আজ আমি আমার সবথেকে পুরোনো একটা বন্ধুর কথা বলছি। অবশ্য এই বন্ধুটার সাথে যখন আমার বন্ধুত্ব শুরু হয়েছিল তখন কিন্তু আমি কথাই বলা শিখিনী । শুধু কি কথা বলাই, তখনোতো আমি কাউকে চিনিইনা, কাউকে দেখিইনি । আরে, আমি চিনবো কিভাবে, দেখবো কিভাবে, আমার যে তখনও জন্মই হয়নি । কিন্তু আমাদের বন্ধুত্বের জন্ম ঠিকই হয়ে গেছে । আমার মায়ের সাথে আমার বন্ধুত্ব আমার জন্মের ১০ মাস আগে থেকেই । আমি তখনও পৃথিবীতেই আসিনি অথচ আমার জন্য মা'র কত দুশ্চিন্তা, কত ব্যাকুলতা, কত যত্ন, কত ভালবাসা । আমিও কম যাইনা, মাঝে মাঝেই একটু নড়েচড়ে উঠতাম । আমার অস্তিত্ব টের পেয়ে মা যে কতই খুশি হতেন । অবশ্য আমার ব্যাপারে মা ছিলেন ভীষণ সাবধানী । আমি যেন ব্যথা না পাই সেজন্য মা হাঁটতেন খুব ধীরে ধীরে । রান্নাঘরেও যেতেন সাবধানে যেন আমার কোনও ক্ষতি না হয়। আর আমি যখন পৃথিবীতে আসলাম তখন মা যে কি পরিমান ব্যথা সহ্য করেছিলেন, কি পরিমান কষ্ট অনুভব করেছিলেন সেটা শুধু মা'ই জানেন। সে ব্যথা অনুভব করার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাদের পুরুষ জাতিকে দেননি। আমি পৃথিবীতে আসলাম। আমার মায়ের খুশি দেখে কে। আমি কিন্তু একটানা কেঁদে চলেছি। আর আমার মা আমার কান্না দেখে হাসছেন। জীবনে শুধুমাত্র এই একটা দিনই সন্তান কাঁদলে মা হাসেন। বাকিটা জীবনই সন্তান কাঁদলে মা কাঁদেন, সন্তান হাসলে মা হাসেন। সেই তখন থেকেই আজ অবধি মা আমার জন্য কি কষ্টই না স্বীকার করেছেন। রাতের বেলা কোচিং ক্লাস করে বাড়ি ফিরতে ভয় পেতাম বলে ছুটির আগেই কোচিং এ গিয়ে মা বসে থাকতেন। বাড়ি ফেরার সময় আমার ব্যাগটা হাতে নিতেন। আমার মনে আছে একবার ভাইয়া কোনও একটা কারণে খুব ক্ষিপ্রতা নিয়ে আমাকে মারতে এগিয়ে আসছিলেন আর এটা দেখে মা যেভাবে অশ্রু জড়ানো কণ্ঠে আর্তনাদ করে আমার সামনে দাঁড়িয়েছিলেন, তখন ভাইয়া কিন্তু আর এক পা 'ও এগোতে পারেনি। ছোট বেলায় আমার শুধুই অসুখ লেগে থাকতো আমার অসুখে কত রাত যে মা না ঘুমিয়ে কাটিয়েছেন তার হিসাব নেই। এখনতো অনেক বড় হয়ে গেছি। তবে মায়ের কাছে সন্তান সব সময় ছোটই থাকে। মায়ের দুশ্চিন্তা কমেনা বরং বাড়ে। ছেলেটা কিভাবে থাকে, কি খায়, টাকাপয়সার কোনও কমতি হচ্ছে নাতো। মাকে শান্ত রাখতে মাঝেমাঝে আমাকে দুই একটা মিথ্যার আশ্রয়ও নিতে হয়, শরীর খারাপ হলে সেটা লুকিয়ে চলা, বুয়ার রান্না করা স্বাদহীন তরকারীর গুণকীর্তন মায়ের কাছে মাঝে মাঝেই করতে হয়। তবে অভিনয়ের এই প্রতিযোগিতায়ও আমি মায়ের কাছে পরাজিত। মা তো ফোনে প্রতিদিনই বলেন ভাল আছেন। যেন আমি চিন্তা না করি। কিন্তু