার্থসংস্লিস্ট নিউজ করতে হয়, তাই এই পত্রিকাগুলো থেকে কোম্পানির লাভ আশা করতে পারেনা। কিন্তু বসুন্ধরা লাভ ও চায় আবার পত্রিকা দিয়ে নিজেদের ক্ষিস্তি ও প্রকাশ করবে। বাধ্য হয়েই বিজ্ঞাপনের জন্য সাংবাদিকরা দস্যুতায় নেমেছে। আর প্রপাগন্ডা নিউজগুলোর(রাজউক এর বিরুদ্ধে, প্রথম আলো বিষেধাগার) সমন্নয় সাধন করেন বসুন্ধরার প্রেস সচিব আবুতৈয়ব, ইস্টওয়েস্ট মিডিয়া'র কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকতা ;) । এই পত্রিকাগুলোতে এডিটর হল নিধিরাম সর্দার।

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গিটারে একটা ইন্সট্রুমেন্টাল বানালাম

লিখেছেন আরাফাত৫২৯, ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ২:২৩

বাহিরে খুব ঠান্ডা ছিল আজকে। বরফ পড়ছিল। তাই ফায়ারপ্লেসের সামনে বসে বসে গিটার বাজাই।

যথারীতি এইটা পুরা সুর না, মাঝখান থেকে বাজাইছি। বেসিক্যালি অর্নব ভাইয়ের সে যে বসে আছে - এর... ...বাকিটুকু পড়ুন

সামুর নতুন মডারেটরদের কাজ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:১৫

সামুতে মডারেটররা ভালো কিছু উপহার দিতে পারছেন কি? তারা কি যোগ্যতাবলে এই পদপ্রাপ্ত হোন? আমার কাছে প্রশ্নগুলো বেশ ধোয়াশা পূর্ণ। কাভা ভাই থাকা কালে আমি এই ধরনের প্রশ্ন করি নাই।... ...বাকিটুকু পড়ুন

পুরস্কার কোনও সৃষ্টির মানদন্ড হওয়া উচিত.......

লিখেছেন জুল ভার্ন, ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৭

'পুরস্কার' কি কখনও কোনও সৃষ্টির মানদন্ড হওয়া উচিত?
অথচ হয়, সেটাই হয় প্রতিনিয়ত।

আমাদের প্রতিবেশী একটি মেয়ে একেবারেই সাধারণ ছবি আঁকে। মেয়েটির বাবা রাস্ট্রের একজন বিখ্যাত আমলা। ওদের গোটা বাড়িতে... ...বাকিটুকু পড়ুন

সামুর ডার্ক ন্যাচার প্রতিযোগিতা!

লিখেছেন শূন্য সারমর্ম, ১০ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩








মানুষের ডার্ক ন্যাচার সমূহ নিয়ে পর্বাকারে পোস্ট দিতেন ব্লগার মি.বিকেল,অনেকেই পড়তেন ;কমেন্ট করতেন। কমেন্ট যারা করতেন তারা নিজেদের ভেতরে এসব খুজে বের করে, রিয়েলাইজ করে কমেন্ট করতো না;করতো অন্য কিছু।... ...বাকিটুকু পড়ুন

সংবাদ শিরোনাম......

লিখেছেন জুল ভার্ন, ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১১



মাত্র ২০ টি
সংবাদ শিরোনাম....সিলেক্ট করেছিলাম। আপলোড হয়েছে ১০ টা। অবশিষ্ট দুর্নীতির শিরোনাম... ...বাকিটুকু পড়ুন

×