আসিফ মহিউদ্দীনের আহত হওয়া নিয়ে অনেকেই আমার কাছে আমার মতামত জানতে চেয়েছেন। আসিফ মহীউদ্দীন ছুরিকাহত হয়েছন, হাসপাতালের বেডে কাতরাচ্ছেন এই জন্য আমার আসিফ মহীউদ্দীনের প্রতি একটুও সহানুভূতি নাই। আপনি হয়ত এখন বলতে পারেন যে আসিফ মহীউদ্দীন নাস্তিক বলে হয়ত আমি আসিফ মহীউদ্দীনের এই ছুরিকাহতে খুশী হয়েছি। না আসিফ মহীউদ্দীনের নাস্তিক হওয়ার সাথে আমার এই খুশী হওয়ার কোন সম্পর্ক নাই। আমার সাথে ব্যক্তিগত ভাবে অনেক নাস্তিকেরই পরিচয় আছে, আমি অনেক নাস্তিকের সাথে একসাথে ভাতও খাইছি। আসিফ মহীউদ্দীনের একটা Facebook এর NOTE লেখার কারনেই আমি আসিফ মহীউদ্দীন প্রতি অনেক আগেই আমার শ্রদ্ধা হারিয়েছে। ঠিক আমার শ্রদ্ধা হারিয়েছে বললে ভুল হবে আসিফ মহীউদ্দীন অনেক মুক্তমনাদেরও শ্রদ্ধা হারিয়েছে। এটা হচ্ছে আসিফ মহীউদ্দীনের লেখা সেই নোট মহা পবিত্র আহাম্মকোপিডিয়া এবং একটি শান্তির ধর্ম যেইখানে আসিফ মহীউদ্দীন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে মোটাপেট হিসাবে সম্বোধন করেছে নাউযুবিল্লাহ। হযরত আবু বকর রাযিয়াল্লাহু আনহু কে আবু ফকর, হযরত আলী রাযিয়াল্লহু আনহু কে বদখত বালী ও হযরত আয়েশা রাযিয়াল্লাহু আনহু কে টাকিয়া নামে সম্বোধন করেছে। আসিফ মহিউদ্দীন তার ঐ নোটে নিজের মত করে বানিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে চরম ব্যঙ্গাত্মক ভাবে আক্রমন করেছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লামের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক অশ্লীল কথা আসিফ মহীউদ্দীন তার মহা পবিত্র আহাম্মকোপিডিয়া এবং একটি শান্তির ধর্ম এই নোটে উল্লেখ করেছে। বাংলা ভাষায় আজ পর্যন্ত ধর্মকারী ওয়েবসাইট টি ছাড়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে নিয়ে আর কেউ এত অশ্লীল কথা বলতে পারিনি। আর তাছাড়া আসিফ মহীউদ্দীন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে মহাপেট নামে সম্বোধন করে এপ্রিল মাসের দিকেও কয়েকটা status দিয়েছিল। আপনি Google এ মহাপেট লিখে search দিলেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম কে মহাপেট নামে সম্বোধন করে আসিফ মহীউদ্দীনের সেই Status গুলি পাবেন।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে অনেক আলোচনা তর্ক বিতর্কই হয় নেটে ফেইসবুকে ব্লগ জগতে। আমার নিজের লেখা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব এই NOTE টিতেও ৩০০ টির মত Comment পরেছে। Dr. Mushfique Imtiaz Chowdhury এই ভাই থেকে শুরু করে অনেক নাস্তিকও আমার ঐ নোটে Comment করেছেন। কিন্তু উনারা কেউই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে কোন অশ্লীল কথা বলেননি। শালীন ভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈবাহিক জীবন নিয়ে কিছু প্রশ্ন করেছেন। আর আমিও সীরাত থেকে উনাদের এই প্রশ্নের জবাব গুলি আমার ঐ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব নোটেই Comment আকারে দিয়েছি। যেইসব নাস্তিক আমার ঐ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব নোটে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন করেছেন তাদের প্রতি আমার কোন রাগ ক্ষোভ নেই। কারন তারা কেউই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈবাহিক জীবন নিয়ে কোন অশ্লীল কথা বলেননি। আপনি নাস্তিক হবেন না আস্তিক হবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন করতে পারেন, বনু কোরাইজা গোত্র, জিহাদ, দাস দাসী এই ব্যাপার গুলি নিয়েও আপনি যে কোন প্রশ্ন করতে পারেন। ইসলাম কখনই আপনাকে প্রশ্ন করতে নিষেধ করেনি। কিন্তু আপনি যুক্তিসংগত কোন প্রশ্ন না করে স্যাটেনিক ভার্সেসের মত নোট লিখতে যাবেন এটা তো মেনে নেয়া যায় না। আমি আসিফ মহীউদ্দীন কে অনেক বার অনুরোধ করেছিলাম যে সে যেন তার এই “মহা পবিত্র আহাম্মকোপিডিয়া এবং একটি শান্তির ধর্ম” নোট টি সরিয়ে ফেলে। আমি আসিফ মহীউদ্দীন কে এও বলেছিলাম যে আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈবাহিক জীবন নিয়ে কিছু প্রশ্ন লিখে একটি নোট তৈরি করুন শালীন ভাষায়, আমি আপনার প্রশ্ন গুলির জবাব দেয়ার চেষ্টা করবো। কিন্তু আসিফ মহীউদ্দীন তার ঐ “মহা পবিত্র আহাম্মকোপিডিয়া এবং একটি শান্তির ধর্ম” নোট টি সরায়নি। পরবর্তীতে