আমি জানি সন্তান দূরে থাকলে মা ভাল থাকতে পারেনা। ভাল থাকার অভিনয় করে মাত্র। মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে। ক্লাস-খাওয়া-ঘুম এর এই ছকবাধা জীবন একঘেয়েমি লাগে। হোস্টেল লাইফের কিছু পাগলামি আড্ডা, খেলার চ্যানেল, ইংলিশ মুভি, তুরুপের তাস, ইন্টারনেট এসব রেখে মায়ের কাছে গিয়ে একটু শীতল হতে ইচ্ছা করে। এখনতো আমি অনেক বড় হয়ে গেছি। নিজের বুঝ নিজে বুঝতে শিখেছি। শুধু বুঝতে শিখেছি বললে ভুল হবে, দু-এক লাইন বেশিও বুঝে ফেলি মাঝে মাঝে। কথায় কথায় মায়ের সাথে রাগারাগি করি, খাবার নিয়ে রাগারাগি করি, সকাল-সকালে ঘুম থেকে ডেকে তুললে রাগারাগি করি। এসব নিজে নিজেই শিখে গেছি। শুধু মায়ের কাছে ক্ষমাটা আজও চাইতে পারিনি। মা, তোমাকে বলছি মা, বিশ্বাস করো, জীবনে যতবারই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি ততবারই আড়ালে কেঁদেছি। কিন্তু তোমার কাছে গিয়ে সরি বলতে পারিনি। তোমাকে ভালবাসি এই কথাটাও মুখফুটে আজও বলতে পারিনি। আজ তোমাকে বলছি মা, তোমাকে ভালবাসি, অনেক অনেক ভালবাসি, ভালবাসি। ভালথেকো মা।

আলোচিত ব্লগ
অপারেশন সিদুঁর বনাম অপারেশন নারায়ে তাকবীরের নেপথ্যে !
বলতে না বলতেই যুদ্ধটা শুরু হয়ে গেল। না, যুদ্ধ না বলাই ভালো—রাষ্ট্রীয় অভিনয় বলা ভালো। ভারত ও পাকিস্তান আবার সীমান্তে একে অপরকে চেঁচিয়ে বলছে, "তুই গো-মূত্রখোর ", "তোর দেশ জঙ্গি"।... ...বাকিটুকু পড়ুন
সেই পুরোনো সিনেমা
ঘটনা হইতেছে, পাকিস্তান জ*গী পাঠাইয়া আক্রমণ করাইছে।
ভারত বলছে 'কাম কি করলি? তোর সাথে যুদ্ধ'। পাকিস্তান বলছে 'মাইরেন না মাইরেন না আমরা মারিনাই, ওই কুলাংগার জ*গীরা মারছে'
'আমরা আপনাগরে ওদের... ...বাকিটুকু পড়ুন
এলেম কি? এ বিষয়ে বান্দার দায়িত্ব কি?
সূরাঃ ৬২ জুমুআ, ২ নং আয়াতের অনুবাদ।
২। তিনিই উম্মীদের মধ্যে একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্য হতে, যে তাদের নিকট আবৃত করে তাঁর আয়াত সমূহ; তাদেরকে পবিত্র করে এবং... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ৯৪
নাম তার তারা বিবি।
বয়স ৭৭ বছর। বয়সের ভাড়ে কিছুটা কুঁজো হয়ে গেছেন। সামনের পাটির দাঁত গুলো নেই। খেতে তার বেগ পেতে হয়। আমি তাকে খালা বলে ডাকি।... ...বাকিটুকু পড়ুন
শেষমেষ লুইচ্চা হামিদও পালিয়ে গেলো!
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হয় ফেসিস্ট হাসিনা ও তার দল আম্লিগের। এরপর থেকেই আত্মগোপনে রয়েছে দলটির চোরচোট্টা নেতাকর্মীরা। অনেক চোরচোট্টা দেশ ছাড়লেও এতদিন দেশেই ছিলো আম্লিগ সরকারের... ...বাকিটুকু পড়ুন