যদি আসবিনা ঘুম, কেন আগে বললিনা?
যদি আসবিনা ঘুম, কেন আগে বললিনা?
আমি জুতো ছাড়াই পথে নামতাম...
বিলবোর্ডে হেসে থাকা একলা মেয়েটাকে
খানিকটা সঙ্গ দিতাম........!
তার একলা রাত-জাগা
আমাকে জ্বালায়,
তার চেহারাটা ফেলে আসা কার সাথে যেনো মিলে যায়.........!
তাকে দেখলেই পাতা-ঝরা দিন
মনে পড়ে,
সেই সব দিন ভর-
ছিলো বেদনারা মন্থর,
ছিলো প্রণয়ের সমাদর,
আর টং-দোকানেতে-
কিনতে দাঁড়িয়ে থাকা,
দু’টাকায় চারটে পাপড় ...........!
তাকে দেখলেই বহু গাওয়া গান
মনে পড়ে,
সেই সে গান টা -
সেই হেঁড়ে গলায় গাওয়া গান,
সেই তাল-গোল পাকা গান....!
তবু গাইবই বলে, সুর কামড়ে
পড়ে থাকা সারাদিন মান...!
কথা ও সুর- ফরহাদ মেঘনাদ
গায়ক- মুকুল জামিল