আমি মুক্তমনার প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের কাছেও অনুরোধ করেছিলাম যেন উনি আসিফ মহীউদ্দীন কে বলেন তার এই মহা পবিত্র আহাম্মকোপিডিয়া এবং একটি শান্তির ধর্ম নোটটি ফেইসবুক থেকে সরিয়ে ফেলতে। কিন্তু মুক্তমনার প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ও আমার অনুরোধে সাড়া দেননি। তারপর আমি খুব সহজ একটা কাজ করি। আর তা হল আমার পরিচিত ফেইসবুক ও ব্লগ জগতে যারা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে সক্রিয় রাজনীতি করে তাদের সবার কাছে আমি আসিফ মহীউদ্দীন ঐ মহা পবিত্র আহাম্মকোপিডিয়া এবং একটি শান্তির ধর্ম এই নোটের লিংকটি পৌছিয়ে দেই। সত্যিকথা বলতে কি কোন ভদ্র ঘরের ছেলে কখনো এত বিশ্রী ভাষায় কাউকে আক্রমন করতে পারে না যেটা আসিফ মহীউদ্দীন তার ঐ মহা পবিত্র আহাম্মকোপিডিয়া এবং একটি শান্তির ধর্ম নোটে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কে আক্রমন করে দেখিয়েছেন।
বাংলা ভাষায় সস্তা জনপ্রিয়তা বলতে একটা কথা আছে। সস্তা জনপ্রিয়তা বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি হিন্দু ধর্মের সমালোচনা করার নাম নিয়ে সতীদাহ প্রথা বর্ণ প্রথা এই ব্যাপার গুলি নিয়ে আলোচনায় না যেয়ে সামান্য কিছু Like পাওয়ার লোভে হিন্দুদের দেব দেবী দূর্গা কালী লক্ষি গনেশ শিব এদের সম্পর্কে অশ্লীল কথা বলা শুরু করলেন। অধ্যাপক হুমায়ন আজাদ প্রথম জীবনে বাংলা সাহিত্য নিয়ে অনেক গবেষণা ধর্মী লেখা লিখেছিলেন। যেহেতু গবেষনা করতে অনেক কষ্ট লাগে তাই পরবর্তীতে অধ্যাপক হুমায়ন আজাদ বাংলা ভাষার উৎপত্তি নিয়ে বিশ্লেষণ ধর্মী লেখালেখি বাদ দিয়ে নিজের মনের মত করে বানিয়ে ইসলাম ধর্মের সমালোচনা করা শুরু করে দেয়। তখন কিন্তু অধ্যাপক হুমায়ন আজাদের সহকর্মীরাও বলেছিল যে হুমায়ন আজাদ এখন সস্তা জনপ্রিয়তা পাওয়ার লোভে বাংলা ভাষা সাহিত্য নিয়ে গবেষনা করা বাদ দিয়ে এখন ইসলাম ধর্ম সম্পর্কে নিজের মনগড়া কথা বলা শুরু করেছে। সত্যিকথা বলতে কি একজন সাহিত্যিক/ব্লগার যখন সৃজনশীল কিছু রচনা করতে পারে না তখনই সে তার মত করে দ্বীন ইসলামের সমালোচনা করা শুরু করে। আর দ্বীন ইসলামের এই সমালোচনার পিছনে মূল কারনই থাকে কিছু সস্তা জনপ্রিয়তা অর্জন করা। তবে আবার মাঝে মাঝে ঐ সস্তা জনপ্রিয়তা অর্জন করতে যাইয়া রামদার কোপও খাইতে হয় আর হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেও হয়।
আমার আরো যা লেখা আপনার ভাল লাগতে পারে
আমার জেল জীবনের স্মৃতিকথা ৫ম পর্ব পড়তে এই লিংকে ক্লিক করুন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বহু বিবাহ প্রসঙ্গে ইসলাম বিদ্বেষীদের সমালোচনার জবাব
আল্লাহ সুবহানাতায়ালার অস্তিত্ত্বের একটি বুদ্ধিবৃত্তিক প্রমান
পুরুষ জাতির বহু বিবাহ প্রথাকে ইসলামী শরীয়াহ আসলে কতটুকু সমর্থন করে
বনী কুরায়জা গোত্রের সকল পুরুষ ইহুদি হত্যা করা প্রসঙ্গে একটি পর্যালোচনা
ইসলামি শরীয়াহ কি কখনই দাস দাসী প্রথাকে সমর্থন করেছিল
স্টালিনের নৃশংসতার স্বীকার এক বাঙ্গালী বিপ্লবী
মাওসেতুং এর সময় চীনা মুসলমানদের দূর্দশতার কথা শুনুন
কামসূত্র বইটি কোথা থেকে এল ? এর ইতিহাস কি আপনি জানেন ?
সতীদাহ প্রথা সরাসরি দেখার এক দুর্লভ অভিজ্ঞতার কথা শুনুন
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১