সম্প্রতি একটি আন্দোলন দেখছি এই শ্লোগানে " আসন্ন বাজেটে সস্তা সিগারেটের দাম বাড়িয়ে স্বাস্থ্য ঝুঁকি কমান, রাজস্ব বৃদ্ধি করুন"।
যদি প্লেইন মটিভ থেকে হয়, তাইলে আমার আপত্তি নেই। আমরা ডিফ্রেন্ট এঙ্গেল থেকে সামাজিক আন্দোলন এগিয়ে নিতে পারি। শুধু সস্তা সিগারেটের দাম বাড়ানোর আন্দোলন হবে? আর ব্রিটিশ আমেরিকান টোবাকোর দামি সিগারেটের কি হবে?
মানে আপনারা আকিজ বিড়ি, আবুল বিড়ি, মফিজ বিড়ি চিরতরে বন্ধ করতে চান! কিন্তু ব্রিটিশ এমেরিকানদের স্টার, গোল্ড লীফ, বেন্সন, বাংলা ৫৫৫, ক্যাপেস্টেইন, ডানহিল, পলমল এর কি হবে? উনারা দামি তাই স্বাস্থ্য ঝুঁকি করান না? নাকি আমি ভুল বুঝতেসি?
আমার বুঝার ভুল না হলে বলব এই আন্দোলনের ফানান্সিং টা খতিয়ে দেখা দরকার। উনারা একটা ট্যাক্স ক্লক বসিয়েছেন! এটা কারা স্পন্সর করেছেন? আমার বুঝার ভুল হলে ক্ষমা প্রার্থী।
ধূমপান বিরোধী মহৎ এবং অতি প্রয়োজনীয় সামাজিক আন্দোলনে আমাদের সবার দাবী পরিস্কার হওয়া দরকার।
সব সিগারেটের শুল্ক বাড়বে, দাম বৃদ্ধি শুল্ক বৃদ্ধির সাথে সামাঞ্জস্য পূর্ণ হতে হবে।
তামাক চাষি কে প্রোনদোনা দিয়ে সরিয়ে আনতে হবে।
বিড়ি সিগারেটের কোম্পানি কে সামাজিক প্রোগ্রাম করতে দেয়া যাবে না।
তাদের বনায়ন ও কার্বন নির্গমন বিষয়ক ট্যাক্স দিতে হবে।
যক্ষ্মা , ক্যান্সার ইত্যাদির জন্য হাস্পিটাল করতে হবে, সরাসরি আর্থিক অনুদান দিতে হবে।
সস্তা সিগারেট এর উতপাদন এর উপর চাপ দিয়ে, আর দামী সিগারেটের উৎপাদনকে অবাধ করে দিয়ে আমরা স্বাস্থ্য ঝুকি কমাবো? আদতে এটা যেটা করবে সেটা হোল সিগারেটের সেই একই নিন্ম মানের পন্য কে ধূমপায়ী উঁচু দামে কিনে প্রতারিত হবেন। আমরা কি গরীব লোকজন যারা বেন্সন টানতে পারে না টাকার অভাবে তাদের কে ধূমপান বাবদ বেশী অর্থ ব্যয়ে বাধ্য করছি (শুল্ক এবং কোম্পানীর অতিরিক্ত মুনাফা বাবদ )?
সিগারেটের ইন্ডাস্ট্রি তে লক্ষ লক্ষ শ্রমিক, সাপ্লাইয়ার, ক্ষুদ্র বিনিয়োগকারী, প্রান্তিক বিক্রেতা জড়িত আছেন। তাদের স্বার্থ এবং কর্মসংস্থান কে বিবেচনায় নিয়ে ধূমপান বিরোধী আন্দোলন কে রি ডিফাইন করতে হবে।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৪ সকাল ১১:২০