(H1N1) সোয়াইন ফ্লু নিয়ে এতদিন আমরা কিছুটা স্বস্তির মধ্যে থাকলেও দেশের মধ্যে ৭জন সনাক্ত এবং ৫০জন সন্দেহভাজনের কথা আজ পত্রিকার মাধ্যমে জেনে চিন্তা লাগছে । যাই হোক আশার কথা হচ্ছে আক্রান্ত হলেও সবাই আবার সুস্থ হয়ে উঠছে । আর আমার প্রবাসের কর্মস্থল একটি আন্তর্জাতিক মানের হাসপাতালে তাই এই সংক্রান্ত তথ্যগুলো দ্রুত পাই। সৌদি আরবের আজকের তথ্য হচ্ছে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন এর মধ্যে ১৭ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
হাসপাতাল থেকে (H1N1) সোয়াইন ফ্লু নিয়ে একটি সতর্কতামুলক নির্দেশনা পেয়েছি তাই সবার জন্য লিখে দিলাম ।
১) হাচি-কাশি দেওয়ার সময় নাক,মুখ রুমাল অথবা টিস্যু দিয়ে ঢেকে রাখুন।
২) ব্যবহৃত টিস্যু পেপার যথাস্থানে ফেলুন (যেমন ঢাকনাযুক্ত ডাষ্টবিন)।
৩) নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে(বিশেষ করে খাওয়ার পুর্বে) ।
৪) ফ্লুয়ের লক্ষন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
৫) আপনার যদি ফ্লুয়ের লক্ষন মনে হয় অথবা কারো এমন লক্ষন দেখেন তাহলে একজন আরেক জন থেকে ১ মিটার দুরে থাকুন।
৬) আপনি ফ্লু-আক্রান্ত হলে কর্মক্ষেত্র, স্কুল অথবা মানুষের ভিড়ে থাকবেন না।
৭) আপনি ফ্লু-আক্রান্ত হলে শুভেচ্ছা বিনিময়ে কোলাকুলি কিংবা হ্যান্ডশ্যাক করবেন না ।
৮) অপরিচ্ছন্ন হাতে চোখ, নাক, মুখে স্পর্শ করবেন না ।
সবাই সুস্থ থাকুন, সোয়াইন ফ্লু মুক্ত থাকুন। আতংকিত হওয়ার কোন কারন নেই।